Advertisement

Main Ad

ইতিহাসের ধারণা, মাধ্যমিক ইতিহাস

ইতিহাসের ধারনা

 

1. ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ?

উত্তর : ঊনবিংশ শতকে ।

2.কবে  "ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি "গড়ে ওঠে ? 

উত্তর :1982 খ্রিস্টাব্দ ।

3."খেলা যখন ইতিহাস " গ্রন্থটির রচনা করেন ?

উত্তর : কৌশিক বন্দোপাধ্যায় ।

4."ফুড ইন হিস্ট্রি " গ্রন্থটির রচনা করেন ?

উত্তর : বরুণ চক্রবর্তী ।

5."আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড " গ্রন্থটি রচনা করেন ?

উত্তর : কে টি আচয় ।

6: রবীন্দ্রনাথ মণিপুরি নৃত্য কে কোথায় শেখানোর ব্যবস্থা করেন ?

উত্তর : শান্তিনিকেতন ।

7.ভারতীয় সংগীত কা ইতিহাস গ্রন্থ টি কে রচনা করেন ?

উত্তর : উমেশ যোশী ।

8."ডান্স ডায়ালেক্ট অব ইন্ডিয়া "গ্রন্থটি রচনা করেন ?

উত্তর :রাগিণী দেবী ।

9.দৃশ্যকাব্য গ্রন্থটি রচনা করেন ?

উত্তর : সত্যজীবন মুখোপাধ্যায় ।

10.ভারতের প্রথম চলচিত্র কোনটি ?

উত্তর : জামাই ষষ্টি ।

11.'ব্রিক টেম্পল অব বেঙ্গল 'গ্রন্থটি রচনা করেন ?

উত্তর : জর্জ মিশেল ।

12.'কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্টস 'গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : গীতা কাপুর ।

13.'কমউনিকেশন অণ্ড কলোনিয়ালিজম ইন ইস্টার্ন ইন্ডিয়া ' গ্রন্থটি রচনা করেন ?

উত্তর : নীতিন সিনহা ।

14.কোচবিহারের ইতিহাস গ্রন্থটি রচনা করেন ?

উত্তর : ভবানীচরণ বন্দোপাধ্যায় ।

15.'দ্য দিল্লি অমনিবাস 'গ্রন্থটি কার লেখা ?

উত্তর : নারায়ণী গুপ্তা ।

16.'মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস 'গ্রন্থটি রচনা করেন ?

উত্তর : সুরেন্দ্রনাথ সেন ।

17.'ভারতীয় ফৌজের ইতিহাস 'গ্রন্থটি রচনা করেন ?

উত্তর : সুবোধ ঘোষ ।

18.'মানুষ ও পরিবেশ 'বইটির লেখক কে ?

উত্তর : ইরফান হাবিব ।

19.'সায়েন্স অণ্ড দি রাজ 'গ্রন্থটি রচনা করেন কে ?

উত্তর : দীপক কুমার ।

20.'চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস 'গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : তপন চক্রবর্তী ।

21.''জীবন স্মৃতি 'গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।

22.'জীবনের ঝরাপাতা 'গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : সরলাদেবী চৌধুরানী ।

23.হিন্দুমেলার প্রবর্তন করেন কে ?

উত্তর : নবগোপাল মিত্র ।

24.কোন পত্রিকায় নীলকর দের অত্যাচারের তথ্য পাওয়া যায় ?

উত্তর : সোমপ্রকাশ পত্রিকায় ।

25.'লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার ' নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা কত ?

উত্তর : 23 টি ।

26. ইতিহাস তত্ত্বের ইংরাজী প্রতিশব্দ কী ? 

উত্তর : Historiography .

27 .কোন ইতিহাসে নিচে থেকে উপরের দিকে দেখার রীতি প্রচলিত ? 

উত্তর : নতুন সামাজিক ইতিহাসে । 

28.'সাবঅল্টার্ন স্টাডিজ ridar:1986_1995 ' গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : রণজিত গুহ । 

29.সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী ? 

