Medieval History |
MEDIEVAL HISTORY OF INDIA
1.যেসব বিদেশী পর্যটক বিজয়নগরে এসেছিলেন তাদের দুজনের নাম করো-
-----------?
উঃ ইতালীয় পর্যটক নিকোলোকন্টি। পারস্যের পর্যটক আবদুর রজ্জাক।
2.মনসামঙ্গল (পদ্মাপুরাণ)গ্রন্থ কার লেখা?
উঃ বিজয়গুপ্ত।
3.শ্রীকৃষ্ণ বিজয় কে লেখেন?
উঃ মালাধর বসু।
4.পান্জাবের একটি উল্লেখযোগ্য ভাষার নাম লেখো?
উঃ গুরুমুখী (অঙ্গদ) ।
5.রামানন্দের একজন বিখ্যাত শিষ্যের নাম লেখো?
উঃ কবীর
6 গুরুনানক কে ছিলেন?
উঃ শিখদের প্রথম গুরু (শিখ ধর্মের প্রবর্তক)।
7.বান্দেগী চাহেলগান বা চল্লিশ চক্র কে প্রবর্তন করেন?
উঃ ইলতুৎমিস।
8.সফর নামা কার লেখা?
উঃ ইবন বতুতা।
9.ফুতুহু উস সালাতিন’ গ্রন্থটির লেখক কে?
উঃ আবদুল্লাহ মালিক ইসামী।
10.মহম্মদ তুঘলক ও ফিরোজ তুঘলকের সময়ে আসেন এমন একজন ঐতিহাসিকের নাম কি?
উঃ জিয়াউদ্দিন বরনী।
11.আমীর খসরু কোন সময়ে ভারতে এসেছিলেন?
উঃ খলজী ও তুঘলক শাসনকালে।
12.সুলতান মামুদ কোন মন্দির লুন্ঠন করে ছিলেন?
উঃ সোমনাথ।
13.তৈমুর লঙ কোন সময় ভারত আক্রমণ করেন
উঃ ১৩৯৮ খ্রীষ্টাব্দে।
14.যে সকল মোঙ্গল জালালউদ্দিনের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লীর উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের কি বলা হয়?
উঃ নবমুসলমান।
15. ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন?
উঃ মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে।
16.দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
উঃ মহম্মদ বিন তুঘলক।
17.তামার নোট প্রচলন করেছিলেন?
উঃ মহম্মদ বিন তুঘলক।
18.জুনা খাঁ কে ছিলেন?
উঃ মহম্মদ বিন তুঘলক এর পূর্ব নাম।
19.বলবনের পূর্ব নাম কী ছিল?
উঃ উলুঘ খাঁ।
20.রেশনিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণবিধি কে করেছিলেন?
উঃ আলাউদ্দিন খিলজী।
21.তুর্কি বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন?
উঃ লক্ষ্মণ সেন।
22.দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ কুতুবউদ্দিন আইবক।
23.দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ ইলতুৎমিস।
24.দিল্লীর সুলতানী সাম্রাজ্য কত খ্রীষ্টাব্দে স্থাপিত হয়?
উঃ ১২০৬ খ্রীষ্টাব্দে।
25.লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ বহলুল লোদী। শেষ রাজা ইব্রাহিম লোদী।
26.কবে, কাদের মধ্যে পাণিপথের প্রথম যুদ্ধ হয়?
উঃ ১৫২৬ খ্রীঃ কাবুলের অধিপতি বাবরের সঙ্গে ইব্রাহিম লোদীর মধ্যে।
27.কে কবে ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৩৪২ খ্রীষ্টাব্দে শামস্উদ্দিন ইলিয়াস শাহ ।
28.কোন রাজার আমলে পাণ্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়ালা তৈরি হয়?
উঃ সিকন্দর শাহের আমলে।
29.কোন চৈনিক দূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন?
উঃ চৈনিক দূত মা-হুয়ান।
30.বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত?
উঃ হোসেন শাহ।
MEDIVIEAL HISTORY OF INDIA
31. ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম লেখ।
উঃ শ্রীচৈতন্যদেব।
32. ছোট সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?
উঃ হোসেন শাহের আমলে।
33. বড় সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?
উঃ নসরৎ শাহের আমলে।
34.কে কবে বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা করেন? তাঁর রাজধানী কোথায় ছিল?
উঃ ১৩৪৭ খ্রী হাসান বা জাফর খাঁ। তাঁর রাজধানী ছিল গুলবর্গায়।
35.তালিকোটার যুদ্ধ কবে হয়?
উঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে।
36.বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ হরিহর ও বুক্কা।
37.বিজয়নগরের সঙ্গম রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উঃ দ্বিতীয় দেবরায়।
38.বিজয়নগরের তুলভ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উঃ নরসিংহ। শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়।
39.আমুক্তা মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কৃষ্ণদেব রায়।
40.কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়?
উঃ তেলেগু কবি পেদ্দনকে।
41.মালিক মহম্মদ জায়সীর রচিত গ্রন্থটির নাম কী?
উঃ পদুমাবৎ।
42. ‘তুজুক-ই-বাবরী’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বাবর।
43.তুজুক-ই-জাহাঙ্গীরী গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জাহাঙ্গীর।
44. ‘হুমায়ুন নামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ গুলবদন বেগম।
45. ‘আইন-ই-আকবরী বা আকবর নামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবুল ফজল।
46. ‘মুন্তাখাব–উল–তারিখ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বদাউনী।
47. ‘তবকৎ–ই–আকবরী’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নিজামউদ্দিন।
48. ফৈজী রচিত গ্রন্থটির নাম কী?
উঃ আকবর নামা।
49.‘পাদশাহনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবদুল হালিম লাহোরী।
50.‘আলমগীরনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মীর্জা মহম্মদ কাজিম।
51.‘মুন্তাখাব-উল-লুবাব’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাফি খাঁ।
52.‘তারিখ-ই-বাংলা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শলিমউল্লাহ।
53. ‘রিয়াজ-উল-সালাতিন’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ গোলাম হোসেন।
54.আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন?
উঃ দাহির সিন্ধুর রাজা ছিলেন।
55. দিল্লীর সুলতানী সাম্রাজ্য কত খ্রীষ্টাব্দে স্থাপিত হয়?
উঃ ১২০৬ খ্রীষ্টাব্দে।
56.তুর্কি বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন?
উঃ লক্ষ্মণ সেন।
57.কে তামার নোট প্রচলন করেছিলেন?
উঃ মহম্মদ বিন তুঘলক। (দাম)
58.লোদী বংশের শেষ সম্রাট কে?
উঃ ইব্রাহীম লোদী।
59.লক্ষ্মণ সেনের সভাকবির নাম লেখো?
উঃ জয়দেব।
60.ইবনবতুতা কোথা থেকে আসেন?
উঃ মরোক্কো।
To be continued..
MEDIVIEAL HISTORY OF INDIA PART 3
To be continued..
MEDIVIEAL HISTORY OF INDIA PART 3
Previous post related to this topic...
0 Comments
Please do not enter any spam link in the comment box.