ANCIENT HISTORY OF INDIA
 1. কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন--
    ☑️ বিম্বিসার।
2. লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত - -
    ☑️ সমুদ্র গুপ্ত।
3. ভারতের নেপোলিয়ান - - - - -
    ☑️ সমুদ্র গুপ্ত ( ভিনসেন্ট স্মিথ বলেছেন)। 
4. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত - -
    ☑️ লোথাল ও রংপুর। [বর্তমান গুজরাটের অংশ] 
5. আর্য শব্দের অর্থ------
    ☑️ জাতি বিশেষ।
6. মানুষের আবিস্কৃত প্রথম ধাতু - -
    ☑️ তামা ।
7. মোহম্মদ বিন কাশিম সিন্ধু অভিযান করেন - -
    ☑️ 712 খ্রীঃ ।
8. সিন্ধু সভ্যতার সময়কাল---
    ☑️ 2500-1750 B. C
9. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা - -
    ☑️ তাম্র - প্রস্তর।[ Chalcolithic]
10. সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় - -
    ☑️ লোথালকে।
11. সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগারের অস্তিত্ব মেলে--
    ☑️ মহেঞ্জোদাড়োয়।
12. হরপ্পালিপির ধরন কেমন ছিলো - -
    ☑️ পিক্টোগ্রাফিক । লিখনশৈলী বোস্ট্রফেডন ।এটা অনেকটা মিশরের হায়ারোগ্রাফিক লিপির ন্যায়।
13. সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ রচনা করেন - -
    ☑️ এলাহাবাদ প্রশস্তি।
14. বৈদিক সভ্যতার সময়কাল----
    ☑️ 1500B.C - 500B.C
15. সভা ও সমিতি গণতান্ত্রিক প্রতিষ্ঠান - -
    ☑️ বৈদিক আর্যদের।
16. লোহা ও ঘোড়ার ব্যবহার জানতনা কোন সভ্যতার লোকেরা--
    ☑️ সিন্ধু সভ্যতার।
17. লোহা ও ঘোড়ার ব্যবহার জানতো কোন সভ্যতার লোকেরা----
    ☑️ বৈদিক আর্য।
18. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক রাজা--
    ☑️ মিনান্দার।
19. মিনান্দার কার সংস্পর্শে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে - - - 
    ☑️ নাগসেন।
20. মিলিন্দপান্হ কার রচনা - - - -
    ☑️ নাগসেন ।
ANCIENT HISTORY OF INDIA
21. মিনান্দার এর রাজধানী কোথায় ছিলো--
    ☑️ সাকোল( শিয়ালকোট) ।
22. বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক রচিত - -
   ☑️ পালি ভাষায়।
23. বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো....
   ☑️ বুদ্ধ, ধম্ম ও সংঘ।
24. গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন--
   ☑️ আনুমানিক 563 B. C (নেপালের/ লুম্বিনীতে  /কপিলাবস্তু /শাক্য বংশ)।
25. গৌতম বুদ্ধের পিতা---
     ☑️ শুদ্ধোধন।
26. গৌতম বুদ্ধের মাতার নাম--
     ☑️ মায়াদেবী।
27. গৌতম বুদ্ধের বাল্যনাম - - - - 
     ☑️ সিদ্ধার্থ।
28. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম--------
    ☑️ গোপা (মতান্তরে যশোধরা)। 
29. গৌতম বুদ্ধের পুত্রের নাম----
    ☑️ রাহুল।
30. বৌদ্ধ ধর্ম মত সকল দুঃখের কারন-
   ☑️ তৃষ্ণা। 
31. গৌতম বুদ্ধ কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেন? 
