Advertisement

Main Ad

CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 6

CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 6

Pedagogy (শিক্ষাবিজ্ঞান)


1. রুশাের প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার প্রধান উপকরন হল---------
    ☑️ প্রকৃতি। 

2. শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম বহন করে
    ☑️ পরিবার। 

3. প্রাচীন শিক্ষা ব্যবস্থার প্রধান ছিল---
    ☑️ শিক্ষক। 

4. বুনিয়াদী শিক্ষার চরকায় সুতাে কাটার পদ্ধতিকে বলে-------
    ☑️ অনুবন্ধন।

5. কোন শিক্ষা  ব্যবস্থায় বর্নভেদের কোন স্থান ছিল না-------
    ☑️ বৌদ্ধ শিক্ষায়। 

6. এডুকেয়ার শব্দটির অর্থ - - - - - 
     ☑️ প্রতিপালন করা। 

7. ইউ.জি.সি কোন শিক্ষার অর্থ যােগানকারি সংস্থা----------
      ☑️ উচ্চশিক্ষার। 

8. শিশু সব কিছু কে জীবন্ত বলে মনে করে একে বলে------------
      ☑️ সর্বপ্রাণবাদ।

9. শিক্ষা হল একটি - - - - - - - - 
      ☑️ গতিশীল প্রক্রিয়া। 

10. ইংরাজি School শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উদ্ভূত----------------
       ☑️ সখোল ।

11. পাঠাগার একটি----------------
       ☑️ সামাজিক প্রতিষ্ঠান। 

12. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত-----
       ☑️ 1800 সালে। 

13. বিদ্যা শব্দটি কোন শব্দ থেকে এসেছে… 
      ☑️ বিদ। 

14. ছাত্র দের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়------
     ☑️ পরিশ্রম। 

15. বুদ্ধি পরিমাপ করার কৌশল-----------
     ☑️ বুদ্ধির অভিক্ষা।

CHILD DEVELOPMENT AND PEDAGOGY

16. একটি বিদ্যালয়ের অবস্থান কীরকম হওয়া উচিত-------
     ☑️ প্রকৃতির মাঝখানে। 

17. International School কে প্রতিষ্ঠা করেন - - 
     ☑️ অরবিন্দ ঘোষ। 

18. "শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম" বলেন-
      ☑️ হর্নি। 

19. শিশুর একটি অপসঙ্গতির আচরণ হল--------
      ☑️ চুরি করা। 

20. দ্বি উপাদান তত্বটি কার-------
      ☑️ স্পিয়ারম্যান। 

21. প্রাক-প্রাথমিক স্তর শিশুর কোন বয়স পর্যন্ত - - 
      ☑️ 5 বছর। 

22. শিক্ষা দ্বারা সৃষ্টি হয় কি - - - - - 
      ☑️ ভাল সমাজ। 

23. মনােবিদ আ্লপোর্ট ব্যক্তিসত্তার কটি শর্ত বলেছেন---------
      ☑️ পাঁচটি। 

24. শেখার জন্য  বেশি দরকার---
       ☑️ ইচ্ছা। 

25. তােমার ক্লাসের বাইরে কোন ছাত্র কোন প্রশ্ন করলে তুমি কি করবে - - - - 
       ☑️ প্রশ্নের উত্তর দেবে। 

To be continue… on⤵

Previous post⤵
CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 5

Post a Comment

0 Comments