|  | 
| ANCIENT HISTORY | 
ANCIENT HISTORY OF INDIA
1. কে কত সালে হরপ্পা  সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন?
       ☑️ দয়ারাম সাহানী ( 1922)।
2. কে কত সালে মহেঞ্জদারো সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন?
       ☑️ 1922 খ্রীঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
3. মহেঞ্জদারোয় আবিষ্কৃত শস্যাগারের আয়তন কত ছিল? 
       ☑️ দৈর্ঘ্যে 200 ফুট এবং প্রস্থে 150 ফুট। 
4. নব্য প্রস্তর যুগের একটি অন্যতম আবিষ্কারের নাম কর? 
       ☑️ চাকা।
5. বিশ্বের প্রাচীনতম বন্দরের নাম কী? 
       ☑️ লোথাল।
6.  লোথাল বন্দরে রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণগুলি কী ছিল?
       ☑️ সূতীবস্ত্র ও তুলা। 
7. সিন্ধু সভ্যতার সমসাময়িক তিনটি প্রাচীন সভ্যতার নাম লেখ।
       ☑️ সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা ও আকাদীয় সভ্যতা।
8. কাকে নীলনদের দান বলা হয়?
       ☑️ মিশরীয় সভ্যতাকে।
9. কোন কোন সভ্যতার উপর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অসীম?
       ☑️ সুমের ও মেসোপটেমিয়া। 
10. প্রাচীন ভারতে কোন জাতি সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তুলেছিল?
       ☑️ দ্রাবিড় জাতি।
11. কে ভারতকে ‘মহামানবের সাগরতীর’ বলে বর্ণনা করেছেন?
       ☑️ রবীন্দ্রনাথ ঠাকুর।
12. কোন ঐতিহাসিক ভারতকে ‘নৃতত্ত্বের যাদুঘর’ বলে অভিহিত করেছেন?
       ☑️ ভিনসেন্ট স্মিথ।
13. ভারতকে কার দান বলা হয়?
       ☑️ হিমালয়ের দান বলা হয়।
14. ভারতের মধ্যভাগে দণ্ডায়মান বিন্ধ্য পর্বতমালা ভারতকে কোন দুই ভাগে বিভক্ত করেছেন?
        ☑️ আর্যাবর্ত ও দাক্ষিণাত্য।
16. কার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়?
        ☑️ পৌরাণিক রাজা ভরত। 
17. প্রাচীন গ্রীসের ইতিহাস কে রচনা করেছেন?
        ☑️ হেরোডোটাস ও থুকিদিদিস।
18. কাকে ইতিহাসের জনক বলা হয়?
        ☑️ হেরোডোটাসকে।
19. পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কী?
        ☑️ লোথাল।
20. গৌড়বাহ গ্রন্থটির লেখক কে?
        ☑️ বাক্পতিরাজ।  
21. তারানাথ  তাঁর রচিত গ্রন্থের নাম কী?
        ☑️ দুলভা ও তাংগ্যুর।
ANCIENT HISTORY OF INDIA
22. ‘পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সী’ কার রচনা?
        ☑️ অজানা গ্রীক নাবিকের।
23. ‘জুনাগড় লিপি কোন শাসকের?
        ☑️ শক রাজা রুদ্রদামনের।
24. প্রাচীন ভারতের দুটি মহাকাব্যের নাম কর।
        ☑️ রামায়ণ ও মহাভারত।
22. আলবেরুনী কোন দেশের লোক?
        ☑️ আরব দেশের।
23. ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থটির রচয়িতা কে? 
        ☑️ কলহন ।
24. রাজতরঙ্গিনী  গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত আছে?
        ☑️ কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে।
25. আর্যরা কোন জাতির বংশধর?
        ☑️ নর্ডিক জাতির বংশধর।
26. ভারতের উত্তর–পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম কর?
        ☑️ খাইবার, গোমাল ও বোলান।
27. কোন অঞ্চলকে দাক্ষিণাত্য বলা হয়?
        ☑️ বিন্ধ্যপর্বতের দক্ষিণদিকের ভূভাগ।
28. ভারতের কোন অঞ্চল আর্যাবর্ত নামে পরিচিত?
        ☑️   বিন্ধ্যপর্বতের উত্তর থেকে হিমালয়ের পার্বত্য অঞ্চল পর্যন্ত ভূভাগ। 
29. কোন পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে?
        ☑️ বিন্ধ্য পর্বতমালা।
30. কোন পর্বতমালা ভারতকে এশিয়ার অন্যান্য দেশ থেকে পৃথক করেছে?
        ☑️ হিমালয় পর্বতমালা।
31. মহেঞ্জদারো কোথায় অবস্থিত ?
        ☑️ সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। 
32. হরপ্পা কোথায় অবস্থিত ?
        ☑️ পাঞ্জাবের মণ্টেগোমারী জেলায়। 
33. সিন্ধু সভ্যতার কয়টি নগরের ধ্বংসাবশেষ এখন পর্যন্ত পাওয়া গিয়েছে? 
        ☑️ 6 টি। 
34. সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ কি কি? 
        ☑️ হরপ্পা, মহেঞ্জদারো, চানহুদরো, লোথাল, কালিবাঙ্গান এবং বানওয়ালি।
35. সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে?
        ☑️ মহেঞ্জরাদোয়।
36. মহেঞ্জদাড়োয় নগরের কয়টি স্তর পাওয়া গিয়েছে?
        ☑️ 7টি স্তর।
37. সিন্ধু সভ্যতায় কোন ধাতু ব্যবহৃত হত?
        ☑️ তামা ও ব্রোঞ্জ। 
38. সিন্ধু সভ্যতা কোন যুগের?
        ☑️ তাম্রপ্রস্তর ।
39. সিন্ধু সভ্যতায় কার উপাসনা হত?
        ☑️ মাতৃকাদেবী ও শিবলিঙ্গের।
40. সিন্ধু সভ্যতা কী ধরণের সভ্যতা?
        ☑️ নগরকেন্দ্রিক সভ্যতা।
41. মহেঞ্জদারো কথাটির অর্থ কী?
        ☑️ মৃতের স্তূপ।


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
0 Comments
Please do not enter any spam link in the comment box.