Advertisement

Main Ad

ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব


Q. ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা  করো ।

Ans: পরিবহণের গুরুত্বসমূহ: মানবদেহে  শিরা-উপশিরা ধমনির যে গুরুত্ব, ভারতের  মতো বিকাশশীল দেশে পরিবহণের গুরুত্ব তার থেকে কিছু কম নয়। কারণ—

অর্থনৈতিক গুরুত্ব:

[i] পণ্য আদানপ্রদান: একদেশের পণ্য  অন্যদেশে পৌঁছে দেওয়ায় পরিবহণের গুরুত্ব অপরিসীম। যেমন—ভারতের চা, পাট উন্নত পরিবহণের মাধ্যমে  বিশ্বের বাজারে পৌঁছে দেওয়া যায়। আবার বিদেশ থেকেও নানা পণ্য আমদানি  করা যায়।

[ii] শিল্পের বিকেন্দ্রীকরণ: শিল্পের  বিকেন্দ্রীকরণ পরিবহণ ব্যবস্থার উন্নতির  কারণেই সম্ভব হয়েছে। উন্নত পরিবহণের কারণেই কাঁচামাল এক  জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে  শিল্পস্থাপন করা গেছে।

[iii] বিপর্যয় মোকাবিলা: বন্যা, খরা, ভূমিকম্প  প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সেখানে দ্রুত  উদ্ধার কার্যের জন্য পরিবহণের ভূমিকা খুব  বেশি।

[iv] কৃষির উন্নতি: পরিবহণের মাধ্যমে গ্রামের  কৃষিজমি থেকে শহরের বাজারে দ্রব্য সামগ্রী  বিক্রয় বা কৃষির প্রয়োজনীয় সার, রাসায়নিক বীজ শহর থেকে গ্রামে পাঠানো যায়।

[v] প্রাকৃতিক সম্পদ সংগ্রহ: বনজ, প্রাণীজ,  খনিজ দ্রব্য সংগ্রহ করার জন্য পরিবহণ  ব্যবস্থার উন্নতি বাঞ্ছনীয় । আমাজন অববাহিকায় অথবা কানাডার  উত্তরে পরিবহণ ব্যবস্থা খুব ভালো না হওয়ার  জন্য ওই অঞ্চল প্রাকৃতিক সম্পদের  অনুসন্ধান ও সংগ্রহ পিছিয়ে রয়েছে।

[vi] পণ্যমূল্যের স্থিতিশীলতা: সুপরিবহণ  থাকার জন্যই বিভিন্ন বাজারে বিভিন্ন দ্রব্য  সামগ্রীর দামের মধ্যে স্থিতিশীলতা বজায়  থাকে। এমনকি দ্রুত পরিবহণ ব্যবস্থার মাধ্যমেই  বিভিন্ন দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে  পাঠানো হয় বলে সারাদেশে পণ্য সামগ্রীর   মূল্য  একই থাকে।

সামাজিক গুরুত্ব:

[i] শহর ও নগরের সৃষ্টি: পরিবহণ ব্যবস্থার  উন্নতির সাথে সাথে শিল্প ও ব্যবসা বাণিজ্যের  উন্নতি ঘটে। এতে মূল শহর থেকে দূরে ছোটো বড়ো শহর ও নগরের  সৃষ্টি হয়।

[ii] শিক্ষা ও সাংস্কৃতিক উন্নতি: পরিবহণের  মাধ্যমেই মানুষ এক দেশ থেকে অন্য দেশে  যাতায়াত করে। এতে পারস্পরিক শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও  প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটে।

রাজনৈতিক গুরুত্ব:

[i] প্রতিরক্ষা: দুর্গম অঞ্চলে সেনা, তাদের  রসদ, অস্ত্রশস্ত্র পাঠানোতে পরিবহণের  ভূমিকা বলার অপেক্ষা রাখে না।অর্থাৎ, দেশরক্ষার কাজে বা প্রতিরক্ষা  কাজে পরিবহণ খুব গুরুত্বপূর্ণ।

[ii] জাতীয় ঐক্য স্থাপন: পরিবহণ সারাদেশের নানা সংস্কৃতি, ভাষাভাষি, ধর্মের লোকেদের একসূত্রে বেঁধে রাখে।এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণের  মাধ্যমে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে  যাতায়াতের মাধ্যমে বিভিন্ন ধর্ম ও ভাষাভাষি  মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

Post a Comment

0 Comments