Advertisement

Main Ad

MODERN HISTORY OF INDIA PART 7

MODERN HISTORY OF INDIA 

      MODERN HISTORY OF INDIA 7

1.‘বাল সমাজ’ এবং ‘আর্য বান্ধব সমাজ’ কোথায় প্রতিষ্ঠিত হয়? 
উঃ মহারাষ্ট্রে। 

2.বাংলায় বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম কর? 
উঃ অনুশীলন সমিতি। 

3.অরবিন্দ ঘোষ কার কাছে বিপ্লববাদের দীক্ষা নেন? 
উঃ ঠাকুর সাহেব নামক বিপ্লবীর কাছে। 

4.‘যুগান্তর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত। 

5.কোন বিল্পবী গোষ্ঠী ‘যুগান্তর’ পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে? 
উঃ যুগান্তর গোষ্ঠী। 

6.কারা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন? 
উঃ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী। 

7.পাঞ্জাবের কোথায় কবে প্রথম বিল্পবী গুপ্ত সমিতি স্থাপিত হয়? 
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সাহারানপুরে। 

8.কে প্রথম পাঞ্জাবে ‘গুপ্ত সমিতি’ স্থাপন করেন? 
উঃ প্রবাসী বাঙালী জে. এম. চট্টোপাধ্যায়। 

9.বঙ্গভঙ্গ কখন রদ হয়? 
উঃ ১৯১১ সালে। 

10.কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন? 
উঃ লর্ড হার্ডিঞ্জ। 

11.মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কী?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 

12.‘বাঘা যতীন’ কার নাম? 
উঃ যতীন্দ্রনাথ মুখপাধ্যায়ের। 

13.‘বার্লিন কমিটি’ কারা কোথায় গঠন করেন? 
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজা মহেন্দ্র প্রতাপ, বরকতুল্লা প্রমুখ জার্মানীতে বার্লিন কমিটি গঠন করেন। 

14. ‘কোমাগাতামারু’ কী? 
উঃ একটি জাপানী জাহাজ। 

15.কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি কবে সাক্ষরিত হয়? 
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে। 

16.মণ্টেগু-চেমর্স ফোর্ড শাসন সংস্কার কত খ্রীষ্টাব্দে ঘোষিত হয়? 
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে। 

17.প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রীষ্টাব্দে শুরু হয়?
উঃ ১৯১৪ খ্রীষ্টাব্দে। 

18.হোমরুল লীগ কে, কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন? 
উঃ অ্যানি বেসান্ত ১৯১৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন। 

19.ভারতীয় হোমরুল লীগ কে, কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন? 
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনাতে। 

20.কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন? 
উঃ ১৮৬৯ খীষ্টাব্দের ২রা অক্টোবর। 

21.দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? 
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী। 

22.ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে? 
উঃ মহাত্মা গান্ধী। 

23.মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? 
উঃ বিহারের চম্পারণ জেলায়। 

24.রাউলাট আইন কত খ্রীষ্টাব্দে পাশ হয়? 
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে। 

25.জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয়? 
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের আদেশে। 

26. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে। 

27.ইংরেজদের দেওয়া কাইজার-ই-স্বর্ণপদক প্রত্যপর্ণ করেছিলেন কে? 
উঃ মহাত্মা গান্ধী। 

28.খিলাফৎ আন্দোলনের প্রধান মুসলমান নেতাদের নাম কর? 
উঃ মওলানা মোহাম্মদ আলি, মওলানা শওকত আলি, মওলানা আবুল কালাম আজাদ। 

29.কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়? 
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে নাগপুর অধিবেশনে। 

30.কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 
উঃ চৌরিচৌরার ঘটনায়। 

31.কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়? 
উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে। 

32.কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন রচিত হয়? 
উঃ ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন অনুসারে। 

33.সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন? 
উঃ সাত জন। 

34.জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবী বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়? 
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দের লাহোর কংগ্রেসে। 

35.লাহোর কংগ্রেস কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়? 
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে। 

36.ত্রিবর্ণ পতাকা কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? 
উঃ কংগ্রেসের লাহোর অধিবেশনে। 

37.লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 
উঃ জওহরলাল নেহেরু। 

38.আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? 
উঃ লাহোর অধিবেশনে। 

39.চৌদ্দ দফা প্রস্তাব কার ছিল? এই প্রস্তাব প্রথম কবে এবং কোথায় উত্থাপিত এবং গৃহীত হয়? 
উঃ মহম্মদ আলি জিন্নার। ১৯২৯ খ্রীষ্টাব্দে দিল্লীতে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে। 

40.গান্ধীজী কত খ্রীষ্টাব্দে ডাণ্ডি অভিযান করেন? 
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ২২শে মার্চ। 

41. আইন অমান্য আন্দোলন প্রথম কবে স্থগিত হয়? 
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ। 

42.গান্ধী-আরউইন চুক্তি কবে সাক্ষরিত হয়? 
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ। 

43.প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ ই নভেম্বর। 

44. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণা কে করেন? 
উঃ র‍্যাসমে ম্যাকডোনাল্ড[১৯৩২ খ্রীষ্টাব্দের ১৬ই আগস্ট] ।

45. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে। 

46.তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দে। 

47.মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৯০৬ খ্রীষ্টাব্দের ৩০শে ডিসেম্বর। 

48.জিন্নার চৌদ্দ দফা দাবী কবে প্রচারিত হয়? 
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে। 

49. ভারতের অভ্যন্তরে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের কথা কে প্রথম বলেন? 
উঃ উর্দু কবি মহম্মদ ইকবাল। 

50. ‘Now or Never’ পুস্তিকাটি কারা প্রচার করেন? 
উঃ চৌধুরী রহমত আলী ও তাঁর তিন সহযোগীর রচনা। 

To be continued on…..

Post a Comment

0 Comments