WBCS MEDIVIEAL HISTORY
1. মোঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা কে?
   ☑️ জহিরুদ্দিন মহম্মদ বাবর (1526)। 
2. মোঙ্গলদের আদি বাসস্থান কোথায়?
   ☑️ মঙ্গোলিয়ায়।
3. তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কী?
    ☑️ বাঘ।
4. চেঙ্গিস কথার অর্থ কি?
    ☑️ অসীম শক্তিধর।
5. বাবরের পিতার নাম কী?
    ☑️ ওমর শেখ মির্জা।
6. কবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
    ☑️ 1527 খ্রীষ্টাব্দে বাবরের সঙ্গে সংগ্রাম সিংহের। 
    ☑️সংগ্রাম সিংহ। 
7. হুমায়ুন কথার অর্থ কী?
    ☑️ভাগ্যবান।
8. কবে কাদের মধ্যে দাদরার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
    ☑️ 1532 খ্রীষ্টাব্দে হুমায়ুন ও মামুদ লোদীর সঙ্গে। 
    ☑️ মামুদ লোদী।
9. কবে কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
    ☑️ 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। 
    ☑️ হুমায়ুন।
10. বিল্বগ্রাম বা কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়? এই যুদ্ধ দ্বারা ভারতে কোন বংশের প্রতিষ্ঠা হয়? 
     ☑️ 1540 খ্রীষ্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে।  
     ☑️ শূর বংশ প্রতিষ্ঠিত হয়।
11. শেরশাহের বাল্য নাম কী?
    ☑️ ফরিদ খাঁ।
12. শেরশাহের পিতার নাম কী?
     ☑️ হাসান খাঁ।
13. হাসান খাঁ কোথাকার জায়গীর ছিলেন?
    ☑️ সাসারামের। 
14. কে পাট্টা ও কবুলিয়ত প্রচলন করেন?
    ☑️ শেরশাহ।
15. দাম নামক মুদ্রার প্রচলন কে করেন?
    ☑️ শেরশাহ।
16. গ্রাণ্ড-ট্রাঙ্ক রোড রাস্তাটি কে নির্মাণ করেন?
    ☑️ শেরশাহ।
17. কে সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাকচলাচল প্রবর্তন করেন?
    ☑️ শেরশাহ।
18. শেরশাহের সেনাপতির নাম কী?
    ☑️ ব্রহ্মজিৎ গৌড়।
19. কবে কোথায় আকবরের জন্ম হয়?
    ☑️ 1542 খ্রিস্টাব্দে অমরকোটে।
20. কত বছর বয়সে আকবর দিল্লীর সিংহাসনে বসেন?
    ☑️ 1556 খ্রীষ্টাব্দে 13 বছর বয়সে।
WBCS MEDIVIEAL HISTORY
21. আকবরের অভিভাবকের নাম কী?
    ☑️ বৈরাম খাঁ।
22. কবে কাদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
    ☑️ 1556 খ্রিস্টাব্দে আদিলশাহের হিন্দু সেনাপতি হিমুর সঙ্গে আকবরের।           
     ☑️ হিমু।
23. আকবর কবে বাংলা জয় করেন?
     ☑️ 1576 খ্রীষ্টাব্দে।
24. আকবর কবে আসীরগড় দূর্গ জয় করেন?
     ☑️ 1601 খ্রীষ্টাব্দে।
25. রাজস্ব সংস্কার বিষয়ে আকবরের প্রধান পরামর্শদাতা কে ছিলেন?
     ☑️ টোডরমল।
26. মনসব কথার অর্থ কী?
    ☑️ পদমর্যাদা।
27. মনসবদারী ব্যবস্থার কে প্রবর্তন করেন?
     ☑️ আকবর।
28. কবে কোথায় আকবর ইবাদৎখানা প্রতিষ্ঠা করেন?
     ☑️ 1575 খ্রীষ্টাব্দে ।
     ☑️ ফতেপুর সিক্রিতে।
29. কে কবে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন?
     ☑️ 1582 খ্রীষ্টাব্দে আকবর দীন-ই-ইলাহী প্রবর্তন করেন।
30. রামচরিত মানস গ্রন্থটির রচয়িতা কে?
    ☑️ তুলসীদাস।
31. সুরসাগর গ্রন্থের রচয়িতা কে?
     ☑️ সুরদাস।
32. আকবরের দরবারের সর্বশ্রেষ্ঠ সংগীতজ্ঞ কে ছিলেন? 
     ☑️ তানসেন।
33. ‘নুরজাহান’ শব্দের অর্থ কী?
    ☑️ জগতের আলো।
34. নুরজাহানের পূর্ব নাম কী ছিল?
     ☑️ মেহেরুন্নিসা।
35. কবে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর দূত জাহাঙ্গীরের রাজসভায় আসেন8? তার নাম কী?
    ☑️ 1608 খ্রীষ্টাব্দে,24 আগস্ট। 
    ☑️ উইলিয়াম হকিন্স।
36. কবে প্রথম জেমসের দূত জাহাঙ্গীরের রাজসভায় আসেন? তার নাম কী?
    ☑️ 1615 খ্রীষ্টাব্দে। 
    ☑️ টমাস রো।
37. সামুগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
    ☑️1658 খীষ্টাব্দে ঔরঙ্গজেব ও দারার মধ্যে।
38. খাজোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
    ☑️ 1659 খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব ও সুজার মধ্যে।
39. দেওয়াই –এর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
    ☑️ 1659 খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব ও দারার মধ্যে।
40. কে কবে ‘আলমগীর বাদশাহ গাজী’ উপাধি ধারণ করেন?
    ☑️ 1659 খ্রীষ্টাব্দ ঔরঙ্গজেব।
41. শাজাহান কবে মারা যান?
    ☑️ 1666 খ্রীষ্টাব্দে।
42. সৎনামী বিদ্রোহ কার সময়ে হয়? 
     ☑️ ঔরঙ্গজেব (বিদ্রোহের নেতা - গরীবহাড়া) ।
43. ঔরঙ্গজেব কবে কোন শিখগুরুকে প্রাণদণ্ড দেন?
     ☑️ গুরু তেগবাহাদুর(1675)  ।
44. শিখদের দশম গুরুর নাম কী? তাঁর গঠিত বাহিনীর নাম কী?
     ☑️ গুরু গোবিন্দ সিং। 
     ☑️খালসা। 
45. কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়?
     ☑️ 1665 খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব ও শিবাজীর( জয় সিংহ) মধ্যে।
To be continued…. 
MEDIVIEAL HISTORY OF INDIA PART 4
MEDIVIEAL HISTORY OF INDIA PART 4
Previous post.. 
MEDIVIEAL HISTORY OF INDIA PART 2
MEDIVIEAL HISTORY OF INDIA PART 2

 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
0 Comments
Please do not enter any spam link in the comment box.