Advertisement

Main Ad

MODERN HISTORY PART-1

INDIAN MODERN HISTORY

   INDIAN MODERN HISTORY  ভারতের আধুনিক ইতিহাস 

🖊️নাদির শাহ কবে ভারত আক্রমণ করে? 
 -------১৭৩৯ খ্রীষ্টাব্দে। 

🖊️ভূপালের যুদ্ধ কবে সংঘঠিত হয়? 
------১৭৩৮ খ্রীষ্টাব্দে। 

🖊️উদগীরের যুদ্ধ কবে সংঘঠিত হয়? 
-------১৭৬০ খ্রীষ্টাব্দে। 

🖊️ ভাস্কো-ডা-গামা কবে, ভারতের কোন বন্দরে এসে উপস্থিত হয়? 
-------১৪৯৮ খ্রীষ্টাব্দে, কালিকট বন্দরে। 

🖊️টমাসরো কোন মোঘল সম্রাটের দরবারে এসে হাজির হয়েছিল? 
-------জাহাঙ্গীরের। 

🖊️ফরাসীরা কোথায়, কবে তাদের প্রথম কুঠি স্থাপন করে? 
------- ১৬৬৮ খ্রীষ্টাব্দে সুরাটে। 

🖊️বন্দীবাসের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? 
-------------------১৭৬১ খ্রীষ্টাব্দে। ইংরেজ ও ফরাসীদের মধ্যে। 

🖊️আলিনগরের সন্ধি কবে, কাদের মধ্যে সংঘটিত হয়? 
----------১৭৫৭ খ্রীষ্টাব্দে সিরাজউদৌল্লা ও  ইংরেজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মধ্যে। 

🖊️পলাশীর যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?
-----------১৭৫৭ খ্রীষ্টাব্দের ২৩ শে জুন সিরাজউদৌল্লা ও ইংরেজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মধ্যে। 

🖊️কত খ্রীষ্টাব্দে মীরজাফর দ্বিতীয়বার সিংহাসনে বসেন? 
-----------১৭৬৩ খ্রিস্টাব্দে। 

🖊️শেষ মুঘল সম্রাট কে ছিলেন? কোথায় তাঁর মৃত্যু হয়? 
-------- দ্বিতীয় বাহাদুর শাহ। রেঙ্গুনে তাঁর মৃত্যু হয়। 

🖊️নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লীর সম্রাট কে ছিলেন? 
-----------মোহাম্মদ শাহ। 

🖊️‘অন্ধকূপ হত্যা’ কাহিনীর স্রষ্টা কে?
- - - - - - - - - হলওয়েল। 

🖊️বিদারার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়? 
---- ১৭৫৯ খ্রীষ্টাব্দে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে।  

🖊️কত খ্রীষ্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়? 
----১৭৬১ খ্রীষ্টাব্দের ১৪ ই জানুয়ারি। 

🖊️কত খ্রীষ্টাব্দে ক্লাইভ দ্বিতীয়বার গভর্নর হিসাবে ভারতে আসেন? 
------- ১৭৬৫ খ্রীষ্টাব্দের মে মাসে। 

🖊️হিন্দু পাদ পাদশাহী কে প্রচলন করেন?
---------প্রথম বাজীরাও। 

🖊️ফারুক শাহ কত খ্রীষ্টাব্দে তাঁর ফরমান দেন? 
----------১৭১৭ খ্রীষ্টাব্দে। 

🖊️কোন সন্ধির দ্বারা ইউরোপের সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধের অবসান ঘটে? 
----১৭৬৩ খ্রীষ্টাব্দের প্যারিসের সন্ধি দ্বারা।

🖊️বাংলাদেশে কে, কত সালে দ্বৈত শাসন প্রবর্তন করেন? 
-----লর্ড ক্লাইভ, ১৭৬৫ খ্রীষ্টাব্দে। 

🖊️কে, কত খ্রীষ্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান? 
-------ওয়ারেন হেস্টিংস, ১৭৭২ খ্রীষ্টাব্দে। 

