CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 7
PEDAGOGY (শিক্ষাবিজ্ঞান)
1. পড়াশুনার বিষয়বস্তু কেমন হওয়া উচিত?
☑ জীবনের সঙ্গে জড়িত।
2. মেয়েদের বৃদ্ধি যে বয়স পর্যন্ত্ত হয়?
☑ 23 বছর।
3. রবীন্দ্র শিক্ষা ভাবনার এক অবদান…
☑ বিশ্বভারতি বিশ্ববিদ্যালয়।
4. শিশুর নিকট কোন চরিত্র উপযােগী?
☑ আদর্শ।
5. ক্লাসে উপস্থিতি কিভাবে নিয়মিত করা যেতে পারে?
☑ কার্যকরি শিক্ষা দানের মাধ্যমে।
6. একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে-
☑ ভালো করে শিক্ষাদানে।
7. একজন শিক্ষক ছাত্রদের সঙ্গে কেমন আচরণ করবে?
☑ বন্ধুর মতাে।
8. শিক্ষা ব্যবস্থায় গ্রেড চালু হয়?
☑ 2009 সালে।
9. বিদ্যালয়ে তােতলা শিশুদের সঙ্গে কিরুপ আচরণ করা হবে?
☑ সহানুভূতিপূর্ন।
10. কোন মানুষ পুর্ণ মনুষত্ব লাভ করতে পারে না…
☑ সমাজ সচেতন না হলে।
11. Heredity Genius নামক বইটি কার লেখা?
☑ গ্যাল্টন।
12. কে শিক্ষককে বাগানের মালির সঙ্গে তুলনা করেছেন?
☑ রুশাে।
13. প্রবৃত্তি তত্ত্বের প্রবর্তক কে?
☑ ম্যাকডুগাল।
14. শিক্ষা চরিত্র গঠন কে বলেছেন?
☑ হাবার্ট।
CHILD DEVELOPMENT AND PEDAGOGY
15. সাক্ষরতা কথাটির অর্থ…
☑ সচেতনতা।
16. ছাত্ররা কোন কিছু বােঝে কিসের ভিত্তিতে?
☑ মেধার।
17. শিক্ষা সৃষ্টি করে - - - - - - -
☑ ভাল সমাজ।
18. প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?
☑ শিক্ষক কেন্দ্রিক।
19. প্রজেক্ট পদ্ধতির আবিষ্কর্তা কে
☑️কিল প্যাট্রিক
20. শিশুরা খেলা করে কেন?
☑ আনন্দ পাওয়ার জন্য।
21. যেসব শিশুর বুদ্ধান্ক 25 এর মধ্যে তাদের বলে -
☑ জড়বুদ্ধি।
22. ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বর কে কোন উচ্চতায় রাখবেন?
☑ কখনো উঁচু কখনো নিচু।
23. শিক্ষার্থীদের শাস্তি অপেক্ষা অধিক ফলপ্রসূ?
☑ পুরস্কার।
24. শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হল---
☑ পরিবেশ।
25. শিশুর যােগ্যতার সঙ্গে কর্ম সম্পাদন করার নাম-------
☑ দক্ষতা।
CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 6
0 Comments
Please do not enter any spam link in the comment box.