Advertisement

Main Ad

MEDIVIEAL HISTORY PART 1

MEDIVIEAL HISTORY PART 1


1.সুলতান শব্দের অর্থ কী?
উঃ স্বাধীন নরপতি।

2.‘তারিখ-ই-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মীর মহম্মদ মাসুদ।

3.আলবেরুণী রচিত গ্রন্থটির নাম কী?
উঃ তহকক্‌-ই–হিন্দ।

4. কিতাব-উল-রাহলা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ইবন বতুতা।

5.আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী?
উঃ তুঘলক নামা।

6. ‘তবাকত-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মিনহাজ-উস-সিরাজ।

7. ‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জিয়াউদ্দীন বরণী।

8. আরবরা কবে সিন্ধুদেশ জয় করে?
উঃ ৭১২ খ্রীষ্টাব্দে।

9. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিল?
উঃ ১৭ বার।

10. আলবেরুণী কার সভাসদ ছিলেন?
উঃ সুলতান মামুদের।

11.আলবেরুণীর প্রকৃত নাম কী? তিনি কার সঙ্গে ভারতে আসেন এবং কত বছর ভারতে ছিলেন?
উঃ প্রকৃত নাম আবু রিহান। তিনি সুলতান মামুদের সঙ্গে ভারতে আসেন। তিনি ১০ বছর ভারতে ছিলেন।

12.কবে, কাদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ ১১৯১ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মহম্মদ ঘুরী পরাজিত হন।

13. কবে, কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ ১১৯২ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন।

14. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল?
উঃ মহম্মদ ঘুরী।

15. দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিল?
উঃ কুতুবউদ্দিন আইবক।

16. আইবক কথার অর্থ কী?
উঃ দাস।

17. কুতুবুদ্দিনের পর কে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন?
উঃ ইলতুৎমিস।


MEDIVIEAL HISTORY OF INDIA

18. ‘ইকতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ ইলতুৎমিস।

19. চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চাহেলগানী কে প্রবর্তন করেন?
উঃ ইলতুৎমিস।

20. ইলতুৎমিসের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ রুক্‌নউদ্দিন ফিরোজ।

21. ভারতের তোতাপাখি নামে কে পরিচিত?
উঃ আমীর খসরু।

22. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ ফিরোজ শাহ খলজী।

23. খলজী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজী।

24. দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ আলাউদ্দিন খলজী।

25. খলজী বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উঃ কুতুবুদ্দিন মুবারক শাহ।

26. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গিয়াসউদ্দিন তুঘলক।

27. দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর কে করেন?
উঃ মহম্মদ বিন তুঘলক।

28. সুলতানী যুগের আকবর নামে কে পরিচিত?
উঃ ফিরোজ শাহ তুঘলক।

29. কোন সুলতানী শাসকের রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?
উঃ নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে।

30. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ খিজির খাঁ। এই বংশের শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ।

To be continue…..


Post a Comment

0 Comments