☑ Language Acquisition Devise.
2. LAS এর সম্পূর্ণরূপ কী?
☑ Language Acquisition System.
3. The Articulate Manual' গ্রন্থটি কার লেখা?
☑ অ্যাটকিসান।
4. শিক্ষার্থীরা তার পড়াশুনো শেষ না করে মাঝখানে পড়াশুনো ছেড়ে দেয়। এটি হল--
☑ অপচয়।
5. একজন শিক্ষার্থী একই ক্লাসে বার বার ফেল করে কিছু শিখতে পারে না। এটা হলো--
☑ অনুন্নয়ন।
6. কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠনকে কি বলে?
☑ স্কিমা।
7. CCE পুরো নাম লেখো?
☑ continuous and comprehensive evaluation.
8. বাছাই উপাদান তত্ত্ব কার ?
☑ থমসন।
9. NCTE এর পুরো নাম লেখো।
☑ National Council for Teacher Education.
10. ডিসলেক্সিয়া কি ?
☑ পঠন জনিত অক্ষমতা।
11. TLM -এর পুরো নাম লেখো ।
☑ Teaching Learning Materials.
12. অ্যাবাকাস কি? এটি কাদের শিক্ষায় ব্যবহৃত হয় ?
☑ একটি গাণিতিক যন্ত্র।
☑ দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়।
13. ব্রেইল পদ্ধতিতে কটি বিন্দু দিয়ে লেখা হয়?
☑ 6 টি।
14. ব্যাকরণ পাঠ দানে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ?
☑ আরোহী।
15. শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কী ?
☑ সঠিক মূল্যায়ন হয়।
CHILD DEVELOPMENT AND PEDAGOGY {শিক্ষা বিজ্ঞান}
16. সৃজনশীলতা (Creativity) এর সঙ্গে কোন চিন্তন সম্পর্কিত?
☑ অপসারী চিন্তন [Divergent thinking]
17. গেস্টাল কথার অর্থ কি?এই তত্বের তিনজন মনবিজ্ঞানীর নাম কি ?
☑ অবয়ব বা কাঠামো
☑ কাফকা, কোহলার, ওয়ারদিমার
18. Project method এর উদ্ভব কে করেন?
☑ কিল প্যাট্রিক
19. RTE এর পুরো নাম লেখো।
☑ RIGHT TO EDUCATION.
20. RTI এর পুরো নাম লেখো।
☑ Right to information.
21. NCF এর পুরো নাম লেখো।
☑ National Curriculum Frameworks.
22. NCF কবে গঠিত হয়?
☑ 2005 সালে।
23. মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে ?
☑ এরিকসন।
24. উডের ডেসপাচ- 1854☑
25. হান্টার কমিশন- 1882☑
26. মিত্র কমিশন- 1992☑
27. স্যাডলার কমিশন- 1917☑
28. হাটর্গ কমিটি- 1929 (প্রাথমিক শিক্ষা)☑
29. নঈ তালিম- 1937 (বুনিয়াদি শিক্ষা)☑
30. সার্জেন কমিটি- 1944☑
31. রাধাকৃষ্ণণ কমিশন- 1948 (উচ্চশিক্ষা)☑
31. রাধাকৃষ্ণণ কমিশন- 1948 (উচ্চশিক্ষা)☑
32. মুদালিয়ার কমিশন- 1952 (মাধ্যমিক)☑
33. হংস মেহেতা কমিটি- 1961(নারিশিক্ষা)☑
34. কোঠারী কোমীশন- 1964-1966(প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা)☑
35. জনার্দন কমিটি- 1992☑