Advertisement

Main Ad

INDIAN MODERN HISTORY PART-4

MODERN HISTORY OF INDIA

MODERN HISTORY OF INDIA ভারতের আধুনিক ইতিহাস 


1. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ। 
উঃ বুদ্ধু ভগত, জয়া ভগত। 

2. কত সালে সাঁওতাল বিদ্রোহ ঘটে? 
উঃ ১৮৫৫ খ্রীষ্টাব্দে। 

3. আরবি ভাষায় ফরাজী কথার অর্থ কী? 
উঃ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কতর্ব্য। 

4. কত সালে কোল বিদ্রোহ সংঘটিত হয়? 
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে। 

5. ফরাজী আন্দোলনের প্রবর্তক কে? 
উঃ মৌলবী হাজী শরিয়ৎ উল্লাহ। 

6. ওয়াহাবী কথার অর্থ কী? 
উঃ নবজাগরণ। 

7. ওয়াহাবী আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? 
উঃ স্যার সৈয়দ আহমদ। 

8. বালাকোটের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়? 
উ ১৮৩১ খ্রীষ্টাব্দে। 

9. তিতুমীরের প্রকৃত নাম কী? 
উঃ মীর নিশার আলি। 

10. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? 
উঃ লর্ড ক্যানিং।

11. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? 
উঃ মঙ্গল পাণ্ডে। 

12. কত সালে ভারত শাসন আইন পাস হয়? 
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে। 

13. কত সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়? 
উঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর। 

14. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী? 
উঃ পাহাড়ের প্রান্তদেশ। 

15. দুধু মিঞা কে ছিলেন? 
উঃ ফরাজী আন্দোলনের নেতা।

16. আব্দুল ওয়াহাব কে? 
উঃ ওয়াহাবী আন্দলনের নেতা। 

17. বাঁশের কেল্লা কে, কোথায় স্থাপন করেন? 
উঃ তিতুমীর তাঁর নারকেল বেড়িয়া গ্রামে।

18. ইয়ান্দাবুর সন্ধি কত সালে কাদের মধ্যে সংঘটিত হয়? 
উঃ ১৮২৬ খ্রীষ্টাব্দে ইংরেজ ও ব্রহ্মদেশের সঙ্গে। 

19. গণ্ডামার্কের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 
উঃ ১৮৭৯ খ্রীষ্টাব্দে ইংরেজ ও আফগানিস্থানের মধ্যে। 

20. ভারত ও আফগানিস্তানের সীমানার নাম কী? 
উঃ ডুরাণ্ড লাইন। 

21. রাওয়ালপিণ্ডি’র সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়? এই সন্ধির দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? 
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে। তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের অবসান ঘটে। 

22. ‘লাসা’ শব্দের অর্থ কী? 
উঃ দেবভূমি। 

23. কত সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পন পত্রিকা দু’টি প্রথম প্রকাশিত হয়? 
উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে। 

24. মুণ্ডা বিদ্রোহের নেতা কে? 
উঃ বীরসা মুণ্ডা।

25. কত সালে নীল কমিশন গঠিত হয়? 
উঃ ১৮৬০ খ্রীষ্টাব্দে। 

26. ইয়ং হাজব্যাণ্ড মিশন কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়? 
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে। 

27. রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? 
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে। 

28. ভারতে প্রথম কাপড়ের কল কবে ও কোথায় নির্মিত হয়? 
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে কাউয়াসজী নানাভাই দাভর বোম্বাই-এ প্রথম কাপড়ের কল নির্মাণ করেন। 

29. ভারতে প্রথম পাটকল কোথায় নির্মিত হয়? 
উঃ কলকাতার কাছে রিষড়ায়। 

30. ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 
উঃ মাদ্রাজের কাছে পোর্টনাভোতে ১৮২০ খ্রীষ্টাব্দে। 

31. জর্জ অকল্যাণ্ড কে? 
উঃ প্রথম পাটকল নির্মাতা। 

32. কাউসজী নানাভাই দাভর কে? 
উঃ প্রথম কাপড়ের কল নির্মাতা। 

33. দুটি ইংরেজ শিল্প প্রতিষ্ঠানের নাম কর। 
উঃ লৌহ ইস্পাত শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প। 

34. কে কত সালে কোথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে। 

35. ‘যত মত তত পথ’ – উক্তিটির বক্তা কে? 
উঃ শ্রীরামকৃষ্ণদেব। 

36. ‘পরিব্রাজক’ ও ‘বর্তমান ভারত’ গ্রন্থদুটির রচয়িতা কে? 
উঃ স্বামী বিবেকানন্দ। 

37. আলিগড় আন্দোলনের প্রবক্তা কে? 
উঃ সৈয়দ আহমদ। 

38. ‘পলাশীর যুদ্ধ’ কাব্যটির রচয়িতা কে? 
উঃ নবীনচন্দ্র সেন। 

39. কে কবে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন? 
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে জগদীশ চন্দ্র বসু। 

40. ‘আর্যদর্শন’ পত্রিকার সম্পাদক কে? 
উঃ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। 

41. হান্টার কমিশন কত সালে গঠিত হয়? 
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে। 

42. র‍্যালে কমিশন কত সালে গঠিত হয়? 
উঃ ১৯০২ খ্রীষ্টাব্দে। 

43. স্যডলার কমিশন কত সালে গঠিত হয়? 
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে। 

44. ভারতের প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েটের নাম লেখো। 
উঃ চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 

45. কেশব সেনের দুজন অনুগামীর নাম লেখো। 
উঃ শিবনাথ শাস্ত্রী, মহেন্দ্রনাথ বসু। 

46. প্রার্থনা সমাজের সবচেয়ে বিখ্যাত দুই নেতার নাম লেখ। 
উঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে।  

47. কবে কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দের ২৬ শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে। 

48. জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা কে? 
উঃ অ্যালান অক্টাভিয়ান হিউম। 

49. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে। 

50. জাতীয় কংগ্রের প্রথম অধিবেশন কোথায় হয়? 
উঃ বোম্বাই-এ।

    To be continue....

Post a Comment

0 Comments