Advertisement

Main Ad

MADHYAMIK SOLVED QUESTIONS LIFE SCIENCE PART 2

MADHYAMIK SOLVED QUESTIONS


1. উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়?
 ➡️ অভিকর্ষে অনুকুলে। 
 ➡️ জলের অনুকূলে। 

2. সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন ?
 ➡️ ফটোন্যাস্টিক।

3. নীচের কোনটি মাছের জোড় পাখনা ?
 ➡️ বক্ষ পাখনা।

4. মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ ?
 ➡️ পটকা। 

5. পায়রার ডানায় বড়ো পালকের [রেমিজেস] সংখ্যা কটি ?
 ➡️ 23টি।

6. প্যারামিসিয়ামের গমন অঙ্গ কি? 
 ➡️ সিলিয়া। 

7. জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে কি বলে? 
 ➡️ গমন।

8. সিলিয়ারি গতি দেখা যায়? 
 ➡️ প্যারামিসিয়ামে।

9. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীর?
 ➡️ মাছের। 

10. বল ও সকেট সন্ধির উদাহরণ হল
 ➡️ ঊরুসন্ধি। 

11. হাতের বাইসেপস পেশি হল
 ➡️ ফ্লেক্সর পেশি। 

12. কোনটি রোটেটর পেশি ?
 ➡️ পাইরিফরমিস পেশি।

13. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হল
 ➡️ কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা। 

14. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন?
 ➡️ফ্লোরিজেন।

15. উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল ?
 ➡️ মূল। 

16. মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন্ হরমোন ?
 ➡️ LTH বা প্রোল্যাকটিন। 

17. তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন ?
 ➡️ অ্যাড্রিনালিন।

18. স্ত্রীলোকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হৱমোন?
 ➡️ ইস্ট্রোজেন।

19. উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন্ হরমোন ?
 ➡️ সাইটোকাইনিন।

20. পত্রমোচন বিলম্বিত করে কোন্ হরমোন ?
 ➡️ সাইটোকাইনিন।

21. গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ?
 ➡️ থাইরক্সিন ।

22. একটি নিউরোট্রান্সমিটার হলো?
 ➡️ অ্যাসিটাইলকোলিন। 

23. একটি স্টেরয়েডধর্মী হরমোন হল
 ➡️ টেস্টোস্টেরন।

24. কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে?
 ➡️পিট্যুইটারি। 

25. কোন হরমোনটির কম ক্ষরণ হলে ডায়বেটিস ইনসিপিডাস রোগ হয় ?
 ➡️ ADH 

26. যে নিউরোন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কী বলে ?
 ➡️ সংজ্ঞাবহ নিউরোন।

27. স্নায়ুকোশের কোন অংশকে নিউরোসাইটন বলে?
 ➡️ কোশদেহকে। 

28. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল? 
 ➡️ অকিউলোমোটর। 

29. আমাদের হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ ?
 ➡️ হাইপোথ্যালামাস। 

30. মানুষের দৃষ্টি হল? 
 ➡️ দ্বিনেত্র। 

31. ব্যাং এর দৃষ্টি কি প্রকৃতির? 
 ➡️একনেত্র।

32. অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন্ বিজ্ঞানী?
 ➡️ আইভ্যান প্যাভলভ।

33. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
 ➡️ থ্যালামাস।

34. লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? 
 ➡️ সুষুম্নাকাণ্ড।

35. নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে কি বলে? 
 ➡️ CSF

36. চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটির নাম কি? 
 ➡️ স্ক্লেরা।

37. একটি লোকাল হরমোনের নাম লেখো? 
 ➡️ টেস্টোস্টেরন।

38. ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ?
 ➡️ ইউগ্লিনা

39. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী তার নাম কি? 
 ➡️ রেটিনা।

40. প্রকরন চলন দেখা যায় কোন উদ্ভিদে? 
 ➡️ বনচাঁড়াল ।

41. ভলভক্স এর আলোর দিকে গমন চলনের উদাহরণ? 
 ➡️ ফোটোট্যাকটিক। 

42. কোন পেশীর সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে? 
 ➡️ গ্যাস্ট্রোকনেমিয়াস। 

43. মাছের দুটি জোড় পাখনা ? 
 ➡️ বক্ষপাখনা ও শ্রোণিপাখনা। 

44. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম কি? 
 ➡️ মায়োটোম পেশী। 

45. গমনে সক্ষম একটি উদ্ভিদ হল? 
 ➡️ ভলভক্স। 

46. রোটেশনে সাহায্যকারী পেশি হল? 
 ➡️ পাইরিফরমিস পেশি।

47. অ্যামিবার গমন পদ্ধতি কিরকমের? 
 ➡️ অ্যামিবয়েড গতি। 

48. অ্যামিবার গমন অঙ্গের নাম কি? 
 ➡️ ক্ষণপদ ।

49. অস্থিসন্ধিগুলি কি দ্বারা আবদ্ধ থাকে? 
 ➡️ লিগামেন্ট। 

50. কোন প্রাণী গমনে অক্ষম? 
 ➡️ স্পঞ্জ।

MADHYAMIK SOLVED QUESTIONS  LIFE SCIENCE 

51. ডাবের জল ও ভুট্টার শস্যে কোন হরমোন থাকে? 
 ➡️ কাইনিন। 

52. একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি? 
 ➡️ কাইনিন।

53. কোন হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে? 
 ➡️ সাইটোকাইনিন। 

