Advertisement

Main Ad

MODERN HISTORY OF INDIA PART-6

MODERN HISTORY OF INDIA 🇮🇳

MODERN HISTORY OF INDIA 🇮🇳

1. রমেশচন্দ্র দত্তের লেখা দুটি উপন্যাসের নাম লেখ।
উঃ মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা।

2. দ্বিজেন্দ্রলাল রায়ের একটি নাটকের নাম লেখ। 
উঃ সিরাজদৌল্লা।

3.নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার শাসনকালে পাশ করা হয়?
উঃ লর্ড নর্থব্রুকের শাসনকালে।

4.জমিদার সভার প্রতিষ্ঠাতা কে?
উঃ দ্বারকানাথ ঠাকুর।

5.জমিদার সভার প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।

6.দি বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটির প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ জর্জ টমসন।

7.ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি কোথায় কে প্রতিষ্ঠা করেন?
উঃ উইলিয়াম অ্যাডাম লন্ডনে প্রতিষ্ঠা করেন।

8.ব্রিটিশ ইণ্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

9.কোন দুটি সমিতি ব্রিটিশ ইণ্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে যায়?
উঃ জমিদার সভা এবং ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি।

10.‘সার্বজনিক সভা’ কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ মহাদেব গোবিন্দ রাণাডে মহারাষ্ট্রের পুণা শহরে।

11.মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ মাদ্রাজ শহরে। প্রাণপুরুষ ছিলেন গজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি।

12.ইষ্ট ইণ্ডিয়া অ্যাসোসিয়েশন কে কোথায় স্থাপন করেন?
উঃ দাদাভাই নওরোজি লণ্ডনে স্থাপন করেন।

13.প্রাক্‌ কংগ্রেস যুগের জাতীয় প্রতিষ্ঠানগুলির মধ্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী ছিল?কত সালে এটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা।প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ খ্রীষ্টাব্দে।

14.কোন বিখ্যাত ভারতীয় নেতাকে সিভিল সার্ভিস থেকে বহিষ্কার করা হয়?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

15.‘ভার্ণাকুলার প্রেস অ্যাক্ট’ কে প্রবর্তন করেন?
উঃ গভর্নর জেনারেল লিটন।

16.হিন্দু মেলার উদ্যোক্তা কারা?
উঃ রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।

17.‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শিশিরকুমার ঘোষ।

18.ভারতে নীল চাষ প্রথম শুরু হয় কবে?
উঃ ১৭৭৯ খ্রীষ্টাব্দে।

19.কোন আইনে কোম্পানীর একচেটিয়া ব্যবসার লোপ পায়?
উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দের চার্টার আইনে।

20.নীলদর্পণের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল?
উঃ জেমস লং এর নামে।

21.‘বাংলার নানা সাহেব’ কাকে বলা হয়?
উঃ নড়াইলের রামরতন মল্লিককে।

22.কত খ্রীষ্টাব্দে বঙ্গীয় নীল কমিশন বসে?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।

23.দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন?
উঃ ভাইসরয় লিটন।

24.কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ডাফরিন।

25.কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী?
উঃ বদরুদ্দিন তায়েবজী।

26.ডেকান রায়ট কবে সংঘটিত হয়?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে।

27.বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকর হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে।

28.বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

29.সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কৃষ্ণকুমার মিত্র।

30. বঙ্গভঙ্গের পর প্রথম কে পূর্ব-ভারতের গভর্নর হন?
উঃ ব্রমফিল্ড ফুলার।

31.ফেডারেশান হলের ভিত্তি কবে স্থাপিত হয়েছিল?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর।

32.ফেডারেশান হল এর সভায় পৌরহিত্য কে করেন?
উঃ আনন্দমোহন বসু।

33.রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

34. জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালের ১৪ই আগস্ট।

35. জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?
উঃ শ্রী অরবিন্দ ঘোষ।

36.স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি কারখানার নাম লেখ।
উঃ বেঙ্গল কেমিক্যাল্‌স্‌।

37. কোন সালে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দলের মধ্যে বিচ্ছেদ ঘটে?
উঃ ১৯০৭ সালে।

38. ‘গণপতি ও শিবাজী উৎসব’ কে জনপ্রিয় করে তোলেন?
উঃ বাল গঙ্গাধর তিলক।

39. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?
উঃ লালা লাজপৎ রায়।

40.অরবিন্দ ঘোষ কোন ইংরেজি পত্রিকার সম্পাদনা করেন?
উঃ বন্দেমাতরম পত্রিকার।

41.নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রবর্তক কে?
উঃ বিপিনচন্দ্র পাল।

42.বাল গঙ্গাধর তিলক কোন কোন পত্রিকা সম্পাদনা করেন?
উঃ মারাঠা এবং কেশরী।

43. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – এই উক্তিটি কার?
উঃ বাল গঙ্গাধর তিলকের উক্তি।

44. ‘ভবানী মন্দির’ গ্রন্থটির লেখক কে?
উঃ অরবিন্দ ঘোষে।

45. ‘নিউ ইণ্ডিয়া’ পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ বিপিনচন্দ্র পাল।

46. লালা লাজপৎ রায়ের লেখা দুটি গ্রন্থের নাম লেখ।
উঃ ইয়ং ইণ্ডিয়া এবং ইংল্যাণ্ডস ডেট টু ইণ্ডিয়া।

47.কোন মামলায় অরবিন্দ ঘোষ সরকার কর্তৃক অভিযুক্ত হন?
উঃ আলিপুর বোমার মামলায়।

48.‘ভারত আত্মা’ কার লেখা?
উঃ বিপিনচন্দ্র পালের লেখা।

49. মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের জনক কে ছিলেন?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে।

50.‘অভিনব ভারত’ কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ বিনায়ক দামোদর সাভারকার, মহারাষ্ট্রে।

To be continued on…..


  Previous posts on this topic are bellow...



Post a Comment

0 Comments