🖊️ বাংলা-বিহারের    দেওয়ান
--------------------রেজা খাঁ

🖊️সিতাব রায় কে? 
--------বাংলা-বিহারের দেওয়ান। 

🖊️বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? 
------ ওয়ারেন হেস্টিংস। 

🖊️‘রেগুলাটিং অ্যাক্ট’ কবে পাস হয়? 
--------১৭৭৩ খ্রীষ্টাব্দে। 

🖊️ ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের দু’জন সদস্যের নাম লেখ। 
------ ক্লেভারিং ও জনসন। 

🖊️ পিটের ভারত শাসন কত খ্রীষ্টাব্দে পাস হয়? 
-------১৭৮৪ খ্রীষ্টাব্দে। 

🖊️ ‘সোসাইটি ফর ট্রেড’ কবে স্থাপিত হয়? 
-------১৭৬৮ খ্রীষ্টাব্দে। 

🖊️কোন আইনের বলে ‘গভর্নর জেনারেল’-এর পদ সৃষ্ট হয়? 
------- পিটের ভারত শাসন আইন(1784) বলে। 

🖊️ কবে ভারতে কোম্পানীর একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়? 
--------------১৮১৩ খ্রীষ্টাব্দে। 

🖊️ কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 
-------- রেগুলেটিং অ্যাক্ট (1773) 

🖊️কত খ্রীষ্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়? 
-------- ১১৭৬ বঙ্গাব্দে বা ১৭৭০ খ্রীষ্টাব্দে। 


🖊️কে কবে ‘দস্তক’ প্রথা লোপ করেন? 
------ ওয়ারেন হেস্টিংস, ১৭৭৩ খ্রীষ্টাব্দে। 

🖊️ ‘আন্যালস অফ রুরাল বেঙ্গল’-গ্রন্থটির রচয়িতা কে? 
------- উইলিয়াম হাণ্টার। 

🖊️ মাদ্রাজের সন্ধি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়? 
-------১৭৬৯ খ্রীষ্টাব্দে হায়দার আলি ও ইংরেজদের মধ্যে। 

🖊️ সলবাইয়ের সন্ধি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়? 
----- ১৭৮২ খ্রীষ্টাব্দে মারাঠা ও ইংরেজদের মধ্যে। 

🖊️শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে সংঘটিত হয়? 
-------- ১৭৯২ খ্রীষ্টাব্দে টিপু সুলতান ও ইংরাজদের মধ্যে। 

🖊️ কত খ্রীষ্টাব্দে, কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন? 
------ ১৭৯৯ খ্রীষ্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ। 

🖊️ কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়? 
------ ১৭৭৫ খ্রীষ্টাব্দে পেশোয়া রঘুনাথ রাও ও ইংরেজদের মধ্যে। 

🖊️‘ভারতের ম্যাকিয়াভেলি’ নামে পরিচিত কে? 
-------------- নানা ফড়নবীশ। 

🖊️রঞ্জিত সিংহকে রাজা উপাধি কে দিয়েছিলেন? 
 - - - - লাহোরের শাসনকর্তা জামান শাহ। 

🖊️কত খ্রীষ্টাব্দে কত বছর বয়সে রঞ্জিত সিংহ সিংহাসনে বসেন? 
--------১৭৯২ খ্রীষ্টাব্দে ১২ বছর বয়সে। 

🖊️রঞ্জিত সিংহের পিতার নাম কী? 
 - - - - - - - - মহাসিংহ। 

🖊️কত খ্রীষ্টাব্দ কাদের মধ্যে লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়? 
---------১৮৪৬ খ্রীষ্টাব্দে শিখ ও ইংরেজদের মধ্যে। 

🖊️ত্রি-শক্তি মিত্রতা চুক্তি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়? 
--------ইংরেজ শাহ সুজা ও রনজিৎ সিংহের মধ্যে ১৮৩৮ খ্রীষ্টাব্দে। 

🖊️কত খ্রীষ্টাব্দে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়? 
-------১৮১৬ খ্রীষ্টাব্দে। 
........ to be continue on
MODERN HISTORY OF INDIA PART-2


Post a Comment

0 Comments