Advertisement

Main Ad

CH-4 কোষ বিভাজন (CELL DIVISION)

কোষ বিভাজন CELL DIVISION

কোষ বিভাজন CELL DIVISION

১৫১. অ্যামাইটোসিস প্রক্রিয়ার লম্বা হওয়ার পর নিউক্লিয়াসের –
i. দু’প্রান্ত মোটা হয়
ii. মাঝের অঙশ সরু হয়
iii. আকৃতি মুগুরের মত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫২. প্রোফেজ মাইটোসিসের কততম পর্যায়?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (ক)
১৫৩. কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়?
ক) মেটাফেজ
খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ
ঘ) লিপাটোটিন
সঠিক উত্তর: (ক)
১৫৪. মস ও ফার্ণ উদ্ভিদের রেণু মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
১৫৫. টেলোফেজ পর্যায়ে ঘটে –
i. ক্রোমোজোমে পানিযোজন
ii. ক্রোমোজোমগুলো সরু হয়
iii. ক্রোমোজোমগুলো লম্বা আকার নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৭. সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)
১৫৮. বহুকোষী জীব কোন কোষ হতে জীবন শুরু করে?
ক) জাইগোট
খ) নিষেক
গ) হ্যাপ্লয়েড
ঘ) ডিপ্লয়েড
সঠিক উত্তর: (ক)

১৫৯. অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে নিচের কোনটিতে?
ক) ব্যাকটেরিয়ায়
খ) শৈবালের জননকোষে
গ) প্রাণীর জননকোষে
ঘ) উদ্ভিদের পাতায়
সঠিক উত্তর: (ক)

১৬০. কোন ধরনের কোষ বিভাজন জীবে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটিয়ে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
সঠিক উত্তর: (গ)

১৬১. ক্রোমোজোম সংখ্যা সমান থাকে –
i. Q-এ
ii. R-এ
iii. T-এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬২. মাইটোসিস সংঘটনে উদ্ভিদ ও প্রাণী কোষে ভিন্নতা হয় কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)

১৬৩. ঈস্টে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)

১৬৪. ক্রোমোজোম সংকুচিত হয়ে মোটা ও খাট হয় মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ক)

১৬৫. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কেমন থাকে?
ক) খাটো ও মোটা
খ) মোটা ও চিকন
গ) খাটো ‍ও চিকন
ঘ) খাটো ও পাতলা
সঠিক উত্তর: (ক)

১৬৬. মাইটোসিস প্রক্রিয়া কোন কোষে সংগঠিত হয়?
ক) আদি
খ) প্রকৃত
গ) জনন
ঘ) জনন মাতৃকোষে
সঠিক উত্তর: (খ)

১৬৭. মিয়োসিস পদ্ধতিতে মাতৃনিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে?
ক) একবার
খ) দুইবার
গ) তিনবার
ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)

১৬৮. ক্ষত স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)

১৬৯. মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বাহু কীভাবে অবস্থান করে?
ক) মেরুমুখী
খ) মেরুবিমুখী
গ) সমান্তরালভাবে
ঘ) লম্বভাবে
সঠিক উত্তর: (ক)

১৭০. প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকলে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে তা হলো-
i. আকর্ষণ তন্তু
ii. Traction fibre
iii. ক্রোমোজোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. ক্যারিওকাইনেসিস বলতে কোনটির বিভাজনকে বুঝায়?
ক) নিউক্লিয়াস
খ) সাইটোপ্লাজম
গ) প্রোটোপ্লাজম
ঘ) এক্টোপ্লাজম
সঠিক উত্তর: (ক)

