Advertisement

Main Ad

MODERN HISTORY OF INDIA PART-2

MODERN HISTORY OF INDIA🇮🇳

    MODERN HISTORY OF INDIA- ভারতের আধুনিক ইতিহাস -

  • কে কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? উঃ ১৭৯৮ খ্রীষ্টাব্দে। লর্ড ওয়েলেসলী। 
  • অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কোন রাজা গ্রহণ করেন? উঃ হায়দ্রাবাদের নিজাম।
  • স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে? উঃ লর্ড ডালহৌসি। 
  • পুরন্দরের সন্ধি কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়? উঃ ১৭৭৬ খ্রীষ্টাব্দে। 
  • কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়? উঃ ১৭৭৫ খ্রীষ্টাব্দে। 
  • পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? উঃ রণজিৎ সিংহ। 
  • দ্বিতীয় ও তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কোন কোন সন্ধির মাধ্যমে শেষ হয়? উঃ দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ম্যাঙ্গালোরের সন্ধি ও তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে শেষ হয়। 
  • কে, কত সালে একসালা বন্দোবস্ত চালু করেন? উঃ ১৭৭৭ খ্রীষ্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 
  • আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? উঃ লর্ড ডালহৌসিকে। 
  • ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? উঃ লর্ড ডালহৌসিকে। 
  • কত সালে কোথা থেকে কোথা পর্যন্ত প্রথম রেললাইন স্থাপিত হয়? উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত। 
  • কার সুপারিশে কবে কোলকাতা, মাদ্রাজ ও বোম্বাই-এ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? উঃ ১৮৫৭ সালে স্যার চার্লস উডের সুপারিশে। 
  • কে কত সালে পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন? উঃ ১৭৭২ খ্রীষ্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 
  • কে কত সালে দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন? উঃ ১৭৯০ খ্রীষ্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 
  • কে, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? উঃ ১৭৯৩ খ্রীষ্টাব্দে, লর্ড কর্ণওয়ালিস। 
  • কে, কত সালে রায়তওয়ারী ব্যবস্থা প্রবর্তন করেন? উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে, আলেকজাণ্ডার রীড ও স্যার টমাস মনরো। 
  • মহলওয়ারী ব্যবস্থা কে, কত সালে প্রবর্তন করেন? উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে, এলফিনস্টোন। 
  • ভাইয়াচারী ব্যবস্থা কোথায় প্রবর্তিত ছিল? উঃ পাঞ্জাবে। 
  • আমিনী কমিশন কে, কবে গঠন করেন? উঃ ১৭৭৬ খ্রীষ্টাব্দে, ওয়ারেন হেস্টিংস। 
  • বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত দু’টি শহরের নাম কর।উঃ বারাণসী ও আমেদাবাদ। 
  • ১৪৯৮ খ্রীষ্টাব্দে কোন ইউরোপীয় নাবিক কালিকট বন্দরে এসেছিলেন? উঃ পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা। 
  • সুরাটের ইংরেজ কুঠি কবে স্থাপিত হয়? উঃ ১৬০৮ খ্রীষ্টাব্দে। 
  • ডুপ্লে কে ছিলেন - - - - - - - উঃ ভারতে পণ্ডীচেরীর ফরাসী উপনিবেশের গভর্নর। 
  • সেন্ট টোমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উঃ ১৭৪৬ খ্রীষ্টাব্দে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের সঙ্গে ফরাসীদের। 
  • আলবুকার্ক কে ছিলেন? তিনি কবে ভারতে এসেছিলেন? উঃ ভারতে পর্তুগীজ গভর্নর। তিনি ১৫০৯ সালে ভারতে এসেছিলেন। 
  • বুসী ও লালী কে ছিলেন? উঃ বুসী ছিলেন ফরাসী সেনাপতি। আর লালী ছিলেন পণ্ডীচেরীর ফরাসী গভর্নর। 
  • ইংরেজ ও ফরাসীদের মধ্যে কর্ণাটকের কয়টি যুদ্ধ হয়েছিল? উঃ তিনটি যুদ্ধ হয়েছিল। 
  • পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? উঃ বালাজী বিশ্বনাথ। 
  • কাকে পার্বত্য মুষিক বলা হয়? উঃ শিবাজীকে। 
