Advertisement

Main Ad

MODERN INDIAN HISTORY PART-5

HISTORY OF MODERN INDIA

HISTORY OF MODERN INDIA


[1] জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

[2] কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?
উঃ ১৯০৫ সালের ১৯শে জুলাই।

[3] কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? 
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দের ১২ই ডিসেম্বর।

[4]‘ডন সোসাইটির’ প্রতিষ্ঠাতা কে? 
উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

[5] গণপতি ও শিবাজী উৎসব কে প্রবর্তন করেন? 
উঃ বাল গঙ্গাধর তিলক।

[6]কে, কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? 
উঃ ১৯০২ সালের ২৪শে মার্চ পি. এন. মিত্র (প্রমথনাথ মিত্র)।

[7]‘দেশবন্ধু’ নামে পরিচিত কে? 
উঃ চিত্তরঞ্জন দাশ।

[8]‘ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের’ জনক কে? 
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে।

[9]কে, কবে মিত্র মেলা প্রতিষ্ঠা করেন? পরে এর কী নামকরণ হয়?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর। ১৯০৪ খ্রীষ্টাব্দে এর নাম হয় অভিনব ভারত।

[10]কে, কবে, কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

[11]কার্জন উইলিকে কে কবে হত্যা করেন?
উঃ ১৯০৯ খ্রীষ্টাব্দের ১লা জুলাই মদনলাল ধিংড়া।

[12] ভারতীয় বিপ্লববাদের জননী কে?
উঃ মাদাম ভিকাজী রুস্তমজী কামা বা মাদাম কামা।

[13] কে কবে কোথায় গদর দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৩ খ্রীষ্টাব্দে লালা হরদয়াল সান্‌ফ্রান্সিস্‌কো শহরে।

[14]‘গদর’ কথার অর্থ কি?
উঃ  বিপ্লব। 

[15]‘ইণ্ডিয়া লীগ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ।

[16]প্রমথনাথ মিত্র কে ছিলেন?
উঃ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

[17] কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯০২ সালের ২৪ শে মার্চ  প্রমথনাথ মিত্র।

[18] বাসুদেব বলুবন্ত ফাড়কে কে?
উঃ ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক।

[19]কে, কখন মিত্রমেলা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর।

[20] বিনায়ক দামোদর সাভারকার কে?
উঃ মিত্র মেলার প্রতিষ্ঠাতা।

[21] ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর।

[22]মাদাম কামা কে?
উঃ ভারতীয় বিপ্লববাদের জননী।

[23] গান্ধীজী কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে।

[24]গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

[25] কে, কত খ্রীষ্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি, চিত্তরঞ্জন দাশ।

[26]গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।

[27] দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে কোথায় অনুষ্ঠিত হয়? এই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে কে যোগদান করেন?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে লণ্ডনে অনুষ্ঠিত হয়। কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজী যোগদান করেন।

[28]তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দে।

[29] রাওলাট আইন কবে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।

[30]সৈফুদ্দিন কিচলু কে?
উঃ পাঞ্জাবের জনপ্রিয় নেতা।

[31]জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কবে কোথায় ঘটেছিল?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে।

[32] কবে কেন রবীন্দ্রনাথ ‘নাইট উপাধি’ ত্যাগ করেছিলেন?
উঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৯ খ্রীষ্টব্দে নাইট উপাধি ত্যাগ করেন।

[33]কোন বছরে চৌরিচৌরার ঘটনাটি ঘটে?
উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি।

[34]খুদা-ই-খিদ্‌মৎগার’ কথাটির অর্থ কী?
উঃ ঈশ্বরের সেবক।

[35]খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উঃ মহম্মদ আলি, সৌকত আলি।

[36] ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর। 
উঃ মুজাফ্‌ফর আহমেদ, পি. সি. যোশী।

[37]কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? 
উঃ মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে।

[38]কে কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন?
উঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু।

[39] ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ – উক্তিটি কার?
উঃ গান্ধীজীর।

[40]কে কবে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর রাসবিহারী বসু।

[41]সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?
উঃ ১৯৪৩ খ্রীষ্টাব্দের ২৫ শে আগস্ট।

[42]নেতাজী ‘আন্দামান’ ও ‘নিকোবর’ দীপপুঞ্জের কী নামকরণ করেন?
উঃ শহীদ ও স্বরাজ।

[43] ‘বন্দেমাতরম’ মন্ত্রের রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

[44]‘বন্দেমাতরম’ সংগীত কোন গ্রন্থে পাওয়া যায়?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাসে।

[45]ঈশ্বর গুপ্তের সম্পাদনায় কোন কাগজ প্রকাশিত হয়েছিল?
উঃ সংবাদ প্রভাকর।

[ 46]রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা দুইখানি কাব্যগ্রন্থের নাম কর।
উঃ কর্মদেবী ও কাঞ্চীকাবেরী।

[47]নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্যের নাম কী?
উঃ রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস।

[48]‘জমিদার দর্পণ’ নাটকটির লেখক কে?
উঃ মীর মোশারফ হোসেন।

[49]উপেন্দ্রনাথ দাশ রচিত দুইটি নাটকের নাম লেখ।
উঃ শরৎ সরোজিনী ও সুরেন্দ্র বিনোদিনী।

[50]জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা দুইখানি নাটকের নাম লেখ।
উঃ পুরুবিক্রম ও সরোজিনী।

To be continued on… 

Post a Comment

2 Comments

  1. Ak akta chapter anujaee por por descriptive part dile khub valo hoi

    ReplyDelete
  2. Good suggestion. Your suggestions always matter to us. We are thinking on it. Thankyou.

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.