CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 3
WEST BENGAL PRIMARY TET EXAM
1.তুলনামূলকভাবে পিছিয়ে পড়া একজন শিশুকে কিভাবে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলা যায়---------
A) পুনঃ পুনঃ পঠন এবং অভ্যাসের দ্বারা✔️
B) TLM ব্যবহারের দ্বারা
C)একাগ্রতা দ্বারা
D)মুখস্থবিদ্যার দ্বারা
2.শিশুর সামাজিকীকরণ এর ভিত্তি হলো-
A)গৃহ এব্ং বিদ্যালয়✔️
B)বিদ্যালয়
C)গৃহ
D)ক্লাব
3.শিখনে সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্য বলিতে উৎসাহিত করবেন কারণ এই ব্যবস্থা সাহায্য করে------
A. সামাজিকীকরণে✔️
B. মূল্যবোধ বিকাশে
C. বৌদ্ধিক বিকাশে
D.প্রাক্ষোভিক বিকাশে
4.মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়?
A.সমাজবিজ্ঞান✔️
B.আচরণের বিজ্ঞান
C.মনের বিজ্ঞান
D.সাইকো বিজ্ঞান
5.একজন শিক্ষার্থীর কোন ক্লাস থেকে কিছু শিখছেএবং ভালোভাবে গ্রহণ করছে একে বলে------
A.আত্তীকরণ
B.অভিযোজন
C.শিখন
D. আত্তীকরণ ও অভিযোজন✔️
6. কবিতা পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু রকির শিখতে দেরী হয় বিকাশের যে নীতি এখানে সক্রিয় সেটি হল-
A.নিরবচ্ছিন্নতা
B.ব্যক্তিগত পার্থক্য✔️
C.সাধারণ থেকে নির্দিষ্ট
D.পারস্পরিক সম্পর্ক
7.প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা যে বিষয়ে এগিয়ে থাকে তা হল-----------------
A.অনুকরণ প্রবণতা
B.কল্পনাশক্তি
C.চিন্তাশক্তি
D.অনুকরণ প্রবণতা এবং কল্পনাশক্তি✔️
8.সার্বিক শিক্ষা সুযোগের নিহত অর্থ হল-
A.সকলের জন্য সকল রকমের শিক্ষা নির্ধারণ✔️
B.প্রতিটি শিশুর জন্য সর্বভারতের সমমানের শিক্ষা পদ্ধতি সঞ্চালন
C. প্রতিটি শিশুর জন্য স্বনির্ভর শিক্ষার ব্যবস্থাপনা
D.কোনটিই নয়।
9.পরিনমন বলতে বোঝায় ------------
A.পক্ষোভিক বিকাশ
B.গুণগত বিকাশ
C.শারীরিক বিকাশ✔️
D.সবগুলিই ঠিক
10.আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল-------
A.চেতনার বিজ্ঞান
B. মনের বিজ্ঞান
C.আত্মার বিজ্ঞান
D.আচরণের বিজ্ঞান✔️
11.ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে বানান ভুল লেখা কোন জাতীয় আচরণের অন্তর্গত-------
A.অভ্যাসগত✔️
B.আরোপিত
C.বিরক্ত
D.স্বাভাবিক
12.শিক্ষা মনোবিজ্ঞান হল-----------------
A.দ্বিমুখী পক্রিয়া
B.একমুখী প্রক্রিয়া
C. কোনোটিই নয়
D.বহুমুখী প্রক্রিয়া✔️
13.মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হল----------------------------------
A.চেতনার বিজ্ঞান- মনের বিজ্ঞান- আত্মারবিজ্ঞান -আচরণের বিজ্ঞান
B.আত্মার বিজ্ঞান- চেতনার বিজ্ঞান -মনের বিজ্ঞান-আচরণের বিজ্ঞান
C.আত্মার বিজ্ঞান- মনের বিজ্ঞান- চেতনার বিজ্ঞান- আচরণের বিজ্ঞান✔️
D.মনের বিজ্ঞান- আত্মার বিজ্ঞান -চেতনার বিজ্ঞান -আচরণের বিজ্ঞান
14.শিক্ষাবিজ্ঞানের পদ্ধতি হিসেবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি?
A. সার্ভে পদ্ধতি
B. পরীক্ষামূলক পদ্ধতি✔️
C বিশ্লেষণ পদ্ধতি
D. সংশ্লেষণ পদ্ধতি
15.স্মৃতি কোন তিনটি মানসিক প্রক্রিয়ার সমষ্টি?
