Advertisement

Main Ad

CH-5 কোষ বিভাজন (CELL DIVISION)

কোষ বিভাজন CELL DIVISION

কোষ বিভাজন CELL DIVISION

২১১. জীবদেহের ক্ষত স্থান পূরণ করতে কে ভূমিকা রাখে?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) লিপটোটিন
ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (খ)

২১২. জীবদেহে কোষ বিভাজন কত প্রকার?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (গ)

২১৩. নিচের কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে?
ক) মেটাফেজ
খ) টেলোফেজ
গ) অ্যানাফেজ
ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (খ)

২১৪. মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (ক)

২১৫. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন বিভাজনে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস-১
ঘ) মিয়োসিস-২
সঠিক উত্তর: (গ)

২১৬. মাইটোসিস প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
সঠিক উত্তর: (গ)

২১৭. মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় কোনটি?
ক) মেটাফেজ
খ) টেলোফেজ
গ) প্রফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)

২১৮. টেলোফেজের ক্ষেত্রে বলা যায় –
i. এটি মাইটোসিসের শেষ পর্যায়
ii. এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে
iii. নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১৯. প্রতিটি জীবের জীবন শুরু হয় কিভাবে?
ক) একটি কোষ দিয়ে
খ) দুইটি কোষ দিয়ে
গ) তিনটি কোষ দিয়ে
ঘ) চারটি কোষ দিয়ে
সঠিক উত্তর: (ক)

২২০. কোষ বিভাজন পর্যবেক্ষণের জন্য স্লাইড তৈরির সময় ব্যবহৃত হয় –
i. কভার স্লিপ
ii. গ্লিসারিন
iii. আলো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২১. মাইটোসিস বিভাজন কোথায় ঘটে?
ক) জাইগোটে
খ) সাইটোপ্লাজমে
গ) মাইটোকন্ড্রিয়ায়
ঘ) জীবের কোষে
সঠিক উত্তর: (ঘ)

২২২. মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)

২২৩. নিচের কোন পর্যায়ে তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়?
ক) মেটাফেজ
খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ
ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (গ)

২২৪. জীবজগতের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) অস্বাভাবিক
সঠিক উত্তর: (খ)

২২৫. অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের V আকৃতির নাম কী?
ক) মেটাসেন্ট্রিক
খ) সাব-মেটাসেন্ট্রিক
গ) অ্যাক্রোসেন্ট্রিক
ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (ক)

২২৬. জীবের জনন কোষে কোন বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মিয়োসিস
গ) মাইটোসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)

২২৭. মাইটোসিসে কোন প্রক্রিয়ায় প্রকৃত কোষের বিভাজন ঘটে?
ক) সরাসরি
খ) প্রত্যক্ষ প্রক্রিয়ায়
গ) একটি ধারাবাহিক প্রক্রিয়ায়
ঘ) বিশেষ প্রক্রিয়ায়
সঠিক উত্তর: (গ)

২২৮. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) টেলোফেজ
ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)

২২৯. কোন ধরনের জননের জন্য মাইটোসিস অপরিহার্য?
ক) যৌন জনন
খ) অযৌন জনন
গ) যৌন ও অযৌন জনন
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)

২৩০. এককোষী জীব কোন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) মাইটোসিস ও মিয়োসিস
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

২৩১. নিচের কোনটি বহুকোষী জীব?
ক) বটগাছ
খ) ব্যাকটেরিয়া
গ) অ্যামিবা
ঘ) প্লাজমোডিয়াম
সঠিক উত্তর: (ক)

২৩২. যদি জনন কোষগুলোর সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তা হলে জাইগোট কোষে জীবটির দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়ে যাবে?
ক) দুই গুণ
খ) তিন গুণ
গ) চার গুণ
ঘ) আট গুণ
সঠিক উত্তর: (ক)

২৩৩. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হয়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)

২৩৪. অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় মাইটোসিসের কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ঘ)

২৩৫. বাংলাদেশে বাণিজ্য ঘাটতি হওয়ার কারণ কী?
ক) পরিচালনাগত অদক্ষতা
খ) কালিগরি অক্ষমতা
গ) রপ্তানি অপেক্ষা আমদানি বেশি
ঘ) শ্রমশক্তির অভাব
সঠিক উত্তর: (গ)

২৩৬. অ্যানাফেজ ধাপে মেরুমুখী চলনে ক্রোমোজোমের –
i. সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে
ii. বাহুদ্বয় অনুগামী থাকে
iii. উভয়ই অগ্রগামী থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩৭. হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোন বিভাজন সংঘটিত হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

২৩৮. মাইটোসিস কতটি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়?
ক) দুটি
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)

২৩৯. মিয়োসিস পদ্ধতিতে মাতৃকোষে কোনটি ঘটে?
ক) ভ্রূণ গঠণ ও ভ্রূণের বর্ধন
খ) শুক্রাণু, ডিম্বাণু এবং পরাগরেণু উৎপাদন
গ) কোষের সংখ্যা বৃদ্ধি
ঘ) কোষের আকার আয়তন বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)

২৪০. কোষ বিভাজন হয় না কোন কোষে?
ক) উদ্ভিদকোষে
খ) প্রাণিকোষে
গ) জড়কোষে
ঘ) জননকোষে
সঠিক উত্তর: (গ)

২৪১. অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোর আকার কেমন?
ক) V, L ও J আকার
খ) V, L ও M আকার
গ) M, N ও L আকার
ঘ) I, L ও N আকার
সঠিক উত্তর: (ক)

২৪২. কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে প্রয়োজন কোন বিভাজন প্রক্রিয়া?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)

২৪৩. অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

২৪৪. কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) এনাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)

২৪৫. হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা পর্যবেক্ষণের জন্য উদ্ভিদের কোন অংশ সংগ্রহ করবে?
ক) পরাগধানী
খ) পাতা
গ) মূল
ঘ) ফল
সঠিক উত্তর: (ক)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
আদি কোষী জীবে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উক্ত জীব সরাসরি দুটি অপত্য জীবে পরিণত হয়। এক্ষেত্রে কোন জটিল পর্যায় অতিক্রান্ত হয় না।
২৪৬. উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার নাম কী?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (ক)

২৪৭. এ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
ii. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াস সরাসরি দ্বিধাবিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

248.সদৃশ বা সম বিভাজন হল
(A) এমাইটোসিস
(B) মিয়োসিস
(C) মাইটোসিস✅
(D) কোনোটিই নয়

249. কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়
(A) প্রোফেজ
(B) ইন্টারফেজ
(C) আ্যনাফেজ✅
(D) মেটাফেজ

250.প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হল
(A) স্নায়ুকোষ✅
(B) জননকোষ
(C) অস্থিকোষ
(D) রক্তকোষ

251.কোষ বিভাজনের যে দশায় বেমতন্তু গঠিত হয়
(A) প্রোফেজ
(B) মেটাফেজ✅
(C) আ্যনাফেজ
(D) টেলোফেজ

252.মিয়োসিসের প্রথম প্রফেজের জাইগোটিন উপদশায় সমসংস্থ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের মিলনকে বলে –
(A) কায়াজমা
(B) সাইন্যাপসিস✅
(C) ক্রসিংওভার
(D) টেট্রাড

253.মাইটোসিস কোষ বিভাজনের অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোষের –
(A) সমান✅
(B) দ্বিগুন
(C) অর্ধেক
(D) ওপরের কোনোটিই নয়

            to be continue on...
CH-6 কোষ বিভাজন (Cell Division)

Post a Comment

0 Comments