   ☑️ নৈরঞ্জনা। 
32. গৌতম বুদ্ধ সর্বপ্রথম কোথায় তাঁর ধর্মমত প্রচার করেন ?
    ☑️ সারনাথ। 
33. গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত ?
    ☑️ধর্মচক্রপ্রবর্তন ।
34. বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায় কি কি? 
    ☑️ হীনযান ও মহাযান। 
35. গৌতম বুদ্ধ আনুমানিক কত সালে দেহত্যাগ করেন ?
    ☑️ 483 খ্রীঃপূঃ
36. গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন--
    ☑️ কুশীনগর।
37. গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বৌদ্ধরা কী বলেন - - -
    ☑️ মহাপরিনির্বাণ ।
38. গৌতম বুদ্ধের গৃহ ত্যাগের ঘটনাকে বৌদ্ধরা কী বলেন---
    ☑️ মহাভিনিস্ক্রমন।
39. গৌতম বুদ্ধের গুরু কে কে ছিলেন? 
    ☑️ প্রথম গুরু অসিত। 
    ☑️ দ্বিতীয় গুরু অর্ধকালাম। 
    ☑️ তৃতীয় গুরু রাজগৃহের উদ্রক রামপুত্র। 
40. গৌতম বুদ্ধের ঘোড়ার নাম-----
    ☑️ কন্টক।
ANCIENT HISTORY OF INDIA 
41. গৌতম বুদ্ধের সারথী---------
    ☑️ ছন্ন।
42. গৌতম বুদ্ধের চিকিৎসক ছিলেন - - -
42. গৌতম বুদ্ধের চিকিৎসক ছিলেন - - -
    ☑️ জীবকচিন্তামণি।
43. গৌতম বুদ্ধের উপাসনা গৃহ---------
    ☑️ চৈত্য।
44. গৌতম বুদ্ধের কয়েক জন শিষ্য হলেন-----
    ☑️ মগধের রাজা বিম্বিসার, কোশলরাজ প্রসেনজিৎ এবং রানী মল্লিকা। 
45. মজ্ ঝিম পন্থা হলো---
    ☑️ গৌতম বুদ্ধের নৈতিক উপদেশ। 
46. সূত্র পিটকে লিপিবদ্ধ আছে - - -
    ☑️ গৌতম বুদ্ধের ধর্মোপদেশসমূহ। 
47. বিনয় পিটকে লিপিবদ্ধ আছে - - - 
    ☑️ ভিক্ষু ভিক্ষুনীদের ও সংঘের 
          নিয়মাবলী। 
48. অভিধম্ম পিটকে লিপিবদ্ধ আছে - - - 
     ☑️ বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ। 
49. প্রথম বৌদ্ধ সংগীতি বা সম্মেলন :
   ➡️ স্থান : রাজগৃহ, সপ্তপর্ণী গুহা। 
   ➡️ নেতৃত্ব : অজাতশত্রু। 
   ➡️ সভাপতি :মহাকশ্যপ। 
   ➡️ গুরুত্ব: বুদ্ধের শিষ্য আনন্দ সূত্ত পিটক ও উপাল বিনয় পিটক সংকলন করেন। 
50. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বা সম্মেলন :
   ➡️ স্থান: বৈশালীর, বালুকারাম
   ➡️ নেতৃত্ব:কালাশোক। 
   ➡️ সভাপতি : রেবত স্থবির। 
51.তৃতীয় বৌদ্ধ সংগীতি বা সম্মেলন :
   ➡️ স্থান: পাটলিপুত্রের অশোকারাম। 
   ➡️নেতৃত্ব : অশোক।    
   ➡️ সভাপতি: মোগলিপুত্ত তিস্য। 
   ➡️ ফলাফল : অভিধম্ম পিটক সংকলিত হয়। 
52. চতুর্থ বৌদ্ধ সংগীতি বা সম্মেলন :
   ➡️ স্থান: কাশ্মীর, জলন্ধর 
   ➡️ নেতৃত্ব: কনিষ্ক। 
   ➡️ সভাপতি: বসুমিত্র। 
   ➡️ ফলাফল :মহাবিভাষা সংকলিত হয়। মহাযান মতবাদ শক্তিশালী হয়। 
53. কয়েকটি বৌদ্ধ বিশ্ব বিদ্যালয়---
    ➡️ নালন্দা - বিহার - প্রথম কুমার গুপ্ত। 
    ➡️ ওদন্তপুরী-বিহার - গোপাল। 
    ➡️ বিক্রমশীল - বিহার - ধর্মপাল। 
    ➡️ সোমপুরি-উত্তরবঙ্গ - ধর্মপাল। 
    ➡️ জগদ্দল - বাংলা-রামপাল।



 
 
 
 
 
 
 
 
 
 
 
