Advertisement

Main Ad

CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 7

CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 7

PEDAGOGY (শিক্ষাবিজ্ঞান)

1. পড়াশুনার বিষয়বস্তু কেমন হওয়া উচিত?
    জীবনের সঙ্গে জড়িত। 

2. মেয়েদের বৃদ্ধি যে বয়স পর্যন্ত্ত হয়?
    23 বছর। 

3. রবীন্দ্র শিক্ষা ভাবনার এক অবদান… 
    বিশ্বভারতি বিশ্ববিদ্যালয়। 

4. শিশুর নিকট কোন চরিত্র উপযােগী?
     আদর্শ। 

5. ক্লাসে উপস্থিতি কিভাবে  নিয়মিত করা যেতে পারে?
    কার্যকরি শিক্ষা দানের মাধ্যমে। 

6. একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে-
    ভালো করে শিক্ষাদানে। 

7. একজন শিক্ষক ছাত্রদের সঙ্গে কেমন আচরণ করবে?
    বন্ধুর মতাে। 

8. শিক্ষা ব্যবস্থায় গ্রেড চালু হয়?
    2009 সালে। 

9. বিদ্যালয়ে তােতলা শিশুদের সঙ্গে কিরুপ আচরণ করা হবে?
    সহানুভূতিপূর্ন। 

10. কোন মানুষ পুর্ণ মনুষত্ব লাভ করতে পারে না… 
      সমাজ সচেতন না হলে। 

11. Heredity Genius নামক বইটি কার লেখা?
      গ্যাল্টন। 

12. কে শিক্ষককে বাগানের মালির সঙ্গে তুলনা করেছেন?
      রুশাে। 

13. প্রবৃত্তি তত্ত্বের প্রবর্তক কে?
        ম্যাকডুগাল। 

14. শিক্ষা চরিত্র গঠন কে বলেছেন?
        হাবার্ট। 

CHILD DEVELOPMENT AND PEDAGOGY

15. সাক্ষরতা কথাটির অর্থ… 
      সচেতনতা। 

16. ছাত্ররা কোন কিছু বােঝে কিসের ভিত্তিতে?
        মেধার। 

17. শিক্ষা সৃষ্টি করে - - - - - - - 
        ভাল সমাজ। 

18. প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?
        শিক্ষক কেন্দ্রিক। 

19. প্রজেক্ট পদ্ধতির আবিষ্কর্তা কে   
☑️কিল প্যাট্রিক 

20. শিশুরা খেলা করে কেন?
      আনন্দ পাওয়ার জন্য। 

21. যেসব শিশুর বুদ্ধান্ক 25 এর মধ্যে তাদের বলে -
       জড়বুদ্ধি।

22. ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বর কে কোন উচ্চতায় রাখবেন?
      কখনো উঁচু কখনো নিচু। 

23. শিক্ষার্থীদের শাস্তি অপেক্ষা অধিক ফলপ্রসূ?
       পুরস্কার। 

24. শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হল---
      পরিবেশ। 

25. শিশুর যােগ্যতার সঙ্গে কর্ম সম্পাদন করার নাম-------
      দক্ষতা। 

Previous post⤵
CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 6

Post a Comment

0 Comments