  • হিন্দু পাদ পাদশাহী নীতি কে গ্রহণ করেন? এর অর্থ কি? উঃ পেশোয়া প্রথম বাজীরাও। এর অর্থ ছিল অখিল ভারত হিন্দু সাম্রাজ্য। 
  • শাহু কে ছিলেন? উঃ শিবাজীর পৌত্র এবং শম্ভুজীর পুত্র। 
  • কোন গুরুর সময় গ্রন্থসাহেব সংকলিত হয়েছিল? উঃ অর্জুন সিংহের সময়ে। 
  • শিখদের কজন ধর্মগুরু ছিলেন? উঃ দশজন। 
  • কয়টি শিখ মিসল ছিল? উঃ ২২ টি। 
  • রঞ্জিৎ সিংহ কোন মিসলের নায়ক ছিলেন? উঃ সুকারচাকিয়া। 
  • অমৃতসর কে খনন করেন? উঃ গুরু রামদাস। 
  • মুর্শিদকুলী খাঁ কত খ্রীষ্টাব্দে বাংলার নবাব হন? উঃ ১৭০০ খ্রীষ্টাব্দে। 
  • নেপালের বিরুদ্ধে যুদ্ধে ইংরেজ পক্ষে সেনাপতি কে ছিলেন? উঃ ডেভিড অক্টারলোনী। 
  • কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধুদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উঃ লর্ড এলেনবরা-র সময়ে। 
  • চিলিয়ানওয়ালার যুদ্ধে ডালহৌসির শত্রুপক্ষ কে ছিলেন? উঃ শিখরা। 
  • বারাণসীর চুক্তি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উঃ ১৭৭৩ খ্রীষ্টাব্দে অযোধ্যার নবাব ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে। 
  • মোঘল সম্রাটের বৃত্তি কে বন্ধ করেছিলেন? উঃ ওয়ারেন হেস্টিংস। 
  • রোহিলা যুদ্ধ কার সময়ে হয়েছিল? উঃ ওয়ারেন হেস্টিংসের সময়। 
  • কোন যুদ্ধের ফলে স্বাধীন মহীশূর রাজ্যের বিলোপ ঘটে? উঃ ১৭৯৯ খ্রীষ্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের ফলে। 
  • দেওগাঁও এর সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উঃ ১৮০৩ খ্রীষ্টাব্দে ইংরেজ কোম্পানী ও ভোঁসলের মধ্যে। 
  • সুরজ-অঞ্জনগাঁও এর সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উঃ সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে ১৮০৩ খ্রীষ্টাব্দে হয়েছিল। 
  • চিনিয়ানওয়ালার যুদ্ধে কারা জয়লাভ করেছিল? উঃ শিখরা। 
  • কোন ইংরেজ সেনাপতি সিন্ধু জয় করেন? উঃ চার্লস নেপিয়ার। 
  • ভ্রাম্যমান আদালত কে প্রবর্তন করেছিলেন? উঃ লর্ড কর্ণওয়ালিস। 
  • কর্ণওয়ালিস কোড কত সালে প্রবর্তিত হয়? উঃ ১৭৯৩ খ্রীষ্টাব্দে। 
  • আদালতে ফারসী ভাষার স্থলে দেশীয় ভাষার প্রবর্তন কে করেছিলেন? উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক। 
  • কোন গভর্নর জেনারেলের সময় পিনাল কোড প্রণীত হয়? উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্কের সময়। 
  • কোন গভর্নর জেনারেলের সময় ঠগী দস্যুদের দমন করা হয়? উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্কের সময়। 
  • ঠগী দমনে কোন ইংরেজ সেনাপতির প্রধান ভূমিকা ছিল? উঃ  শ্লীম্যান। 
  • ভারতে প্রথম টেলিগ্রাফ কার সময়, কোথায় স্থাপিত হয়? উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে লর্ড ডালহৌসির সময়। 
  • ভারতে দু’পয়সার ডাকটিকিট কে প্রবর্তন করেন? উঃ লর্ড ডালহৌসি। 
  • কার সময় বাংলার জন্য প্রথম পৃথক লেফটেন্যাণ্ট গভর্নর নিযুক্ত হয়েছিলেন? উঃ লর্ড ডালহৌসির সময়। 
  • ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কার সময় হয়েছিল? উঃ লর্ড রিপনের সময়। 
  • হান্টার কমিশন কার সময় নিযুক্ত হয়েছিল? উঃ লর্ড রিপনের সময়। 
  • কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রথম লোকগণনা শুরু হয়? উঃ লর্ড রিপন-এর সময়। 
  • কে প্রথম পৃথক পূর্ত বিভাগ (PWD) গঠন করেছিলেন? উঃ লর্ড ডালহৌসি। 
  • বঙ্গীয় প্রজাসত্ব আইনের খসড়া প্রথম কে করছিলেন? উঃ লর্ড রিপন। 
  • ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক। 
  • পিটের ভারত শাসন আইন কত সালে গৃহীত হয়? উঃ ১৭৮৪ সালে। 
  • হায়দ্রাবাদের নিজামশাহীর প্রতিষ্ঠাতা কে? উঃ নিজাম উল মুল্ক আসফঝা।

    to be continue.... 


Post a Comment

4 Comments

Please do not enter any spam link in the comment box.