Advertisement

Main Ad

MADHYAMIK SOLVED QUESTIONS

madhyamik-soloved-question
MP solved question 

      MADHYAMIK EXAM 2020


1. ‘রাসায়নিক বিবর্তনবাদের’ স্রষ্টা....➡️ ওপারিন - হ্যালডেন
         
2. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা….➡️ ওপারিন ।    

3. বিবর্তন সংক্রান্ত 'প্রাকৃতিক নির্বাচনবাদ' -এর প্রবক্তা - - - - - ➡️ ডারউইন।
         
4. আধুনিক ঘোড়ার জীবাশ্ম-----➡️ ইকুয়াস। 
            
5. অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণির প্রাণীদের তা হল------➡️ সরীসৃপ। 
         
6. ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হল - - - - ➡️ প্রাকৃতিক নির্বাচন। 

7. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃন্ডযুক্ত প্রাণীটি হল-----➡️ মাছ। 

8. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন-----------➡️ ভাইসম্যান। 

9. প্রাচীনতম ঘোড়ার জীবাশ্ম --------➡️ ইওহিপ্পাস। 

10. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবর্তক হলেন….➡️ ল্যামার্ক। 

11. আর্কিওপটেরিক্স-এর জীবাশ্ম যে দুটি শ্রেণির প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হল--------➡️ সরীসৃপ ও পক্ষী। 

13. নিউম্যাটোফোর দেখা যায়-----➡️ সুন্দরী গাছে। 
14. মৌমাছির বাৰ্তা প্রদানের নৃত্য--➡️ '8'আকৃতির। 

15. মাছের দেহের মেরুদন্ডের দুপাশে অবস্থিত 'v' আকৃতির পেশিকে বলে---➡️ মায়োটোম পেশি। 

16. মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকটি হল-
➡️ রেটিয়া মিরাবিলিয়া


MADHYAMIK EXAM 2020

17. যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না,তা হলো-----➡️ জরায়ুজ 
অঙ্কুরোদগম। 

18. 'যোগ্যতমের উদৰ্তন’ -------➡️ ডারউইন।

19. রেড গ্ৰন্থি থাকে -------➡️ মাছের। 

20. নিউম্যাটোফোর হলো -----➡️ শ্বাসরন্ধ্র। 

21. উটের দেহকোশে জল সরবরাহ হয়---➡️ কুঁজের চর্বি থেকে। 

22. মৌমাছির নৃত্য প্রদর্শনের ব্যাখ্যা দেন ---➡️ কার্ল ভন ফ্রিশ।  

23. পায়রার দেহে বায়ুথলির সংখ্যা----➡️ 9 টি। 

24. উটের RBC ------➡️ অভিস্রবন চাপ সহনে সক্ষম। 

25. মৌমাছির নৃত্য প্রদর্শন হল-----➡️ আচরণ গত অভিযোজন। 

26. ঘোড়ার বিবর্তনের পর্যায় হলো---➡️ 
ইওহিপ্পাস - মেসোহিপ্পাস - মেরিচিপ্পাস - প্লায়োহিপ্পাস-ইকুয়াস ।

27. মিলার - উরে পরীক্ষায় মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার অনুপাত----➡️ 2:2:1

28. অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম----➡️ ডারউইন 

29. উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য ---➡️ ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত। 

30. আদি ঘোড়ার কোন আঙুল বর্তমানে ক্ষুরে রুপান্তরিত হয়েছে--------➡️ তৃতীয়। 

To be continued.. 


Post a Comment

11 Comments

Please do not enter any spam link in the comment box.