|  | 
| Image by-Needpix.com | 
ORGANIC CHEMISTRY (জৈব রসায়ন)
1. জৈব যৌগে কার্বন পরমানুর যোজ্যতা--
         ☑ 4
2. সরলতম ত্রিবন্ধনযুক্ত জৈব যৌগ------
         ☑ অ্যাসিটিলিন
3. জ্বালানি হিসাবে কম বায়ু দূষণ ঘটায়--
         ☑ CNG
4. আচার, চাটনি প্রস্তুতিতে ব্যবহার হয় - - -
         ☑ ভিনিগার
5. শ্মেলিং সল্ট তৈরী করতে ব্যবহৃত হয়--
         ☑ NH3
6. অ্যাসিটিক অ্যাসিড এর কার্যকরী গ্রুপ - 
         ☑ [-COOH] 
7. কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি - - -
        ☑ কার্বন 
8. CH3CH2CH3 এর IUPAC নাম কি - - 
        ☑ প্রোপেন ।
9. আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা আছে - - -
       ☑ মিথেন (মার্শ গ্যাস) ।
10. একটি জৈব গ্রীনহাউস গ্যাস - - - - - - 
       ☑ মিথেন ।
11. CNG এর পুরো নাম - - - - - - - -
       ☑ Compressed Natural Gas
12. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমানুর সংখ্যা - - - 
       ☑ 4
13. দুটি হাইড্রোজেন পরমানুযুক্ত একটিই হাড্রোকার্বনের গঠন - - - - 
       ☑  H−C≡C−H
14. ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহার হয়---
      ☑ অ্যাসিটিলিন 
15. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকাইনের আনবিক সংকেত---
ORGANIC CHEMISTRY
16. প্রোপিলিনের C-C-C কোনের মাপ---
      ☑ 123.9 ডিগ্রি। 
17. ক্লোরিনের সাথে মিথেন এর বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন যৌগের সংকেত কি? 
      ☑ CH3Cl (মিথাইল ক্লোরাইড) ।
18. একটি জীবজ অণুর উদাহরণ - - - 
      ☑   মিথেন 
19. অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো---
      ☑ CnH2n-2
20. সমসংখ্যক কার্বন পরমানুযুক্ত অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমানু সংখ্যার পার্থক্য কত? 
      ☑   2
21. ইথিলিন অণুতে H-C-H কোণের মান কতো? 
      ☑  120 ডিগ্রি।
22. মিথেন অণুতে H-C-H কোণের মান কত? 
      ☑ 109 ডিগ্রি 28 মিনিট।
23. বর্তমানে যানবাহনে ডিজেল ও পেট্রোলের বিকল্প জ্বালানি হিসেবে কী ব্যবহার হচ্ছে? 
       ☑ CNG
24. ইথাইল অ্যালকোহলে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত - - - - - - 
       ☑  [  - OH ] 
25. অ্যাসিটালডিহাইড যৌগে কার্যকরী গ্রুপের সংকেত-------------
       ☑  [ - CHO ]



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1 Comments
অসাধারন প্রশ্ন স্যার
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.