উত্তর : "প্লেয়িং ইট মাই ওয়ে "। 

30.কত সালে "social science history  association "  হয় ? 

উত্তর :1976   ।

31.মান্না দের লেখা আত্মজীবনী মূলক গ্রন্থটির নাম কী ? 

উত্তর :  জীবনের জলসাঘরে । 

32."দ্যা একাজটিক ইং ওয়েস্টার্ন মিউজিক " গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : জোনাথন বেলম্যান । 

33."দ্যা ডন অব ইন্ডিয়ান মিউজিক ইং দ্যা ওয়েস্ট "গ্রন্থটি কার লেখা ? 

উত্তর : পিটার লাভেজোলি । 

34."নদিয়া " কাহিনী কার লেখা ? 

উত্তর : কুমুদনাথ মল্লিক । 

35.'হুগলি জেলার ইতিহাস কে রচনা করেন ? 

উত্তর :সুধীরকুমার মিত্র । 

36.'কলকাতা দর্পণ ' গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : রাধারমণ মিত্র । 

37.'শহর বহরমপুর ' গ্রন্থটি কার লেখা ? 

উত্তর : বিজয় কুমার বন্দোপাধ্যায় । 

38.'দ্যা ক্রিয়েশন অব প্যাট্রিয়াকি ' গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : গের্ডা লার্নার । 

39.'জেন্ডার & দ্যা পলিটিক্স অব হিস্ট্রি 'গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : জোয়ান স্কট । 

40.বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি ? 

উত্তর : সত্তর বছর । 

41.রবীন্দ্রনাথের লেখা আত্মজীবনীর নাম কি ? 

উত্তর : জীবনস্মৃতি । 

42.'জীবনের ঝরাপাতা' কার লেখা ?

উত্তর : সরলাদেবী চৌধুরানী । 

43.বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 

44.সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 

উত্তর : দ্বারকনাথ বিদ্যাভূষণ । 

45.বাংলায় কীর্তনের প্রবক্তা কে ? 

উত্তর : শ্রী চৌতন্য দেব । 

46.বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন ? 

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর । 

47.বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায় । 

48 .বিশ্বের দুটি গুরুত্তপূর্ণ চলচিত্র কেন্দ্রের নাম  লেখ ? 

উত্তর : আমেরিকার "হলিউড " আর ভারতের "মুম্বাই " । 

49.কে,কবে ক্যমেরা আবিস্কার করেন ? 

উত্তর : আলেকজান্ডার ওয়ালকট , 1840 সালে । 

50.ভারতে কবে ক্যমেরা বা ফটো তোলার যন্ত্র আসে ? 

উত্তর : 1850 সালে । 

51: 'কুন্তলীন তেল ' খ্যাত বাঙ্গালি ফটোগ্রাফারের নাম কি ?

উত্তর : হেমেন্দ্রনাথ বোস । 

52.বাগেশ্বেরী প্রবন্ধমালা'গ্রন্থটি কে লিখেছেন ?

উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর । 

53.ভারতের প্রথম কবে ও কোথায় রেল পথ  চালু হয় ? 

উত্তর : 1853 সালে মুম্বাই থেকে থানে । 

54.'পোর্ট টাউনস & সিটিজ' গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : লক্ষ্মী সুব্রহমনিয়ম । 

55.কলকাতা সংক্রান্ত গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : পূর্ণেন্দু পত্রী । 

56.ভারতে কবে থেকে বনসংরক্ষণ আইন চালু হয় ? 

উত্তর : 1878 সালে । 

57.'সাইলেন্ট স্প্রিং ' গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : রাচেল কারসন  । 

58.মেধা পটেকর কে ? 

উত্তর : নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী । 

59.ইকো ফেমিনিজমের প্রবক্তা কে ? 

উত্তর : ফ্রাঁসোয়া দেবান । 

60.'ডিড উইমেন হ্যাভ আ  রেনেসাঁ 'গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর : জোয়ান কেলি । 

 

 

 

Post a Comment

0 Comments