১৭২. মেটাফেজ ধাপে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের কোন অঞ্চলে অবস্থান করে?
ক) বিষুবীয় অঞ্চলে
খ) দু’প্রান্তে
গ) এক প্রান্তে
ঘ) নিরক্ষীয় অঞ্চলে
সঠিক উত্তর: (ক)
১৭৪. নিউক্লিয়াস আকারে বড় হয় মাইটোসিসের কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
১৭৫. মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (গ)
১৭৬. নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক) দুইটি
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) এনাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. উন্নত প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ে কোন বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মিয়োসিস
গ) মাইটোসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
১৭৯. কোষ বিভাজনের কোন ধাপের শেষে বিষুবীয় অঞ্চল বরাবর ধীরে ধীরে একটি কোষপ্রাচীর গঠিত হয়?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) টেলোফেজ
ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
১৮০. প্রাণী কোষে কয়টি সেন্ট্রিওল হতে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৮১. সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে ঘটে কোন বিভাজন প্রক্রিয়া?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
১৮২. অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
ক) দৈর্ঘ্য বৃদ্ধি পায়
খ) দৈর্ঘ্য হ্রাস পায়
গ) দৈর্ঘ্য অত্যধিক বৃদ্ধি পায়
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৮৩. প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
১৮৪. গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মিয়োসিস
গ) মাইটোসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
১৮৫. মিয়োসিস কোষ বিভাজন ঘটে –
i. উন্নত প্রাণিদেহে শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে
ii. মস ও ফার্ন জাতীয় উদ্ভিদের জাইগোটে
iii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. Eukaryotic cell বিভাজন কোন প্রক্রিয়ায় হয়?
ক) মাইটোসিস
খ) সিন্তাপসিস
গ) মিয়োসিস
ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)
১৮৭. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কীভাবে বিভাজিত হয়?
ক) প্রত্যক্ষভাবে
খ) পরোক্ষভাবে
গ) দুটি পর্যায় অতিক্রম করে
ঘ) জটিল পর্যায় অতিক্রম করে
সঠিক উত্তর: (ক)
১৮৮. জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৯০. প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসের আকার কেমন?
ক) বড়
খ) ছোট
গ) গোলাকার
ঘ) খাট
সঠিক উত্তর: (ক)
১৯১. মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (ক)
১৯২. মিয়োসিসের গুরুত্ব হলো –
i. জনুক্রম
ii. অপত্য কোষ সৃষ্টি করা
iii. ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯৩. ঈস্ট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৯৫. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয় কোন বিভাজনের কারণে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৯৭. মাতৃকোষের কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয় কোন বিভাজনের ফলে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)
১৯৮. জীবদেহে কোষ বিভাজন দেখা যায় প্রধানত –
i. মাইটোসিস
ii. অ্যামাইটোসিস
iii. মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে কী তৈরি হয়?
ক) অপত্য কোষ
খ) জনন কোষ
গ) কোষ প্লেট
ঘ) দেহকোষ
সঠিক উত্তর: (গ)
২০০. প্রতিটি জীবের জীবন শুরু হয় কয়টি কোষ থেকে?
ক) একটি কোষ থেকে
খ) দুটি কোষ থেকে
গ) বহুসংখ্যক কোষ থেকে
ঘ) তিনটি কোষ থেকে
সঠিক উত্তর: (ক)
২০১. স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে কী বলে?
ক) স্পিন্ডল তন্তু
খ) স্পিন্ডল ফাইবার
গ) স্পিন্ডল অ্যাপারেটাস
ঘ) স্পিন্ডল তন্ত্র
সঠিক উত্তর: (ক)
২০২. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ‘V’ আকার ধারণ করা ক্রোমোজোমকে কী বলে?
ক) মেটাসেন্ট্রিক
খ) সাব মেটাসেন্ট্রিক
গ) অ্যাক্রোসেন্ট্রিক
ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (ক)
২০৩. অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে কেন?
ক) আকর্ষণ বেড়ে যাওয়ায়
খ) বিকর্ষণ বেড়ে যাওয়ায়
গ) সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ায়
ঘ) ক্রোমাটিড তৈরি হওয়ায়
সঠিক উত্তর: (খ)
২০৪. অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়?
ক) ৪র্থ
খ) ৩য়
গ) ২য়
ঘ) ১ম
সঠিক উত্তর: (ক)
২০৫. প্রোফেজের বৈশিষ্ট্য হলো –
i. নিউক্লিয়াস আকারে বড় হয়
ii. ক্রোমোজোমের পানি হ্রাস পায়
iii. ক্রোমোজোমে ক্রোমাটিতে ভাগ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৬. বংশপরম্পরায় জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে কোন বিভাজনে?
ক) মাইটোসিস
খ) দেহকোষ
গ) অ্যামাইটোসিস
ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)
২০৭. অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?
ক) V
খ) L
গ) J
ঘ) I
সঠিক উত্তর: (গ)
২০৮. নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২০৯. কোষ বিভাজন ঘটে কেন?
ক) জীবের বৃদ্ধির উদ্দেশ্যে
খ) প্রজননের উদ্দেশ্যে
গ) জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে
ঘ) জীবের অভিযোজনের উদ্দেশ্যে
সঠিক উত্তর: (গ)
২১০. অ্যামাইটোসিসের ঘটে -
i. কোষ প্রাচীরের মধ্য ভাগ ভিতরে ঢুকে যায়
ii. সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়
iii. দুই অপত্য কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

            to be continue on...
CH-5 কোষ বিভাজন (Cell Division)

Post a Comment

0 Comments