54. একটি গ্যাসীয় হরেমানের নাম লেখো যা ফল পাকাতে সাহায্য করে? 
 ➡️ ইথিলিন। 

54. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় কোন
হরমোন? 
 ➡️ জিব্বেরেলিন।

55. প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? 
 ➡️ অক্সিন।

56. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয়? 
 ➡️ ক্রেটিনিজম। 

57. একটি অ্যান্টিডায়াবেটিক হরমোনের নাম লেখো? 
 ➡️ ইনসুলিন।

58. স্নায়ুকলার ধারক কোশ  কোনটি? 
 ➡️ নিউরোগ্নিয়া।

59. স্নায়ুকোশের দীর্ঘ বহির্বাহী প্রবর্ধক কি? 
 ➡️অ্যাক্সন। 

60. গুরুমস্তিষ্কের অর্ধগোলক দুটি কোন স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে? 
 ➡️ করপাস ক্যালোসাম।

61. মেনিনজেসের বাইরের স্তর কোনটি? 
 ➡️ ডুরা ম্যাটার। 

62. মস্তিষ্কের ফাঁপা স্থানকে  কি বলে? 
 ➡️ ভেন্ট্রিকল। 

63.প্যাচাঁর কোন দৃষ্টি দেখা যায়? 
 ➡️ দ্বিনেত্র। 

64. উদ্ভিদের  একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম লেখো? 
 ➡️ জিব্বেরেলিন। 

65.টেস্টোস্টেরন ক্ষরিত হয়
 ➡️ শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ 
     থেকে। 

66 ইনসুলিন ক্ষরিত হয়
 ➡️ অগ্ন্যাশয় থেকে। 

67. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না
 ➡️ পেপসিন। 

68. বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে
 ➡️ অক্সিন [IAA] 

69. দৈহিকউয়তা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল
 ➡️ হাইপােথ্যালামাস। 

70. মাছের পখনার সংখ্যা হল
 ➡️ 7 টি। 

71. মানুষের করােটি স্নায়ু সংখ্যায় হল
 ➡️ 12 জোড়া। 

72. বল ও সকেট সন্ধির উদাহরণ হল
 ➡️ ঊরু সন্ধি। 

73. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুজে যায়। এটি হল
 ➡️ ফটোন্যাস্টি। 

74. অন্ধকারে দেখতে সাহায্য করে
 ➡️ রড কোশ। 

75. মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হল
 ➡️ লঘুমস্তিষ্ক। 

76. হাইপােথ্যালামাস কোন পিটুইটারি হরমােন সংরক্ষিত রাখে?
 ➡️ ADH

77. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটা হল
 ➡️ কেমোন্যাস্টিক চলন। 

78. জনন কোশের গমন অঙ্গের নাম কী?
 ➡️সিলিয়া।

79. স্পর্শের প্রভাবে লজ্জাবরতীর পাতা মুদে যায় এটি কী প্রকারের চলন? 
 ➡️ সিসমোন্যাস্টিক ।

80. ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। 
 ➡️ ফার্নের শুক্রানু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বানুর দিকে অগ্রসর হওয়া। 

81. কোন্ হরমােনের প্রভাবে উদ্ভিদের আলােকবর্তী চলন হয়? 
 ➡️ অক্সিন। 

82. IAA র পুরাে নাম কী?
 ➡️ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ।

83. অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কী কী? 
 ➡️ C, H, O, N

84. অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলে? 
 ➡️ পার্থেনোকার্পি। 

85.শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম  হরমােন দেওয়া হয়।
 ➡️ IBA, NAA

86. বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত
 ➡️ অ্যাড্রেনাল।

87. ইনসুলিন কোন কোশ থেকে নিঃসৃত হয়
 ➡️ বিটা। 

88. ACTH এর পুরো নাম কি? 
 ➡️ অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন ।

89. কিছু ফুল সুর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সাথে বুজে যায়। এটা হলো
 ➡️ ফটোন্যাস্টি। 

90. টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুজে যায়
 ➡️ থার্মোন্যাস্টিক। 

91.বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদগম ঘটায় 
 ➡️ জিব্বেরেলিন ।

92.অগ্রমুকুলের বৃদ্ধি তরান্বিত করে
 ➡️ IAA 

93.ভ্রুণমুকুলাবরনীতে পাওয়া যায় 
 ➡️ IAA

94.বৃক্কীয় নালির পুনঃশোষণে সহায়তা করে
➡️ ADH