Advertisement

Main Ad

MODERN HISTORY OF INDIA PART 8

MODERN HISTORY OF INDIA 🇮🇳

MODERN HISTORY OF INDIA PART 8


1. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়? 
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে। 

2. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন? 
উঃ উত্তরপ্রদেশের আর্য সমাজের নেতা। 

3. ‘পাকিস্তান’ কথাটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? 
উঃ ‘Now or Never’ পুস্তিকায় ১৯৩৩ খ্রীষ্টাব্দে। 

4. রুশ বিপ্লব কবে ঘটে? 
উঃ ১৯২৭ সালের নভেম্বর মাসে। 

5. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়? 
উঃ ১৯২০ সালের ৩০শে অক্টোবর। 

6. AITUC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অধিবেশনের সভাপতি কে? 
উঃ বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়। 

7. ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে। 

8. ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ছিলেন কারা? 
উঃ  অমৃত ডাঙ্গে, মুজফফর আহমেদ। 

9. All India Preasants’ and Workers’ Parties-এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল? 
উঃ ১৯২৮ সালে কলকাতায়। 

10. বিশ্বব্যাপী মন্দা কবে দেখা গিয়েছিল?
উঃ ১৯২৯-৩০ খ্রীষ্টাব্দে। 

11.‘মীরাট মামলা’ কবে দায়ের করা হয়? 
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। 

12. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন? 
উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা। 

13. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। 

14. ১৯৩৫–এর ভারত শাসন আইনকে ‘দাসত্বের নতুন অধ্যায়’ কে বলেছিলেন? 
উঃ জওহরলাল নেহেরু। 

15. নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৯৩৬ সালে। 

16. নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সম্পাদকই বা কে ছিলেন? 
উঃ সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী ও সম্পাদক ছিলেন এন. জি. রঙ্গ। 

17. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে ৩রা সেপ্টেম্বর। 

18. সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয়? 
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে। 

19. ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’? 
উঃ গান্ধীজী। 

20. ক্রিপস মিশন কবে ভারতে আসে? 
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ২২শে মার্চ। 

21. কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত ছাড়ার আহ্বান জানায়? 
উঃ গান্ধীজী তাঁর ‘হরিজন’ পত্রিকায়। 

22. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে ইংরেজের গুলিতে নিহত হন? 
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে। 

23. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 
উঃ লর্ড লিনলিথগো। 

24. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উঃ তোজো। 

25. লাহোর প্রস্তাবটির পরিকল্পনা কে করেছিলেন? 
উঃ মহম্মদ আলী জিন্নাহ। 

26. ‘দি গ্রেট ক্যালকাটা কিলিং’ কাকে বলা হয়? 
উঃ ১৯৪৬ খ্রীষ্টব্দের কলকাতার আগস্ট মাসের সাম্প্রদায়িক দাঙ্গাকে। 

27. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 
উঃ লর্ড মাউণ্ট ব্যাটেন। 

28. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী। 

29. ভারতের নতুন সংবিধান রচনা করে কোন সংস্থা? 
উঃ গণপরিষদ। 

30. গণপরিষদ কবে চুড়ান্তভাবে নতুন সংবিধান অনুমোদন করে? 
উঃ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। 

31. নতুন সংবিধান কবে থেকে কার্যকর হয়? 
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী। 

32. কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়? 
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী। 

33. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? 
উঃ ডঃ রাজেন্দ্রপ্রসাদ। 

34. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? 
উঃ ডঃ সচ্চিদানন্দ সিন্‌হা। 

35. ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? 
উঃ ২৬শে জানুয়ারী। 

36. ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন? 
উঃ ডঃ বি. আর. আম্বেদকর। 

To be continued on…