Advertisement

Main Ad

HORMONE PART 2

HORMONE

HORMONE (হরমোন)


1. Hormone কথাটি গ্রীক শব্দ হরমাও বা হরম্যাসিন থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ
➡️ জাগ্রত করা বা উত্তেজিত করা।

2. হরমোন আবিষ্কার করেন
➡️ 1905 খ্রীষ্টাব্দে বেলিস ও স্টারলিং।

3. অন্তঃক্ষরা বা এন্ডোক্রিন গ্রন্থি
➡️ পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল

4.বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন হলো
➡️ লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, বৃক্ক ইত্যাদি।

5. মিশ্র বা মিক্সড গ্ল্যান্ড হলো
➡️ অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় ।

6. যে অঙ্গে হরমোন কাজ করে সেটি হলো
➡️ টার্গেট।

7. উদ্ভিদ দেহে হরমোনের প্রধান উৎসস্থল
➡️ ভাজককলা।

8. প্রাণিদেহে হরমোনের প্রধান উৎসস্থল
➡️ অনাল বা অন্তঃক্ষরা বা এন্ডোক্রিন গ্রন্থি।

9. প্রাণিদেহের রাসায়নিক সমন্বয়কারী
➡️ হরমোন ।

10. প্রাণিদেহের ভৌত সমন্বয়কারী
➡️ স্নায়ুতন্ত্র।

11. রাসায়নিক প্রকৃতি অনুসারে বিভিন্ন রকমের হরমােন :
প্রােটিনধর্মী ➡️ গ্রোথ হরমােন (S.T.H), প্যারাথরমােন।
অ্যামাইনােধর্মী ➡️ অ্যাডরিনালিন এবং থাইরক্সিন।
পেপটাইড ধর্মী ➡️ ইনসুলিন, ভেসােপ্রেসিন।
পলিপেটাইডধর্মী ➡️ACTH, থাইমােসিন।
স্টেরয়েড ধর্মী ➡️অ্যালডােস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন।
নাইট্রোজেনঘটিত জৈব অম্ল ➡️ অক্সিন।
নাইট্রোজেনবিহীন জৈব অম্ল ➡️ জিব্বেরেলিন [টারপিনয়েড] ।
নাইট্রোজেনঘটিত জৈব ক্ষার ➡️ কাইনিন [পিউরিন] ।

12. উদ্ভিদ বা ফাইটোহরমোন এর বিভাগ ⬇️
a) প্রাকৃতিক : অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন
b) কৃত্রিম : IPA, IBA, DAA [2,4-D], NAA, MCAA
C) প্রকল্পিত : ফ্লোরিজেন, ডরমিন ও ভারনালিন। 

13.কয়েকটি উদ্ভিদ হরমোনের পুরো নাম:
IPA◾ ইন্ডোল প্রোপিয়ানিক অ্যাসিড ।
IAA◾ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
NAA◾ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড।
IBA◾ইন্ডোল বিউটারিক অ্যাসিড ।
2,4-D◾ডাইক্লোরোফেনেক্সি অ্যাসিটিক অ্যাসিড।
MCAA◾মিথাইল ক্লোরোফেনেক্সি অ্যাসিটিক অ্যাসিড।
GA◾জিব্বেরেলিক অ্যাসিড