MP solved question |
MADHYAMIK EXAM 2020
1. ‘রাসায়নিক বিবর্তনবাদের’ স্রষ্টা....➡️ ওপারিন - হ্যালডেন।
2. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা….➡️ ওপারিন ।
3. বিবর্তন সংক্রান্ত 'প্রাকৃতিক নির্বাচনবাদ' -এর প্রবক্তা - - - - - ➡️ ডারউইন।
4. আধুনিক ঘোড়ার জীবাশ্ম-----➡️ ইকুয়াস।
5. অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণির প্রাণীদের তা হল------➡️ সরীসৃপ।
6. ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হল - - - - ➡️ প্রাকৃতিক নির্বাচন।
7. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃন্ডযুক্ত প্রাণীটি হল-----➡️ মাছ।
8. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন-----------➡️ ভাইসম্যান।
9. প্রাচীনতম ঘোড়ার জীবাশ্ম --------➡️ ইওহিপ্পাস।
10. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবর্তক হলেন….➡️ ল্যামার্ক।
11. আর্কিওপটেরিক্স-এর জীবাশ্ম যে দুটি শ্রেণির প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হল--------➡️ সরীসৃপ ও পক্ষী।
13. নিউম্যাটোফোর দেখা যায়-----➡️ সুন্দরী গাছে।
14. মৌমাছির বাৰ্তা প্রদানের নৃত্য--➡️ '8'আকৃতির।
15. মাছের দেহের মেরুদন্ডের দুপাশে অবস্থিত 'v' আকৃতির পেশিকে বলে---➡️ মায়োটোম পেশি।
16. মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকটি হল-
➡️ রেটিয়া মিরাবিলিয়া
MADHYAMIK EXAM 2020
17. যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না,তা হলো-----➡️ জরায়ুজ
অঙ্কুরোদগম।
18. 'যোগ্যতমের উদৰ্তন’ -------➡️ ডারউইন।
19. রেড গ্ৰন্থি থাকে -------➡️ মাছের।
20. নিউম্যাটোফোর হলো -----➡️ শ্বাসরন্ধ্র।
21. উটের দেহকোশে জল সরবরাহ হয়---➡️ কুঁজের চর্বি থেকে।
22. মৌমাছির নৃত্য প্রদর্শনের ব্যাখ্যা দেন ---➡️ কার্ল ভন ফ্রিশ।
23. পায়রার দেহে বায়ুথলির সংখ্যা----➡️ 9 টি।
24. উটের RBC ------➡️ অভিস্রবন চাপ সহনে সক্ষম।
25. মৌমাছির নৃত্য প্রদর্শন হল-----➡️ আচরণ গত অভিযোজন।
26. ঘোড়ার বিবর্তনের পর্যায় হলো---➡️
ইওহিপ্পাস - মেসোহিপ্পাস - মেরিচিপ্পাস - প্লায়োহিপ্পাস-ইকুয়াস ।
27. মিলার - উরে পরীক্ষায় মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার অনুপাত----➡️ 2:2:1
28. অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম----➡️ ডারউইন
29. উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য ---➡️ ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত।
30. আদি ঘোড়ার কোন আঙুল বর্তমানে ক্ষুরে রুপান্তরিত হয়েছে--------➡️ তৃতীয়।
To be continued..
11 Comments
Outstanding questions sir. ..it is helpful to us
ReplyDeleteThank you. Always welcome
DeleteThank you. Always keep in touch.
ReplyDeleteNice question
ReplyDeleteMost important question
ReplyDeleteExcellent
ReplyDeleteThank you
DeleteExcellent.very useful
ReplyDeleteWell come
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteWell come
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.