Advertisement

Main Ad

MEDIVIEAL HISTORY OF INDIA PART 4

MEDIVIEAL-HISTORY
Image by- media.defense.gov

MEDIVIEAL HISTORY OF INDIA


1. জীজাবাঈ কে ছিলেন? 
    শিবাজীর মা।

2. কোণ্ডদেব কে ছিলেন?
    শিবাজীর দাদাজী। 

3. শিবাজীর মন্ত্রী পরিষদ কি নামে পরিচিত?
    অষ্টপ্রধান।

4. শিবাজী কোন কোন কর আদায় করতেন?
    চৌথ ও সরদেশমুখী।

5. শিবাজীর অশ্বারোহী বাহিনী কি কি ছিলো?
    শিলাদার  বার্গীর।

6. কবে শিবাজী সিংহাসনে বসেন?
    ১৬৭৪ খ্রীষ্টাব্দে।

7. শিবাজীর রাজ্যাভিষেক কোথায় হয়?
    রায়গড় দূর্গে। 

8. শিবাজী কী উপাধি ধারণ করেছিলেন?
    ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রতিপালক।

9. জিন্দাপীর’ নামে কে পরিচিত? 
    ঔরঙ্গজেব।

10. বাংলাকে কে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষনা করেন?
    সম্রাট হুমায়ুন।

11. সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি?
    দীন-ই-ইলাহী।

12. কোন মুঘল সম্রাট ‘জিজিয়া কর’ বন্ধ করে দেন?
    সম্রাট আকবর

13. কোন মুঘল সম্রাট Prince of Builders নামে খ্যাত?
    🔘সম্রাট শাহজাহান।

14. দিল্লীর ‘দেওয়ান-ই-আম’ ও ‘দেওয়ান-ই-খাস’ নির্মান করেন কে?
      সম্রাট শাহজাহান।

15. আগ্রার জামে মসজিদ নির্মান করেন কে?
      সম্রাট শাহজাহান।

16. ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন ?
      সম্রাট শাহজাহান।

17. ময়ূর সিংহাসন কে লুন্ঠন করেন?
      পারস্যের নাদির শাহ (1739)।

18. ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে?
      ইরানে।

19. দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেন?
      শাহজাহান।

20. সর্বশেষ মোগল সম্রাট কে?
       দ্বিতীয় বাহাদুর শাহ।

21. সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় অবস্থিত?
      রেঙ্গুনে (ইয়াঙ্গুন), মায়ানমার।

22. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
      শিবাজী।

23. কে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন?
      মীর জুমলা।


MEDIVIEAL HISTORY OF INDIA


24. কার রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান নিযুক্ত হন?
    🔘 ঔরঙ্গজেব

25. কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন?
    🔵ঔরঙ্গজেব 

26. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
      মুর্শিদকুলী খান।

27. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
      সিরাজউদ্দৌলা।

28. সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
      টোডরমল।

29. ‘অমৃতসর’ স্বর্ণ মন্দির কোন সম্রাটের আমলে তৈরী হয়?
      সম্রাট আকবরের।

30. কোন মোঘল সম্রাট ‘বুলান্দ দরওয়াজা’ নির্মান করেন?
      সম্রাট আকবর।

31. আকবর কোন রাজপুত রমনীর পাণি গ্রহন করেছিলেন?
      যোধা বাঈ।

32. সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত?
      সেকেন্দ্রায়।

33. কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?
      1615  ।

34. কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?
      1690 । 

35. কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ?
      ঔরঙ্গজেবের। 

36. মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম করো ?
      মসলিন বস্ত্র ।

37. মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম কারো ?
      সুরাট ও কালিকট। 

38. বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম কী ?
      চুঁচুড়া ।

39. মোগল সম্রাট ফারুকশিয়ারের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে আসেন কে? 
      সুরম্যান। 

40. ইংরেজরা বিদেরার যুদ্ধে কাদের পরাজিত করেন ?
      ওলন্দাজদের। 

41. কত খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
      1757। 

42. পলাশির যুদ্ধ কোন বছর সংঘটিত হয় ?
      1757 খ্রিস্টাব্দের 23শে জুন। 

43. পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
      লর্ড ক্লাইভ।

44. পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন ?
      মিরজাফর ।

45. বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ?
      মিরকাশিম। 

46. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
      1764 খ্রিস্টাব্দে 22 শে অক্টোবর। 

47. বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন?
      দ্বিতীয় শাহ আলম। 

48. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
      1802 খ্রিস্টাব্দে। 

49. কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?
      1707 খ্রিস্টাব্দে। 

50. বুলবুল-ই-হিন্দ’ কাকে বলা হয়? 
      তানসেনকে। 

To be continued..

Post a Comment

2 Comments

Please do not enter any spam link in the comment box.