Advertisement

Main Ad

MADHYAMIK SOLVED QUESTIONS

  MADHYAMIK SOLVED QUESTIONS LIFE SCIENCE


1. খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমােনটি হল
➡️ জিব্বেরেলিন।

2. গুরুমস্তিষ্কের যে অংশ দর্শন অনুভূতি নিয়ন্ত্রণ করে সেটি হল
➡️ অক্সিপিটাল লােব।

3. মানবদেহের কাধেঁর অস্থিসন্ধি হল
➡️ বল ও সকেট সন্ধি।

4. উরঃফলক নৌকার মতাে কিল গঠিন করে
➡️পায়রার দেহে।

5. কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি সুপ্রিম কমান্ডার নামে পরিচিত
➡️ হাইপােথ্যালামাস।

6. রসস্ফীতির তারতম্যে চলন ঘটে-
➡️ বনচাঁড়াল উদ্ভিদে।

7. কোনটির সঙ্গে সােয়ান কোশ সম্পর্কিত
➡️ অ্যাক্সন ।

8. চোখের যে অংশটি চোখে আলাের প্রবেশ নিয়ন্ত্রণ করে
➡️ আইরিশ।

9. কোন হরমােনটি ইনসুলিনের বিপরীত হিসাবে কাজ করে
➡️ গ্লুকাগন।

10. পশ্চাৎ পিটুইটারি ক্ষরিত হরমােন হল
➡️ ADH.

11. রেটিনা ও অপটিক স্নায়ুর সংযােগস্থলকে বলে
➡️ অন্ধবিন্দু ।

12. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত যে আবরণী তাকে সুরক্ষা প্রদান করে
➡️ মেনিনজেস।

13. ক্যালােরিজেনিক হরমােন বলে
➡️ থাইরক্সিন।

LIFE SCIENCE (জীবন বিজ্ঞান) 

14. রেমিজেস : 23টি :: রেক্ট্রিসেস:?
➡️12 টি।

15. করবেট জাতীয় উদ্যান অবস্থিত
➡️ উত্তরাখন্ড।

16. কুমীর সংরক্ষণের জন্য বিখ্যাত
➡️ ওড়িশার ভিতরকনিকা।

17. বিপন্ন প্রানীর তালিকা লিপিবদ্ধ হয়-
➡️ রেডডাটাবুকে।

18. ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে
➡️ অক্সিন হরমোন।

19. ইন্টারফেজের যে দশায় DNA এর সংশ্লেষন ঘটে
➡️ S দশায়।

20. জীববিবর্ধনের জন্য দায়ী একটি রাসায়নিক পদার্থ
➡️ DDT.

21. সমবিভাজন বলা হয়
➡️ মাইটোসিসকে।

22. হ্রাস বিভাজন বলা হয়
➡️ মিয়োসিসকে।

23. জেনেটিক কাউন্সেলিং করা হয়
➡️ হিমোফিলিয়া রোগে।

24. উদ্ভিদের একটি নিস্ক্রিয় অঙ্গ হলো
➡️ স্ট্যামিনোড।

25. প্রানীর একটি নিস্ক্রিয় অঙ্গ হলো
➡️ অ্যাপেনডিক্স।