Advertisement

Main Ad

MADHYAMIK ORGANIC CHEMISTRY

Image by-Needpix.com

ORGANIC CHEMISTRY  (জৈব রসায়ন) 


1. বার্নিশের কাজে ব্যবহার 
    ☑️ ডিনেচার্ড স্পিরিট।

2. গ্যাসীয় জ্বালানি-------
    ☑️ মিথেন। 

3. জৈব অভঙ্গুর পলিমারটি হলো
    ☑️ পলিথিন ।

4. টেফলনের মনোমার----
    ☑️ টেট্রাফ্লুরোইথিলিন ।
        ( C2F4)

5. PVC এর পুরো নাম--------
    ☑️ পলিভিনাইল ক্লোরাইড ।
   
6. একটি বায়োডিগ্রেডেবল - - 
    ☑️ টেফলন ।

7. কয়েকটি জৈব ভঙ্গুর পলিমার - -
    ☑️ স্টার্চ, প্রোটিন এবং সেলুলোজ। 

8. ননস্টিক বাসনপত্র তৈরি করতে ব্যবহৃত হয়-----
     ☑️ টেফলন ।

9. সরলতম অ্যালকিন এর নাম---
     ☑️ ইথিলিন (CH2=CH2) ।

10. সরলতম অ্যালকাইন----------
     ☑️ ইথাইন ( CH=CH)। 

11. সরলতম অ্যালকেন-----------
     ☑️ মিথেন( CH4) ।

12. সরলতম হাইড্রোকার্বন - - - - - 
     ☑️ মিথেন( CH4) ।

13. বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরীতে ব্যবহার হয়-------
     ☑️ ইথিলিন (C2H4) ।

14. কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে ব্যবহৃত হয়----
     ☑️ অ্যাসিটিলিন( C2H2) ।

15. LPG এর পুরো নাম - - - - - - 
    ☑️ Liquified petroleum gas

16. LPG এর প্রধান উপাদান - - - - 
    ☑️ বিউটেন ।

17. CNG এর প্রধান উপাদান-----
    ☑️ মিথেন ।

18. কাঁচা ফল পাকাতে ব্যবহার হয়----
    ☑️ ইথিলিন ।

19. অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ---
    ☑️ [-CHO] 

20. মিথানলে কার্যকরী গ্রুপের সংকেত - - 
    ☑️ [-OH] 

21. ইথানোয়িক অ্যাসিডের কার্যকরী গ্রুপ-----
    ☑️ [-COOH] 

22. অ্যাসিটোনে কার্যকরী গ্রুপ - - - 
       O
      ⏸️
       C
       / \


ORGANIC CHEMISTRY  (জৈব রসায়ন) 


23. জৈব অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপের নাম এবং সংকেত লেখো----
     ☑️ কার্বক্সিলিক অ্যাসিড 
     ☑️ [ - COOH] 

24. CH3CH2COOH এর IUPAC নাম - - 
     ☑️ প্রোপানোয়িক অ্যাসিড ।

25. CH3COOH এর IUPAC নাম - - - - - 
     ☑️ ইথানোয়িক অ্যাসিড।
26. CH3CH2CH2OH এর IUPAC নাম - 
     ☑️ প্রাপেন-1-অল।

 27. IUPAC এর পুরো নাম কি - - - - 
     ☑️ International Union Of Pure & Applied Chemistry. 

28. CH3CH2CHO এর IUPAC নাম - - - 
    ☑️ প্রোপান্যালডিহাইড।

29. কালাজ্বরের ঔষধ তৈরিতে ব্যবহার হয়-------
     ☑️ ইউরিয়া [ CO(NH₂)₂ ] 

30. LPG এর একটি ব্যবহার লেখো - - - 
     ☑️ গৃহস্থালীতে রান্নার কাজে ব্যবহার হয়।
            Presented by - Rafi ahmed

Post a Comment

3 Comments

Please do not enter any spam link in the comment box.