Advertisement

Main Ad

PRIMARY TET ENVIRONMENTAL SCIENCE

PRIMARY TET ENVIRONMENTAL SCIENCE

PRIMARY TET ENVIRONMENTAL SCIENCE

1.ওজোন স্তরের বিনাশের হার সর্বাধিক হয় কখন?
অ) গ্রীষ্ম কালে
আ) বর্ষা কালে
ই) শরৎ কালে
ঈ) বসন্ত কালে✔️

2.ভূপালের যে কারখানায় গ্যাস দুর্ঘটনা(1984) ঘটেছিল, সেটি হল-
অ) ইউনিয়ন কার্বাইট✔️
আ) ইউনাইটেড কারবাইট
ই) ইউনাইটেড কার্বন
ঈ) ইউনিয়ন ফ্লুরাইড

3.ইকোক্লাব হল-
অ) ছাত্র ছাত্রী দের দ্বারা বৃক্ষরোপন
আ) সমস্ত ক্লাবের প্রতিনিধি দের দ্বারা বৃক্ষরোপন
ই) পরিবেশ সংক্রান্ত ছাত্র ছাত্রী দের সচেতন করা✔️
ঈ) এগুলির কোনোটিই নয়

4.সালফারের প্রধান উৎস হল
অ) পাহাড়✔️
আ) হ্রদ
ই) সমুদ্র
ঈ) পুকুর

5.পরিবেশ শিক্ষার ক্ষেত্রে ‘শিক্ষামূলক ভ্রমণ’ হল-
অ) দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ
আ) শ্রুতি নির্ভর সহায় উপকরণ
ই) দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ
ঈ) সক্রিয়তা ভিত্তিক সহায়ক উপকরণ✔️

6.বজ্রপাতের সময় কোথায় আশ্রয় নেওয়া যুক্তি যুক্ত?
অ) বাড়ির ছাদে
আ) খোলা মাঠে
ই) ঘরের মধ্যে✔️
ঈ) গাছ তলায়

7.রামসার সম্মেলনের 1971মুখ্য বিষয় হল-
অ) পতিত ভূমি
আ) গ্রীন হাউস গ্যাস
ই) জলা ভূমি✔️
ঈ) মৎস্য উৎপাদন

8.বনের বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক হলো -
অ) উদ্ভিদ
আ)বাঘ
c) হরিণ ✔️
d)শিয়াল

9.ফ্লাই অ্যাশ - এর কাঁচামালের উৎস কি -
অ)তাপবিদ্যুৎ কেন্দ্র ✔️
আ) দাবানল
ই) ইটভাটা
ঈ) কারখানার বর্জ্য

10.রাফটার শব্দটি  কোনটির সঙ্গে সম্পর্কিত -
অ) বনভূমি
আ) জলাভূমি ✔️
ই) তৃণভূমি
ঈ) স্থলভূমি

11.জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় - - - 
ক) ২৫ মার্চ 
খ) ২৮ জানুয়ারী 
গ) ২৮ ফেব্রুয়ারী ✔️
ঘ) ১লা এপ্রিল

12.বিষাক্ত সাপ কামড়ালে যে ঔষধ ব্যবহার করা হয় --------
ক) অ্যান্টিনোড 
খ) অ্যান্টিভেনম ✔️
গ) অ্যান্টিবায়োটিক 
ঘ) এর কোনটাই নয়

13.কত সালে পরিবেশ বিষয় সচেতনতা বৃদ্ধি করবার জন্য স্টকহোমে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল ?
ক) ১৯৮০ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭২ সালে✔️

14.পটাসিয়াম নাইট্রেট কোন শিল্পক্ষেত্রে প্রচুর পরিমানে ব্যবহৃত হয় ?
অ) কাঁচ শিল্প
আ) চামড়া শিল্প
ই) আতশবাজি শিল্প✔️
ঈ) ইলেক্ট্রো-প্লেটিং

15. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমানে ব্যবহৃত হয় ?
অ) সোডিয়াম বাই কার্বনেট
আ) বেনজোয়িক অ্যাসিড✔️
ই) অ্যাসিটিক অ্যাসিড
ঈ) টারটারিক অ্যাসিড

16.নেইল পালিশ রিমুভারে কি থাকে ?
অ) সাইট্রিক এসিড
আ) বেঞ্জিন
ই) এসিটোন ✔️
ঈ) ইথিলিন

17.অক্সিজেনের পরে পৃথিবীতে কোন মৌলটি সবথেকে বেশি পরিমানে পাওয়া যায় ?
অ) সিলিকন✔️
আ) কার্বন
ই) সোডিয়াম
ঈ) অ্যালুমিনিয়াম

18.প্লাস্টার অফ প্যারিস আসলে হল – 
অ) ক্যালসিয়াম সালফেট✔️
আ) ক্যালসিয়াম কার্বনেট
ই) ক্যালসিয়াম অক্সাইড
ঈ) ক্যালসিয়াম অক্সালেট

19.কোন গ্যাস ভুপাল দুর্ঘটনার জন্য দায়ী ?
-✔️মিথাইল আইসোসায়ানেট (MIC) গ্যাস 

20.মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী ?
-✔️পারদ 

21.ওজন স্তর কোথায় থাকে?
-✔️ ট্র্যাটোস্ফিয়ারে 

22.অতি বেগুনী রশ্মির প্রভাবে কি হয় ?
- ✔️ত্বকের ক্যান্সার ,চোখে ছানি পরা ইত্যাদি 

23.জলকে পরিশ্রুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
- ✔️ওজোন অথবা ক্লোরিন

Post a Comment

2 Comments

Please do not enter any spam link in the comment box.