A. সংবহন - সংরক্ষণ - শিখন
B. শিখন - সংরক্ষণ- স্মরণ✔️
C. সংগ্রহ - সংরক্ষণ - সংবেদন
D. শিখন- স্মরণ - রোমন্থন
16.একটি শিশুর মধ্যে সহজাত শক্তি গুলির মধ্যে প্রথমটি হলো-----------
A.শিখন
B.বিশ্লেষণ
C.সংশ্লেষণ
D.বুদ্ধি✔️
17.মনের কোন অংশটি সর্ববৃহৎ?
A.অবচেতন মন✔️
B.কোনোটিই নয়
C.সচেতন মন
D.প্রাক চেতন মন
18. জীবনে সাফল্য লাভের জন্য ছাত্র-ছাত্রীদের কিভাবে অনুপ্রাণিত করবেন?
A.আবৃত্তির মাধ্যমে শিক্ষার দ্বারা
B. কেবলমাত্র নির্বাচিত পড়াশোনার দ্বারা
C.প্রাসঙ্গিক পড়াশোনার দ্বারা
D.নিবিড় পড়াশোনার অভ্যাসের মাধ্যমে গভীরজ্ঞানার্জনের দ্বারা✔️
19. পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি কিরূপ মনোভাব গড়ে ওঠে?
A.সুমনোভাব
B. বিরূপ মনোভাব✔️
C.সন্তোষজনক মনোভাব
D.সন্তোষজনক এবং বিরূপ দুই মনোভাব
20.স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেছেন সেটি হল--------
A.এক উপাদান তত্ত্ব
B.দ্বি-উপাদান তত্ত্ব✔️
C.ত্রি-উপাদান তত্ত্ব
D.বহু উপাদান তত্ব
21.গান্ধীজি বুনিয়াদি শিক্ষাপ্রথা চালু করেন----------------------------------
A.১৯৪৭ সালে
B.১৯১৩ সালে
C.১৯৩৭ সালে✔️
D.১৯২৩ সালে
22.নিরাপত্তার চাহিদা একটি-------------
A.প্রাক্ষোভিক চাহিদা
B.মানসিক চাহিদা✔️
C.দৈহিক চাহিদা
D.সামাজিক চাহিদা
23.সামর্থ্য বলতে নীচের যেটিকে বোঝায় না, তা হল---------------------------------
A.স্মৃতি
B.বুদ্ধি
C.কর্ম✔️
D.শিখন
CHILD DEVELOPMENT AND PEDAGOGY
24.থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বে ‘s’ উপাদানটি হল--------------------------
A.বিশেষ ক্ষমতা
B.স্থান প্রত্যক্ষণের ক্ষমতা✔️
C.সেন্টিমেন্ট
D.ক্ষিপ্রতা
25.কোন কথা, সংখ্যা, নাম মনে না করতে পারাকে কি বলে?
A.ডিসনেমিয়া✔️
B.ম্যালাপ্রপিসম
C.অ্যালোপেসিয়া
D.উপরের কোনটি নয়
26.একজন শিক্ষার্থী নিম্নোক্ত কি প্রকার যোগ্যতা দ্বারা ভাষা শিক্ষার ক্ষেত্রে স্পষ্ট ও শদ্ধ উচ্চারণ করতে পারে?
A.দক্ষতামূলক✔️
B.বোধমূলক
C.মনোভাবমূলক
D.কোনটি নয়
27.ওয়েশলারের মতে যাদের বুদ্ধ্যঙ্ক ১২০-১২৯ এর মধ্যে তাদের বলা হয়-
A.অতিশয় প্রভাবশালী
B.প্রভাবশালী✔️
C. উচ্চ সাধারণ
D.সাধারণ
28.ভারতে হাতের আঙুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম কী ছিল?
A.নবপল্লবী
B.হস্তপল্লবী
C.কারা পল্লবী✔️
D.দন্ড পল্লবী
29.সাধারণ সংবেদী স্মৃতি স্থায়ী হয় কতক্ষণ?
A.এক সেকেন্ড বা এর চেয়ে কম সময় পর্যন্ত✔️
B.দুই থেকে তিন সেকেন্ড
C.চার থেকে পাঁচ সেকেন্ড
D.ছয় থেকে সাত সেকেন্ড
30.শিক্ষার্থীর বোঝার ক্ষমতা বিকশিত করার পদ্ধতিতে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয়--------------
A.মনের মানচিত্রায়ণ✔️
B.মস্তিষ্কের মানচিত্রায়ণ
C.ধারণার মানচিত্রায়ণ
D.বুদ্ধির মানচিত্রায়ণ
To be continued on….
Previous post related on this topic is....
To be continued on….
Previous post related on this topic is....
0 Comments
Please do not enter any spam link in the comment box.