ENVIRONMENT SCIENCE PRIMARY-UPPER PRIMARY TET
a. ধুলাে
b. ঝুল
c. ওজোন ☑
d. ধোঁয়া
2. অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হল
a. SPM বৃদ্ধিতে
b. শব্দের বৃদ্ধিতে
c. গ্রিন হাউস বৃদ্ধিতে
d. ইউট্রফিকেশন ☑
3. কৃষিক্ষেত্রে ব্যবহার করা কীটনাশক হল
a. SO2
b. এনড্রিন ☑
C. PAN
d. CH4
4. শব্দ দূষণ বিচারের মাপকাঠি হল
a. 40-50 dB
b. 50-70 dB
c. 70-100 dB ☑
d. 20-1000 dB
5. পপুলেশনে জন্ম-মৃত্যুর শতকরা অনুপাতকে বলে
a. লিংকন সূচক
b. ভাইটাল সূচক ☑
C. a ও b উভয়েই
d. কোনােটিই নয়
6. জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধি হারের লেখচিত্র হল
a. S-আকৃতির
b. দুটোই
c. J-আকৃতির ☑
d. কোনােটিই নয়
7. পপুলেশন ঘনত্ব গণনা করা যায় যার সাহায্যে
a. D=N/S ☑
b. D= S/N
C. D=W/S
d. D=S/W
8 . স্থিতিশীল পপুলেশনের অর্থ হল
a. মৃত্যুহার > জন্মহার
b. মৃত্যুহার < জন্মহার
C. জন্মহার = মৃত্যুহার ☑
d. কোনােটিই নয়
9. প্রাকৃতিক বৃক্ক হল
a. জলাভূমি ☑
b. মরুভূমি
C. সমভূমি
d. মালভূমি
10. পপুলেশন বৃদ্ধিতে বাস্ট দেখা যায়
a. S-আকৃতিতে
b. J আকৃতিতে ☑
c. দুটোতেই
d. কোনােটিই নয়
11 . লজিস্টিক বৃদ্ধির লেখচিত্র হল
a. অনুভূমিক
b. s-আকৃতির ☑
c. J-আকৃতির
d. কোনােটিই নয়
12. পপুলেশন ধারণ ক্ষমতায় পৌছালে সেক্ষেত্রে
a. জন্মহার < মৃত্যুহার
b. কোনােটিই নয়
c. জন্মহার > মৃত্যুহার ☑
d. জন্মহার = মৃত্যুহার
13. নির্দিষ্ট সময়ে পপুলেশনের বৃদ্ধির হারের সূত্র হল
a. dt/dN = rN
b. dt/rN = dN ☑
c. dN/dt = rN
d. rN/dN=dt
14. নীচের কোন রােগে ইনহেলার ব্যবহার করা হয়?
a. ক্যানসার
b. অ্যাজমা ☑
c. ব্রংকাইটিস
d. AIDS
15. কেমােথেরাপি দেওয়া হয় নীচের কোন্ রােগে?
a. আমাশয়
b. ক্যানসার ☑
c. অ্যাজমা
d. ব্রংকাইটিস
16. শূন্য পপুলেশনযুক্ত ভারতীয় রাজ্য হল
a. পশ্চিমবঙ্গ
b. কেরালা ☑
c. বিহার
d. উত্তরপ্রদেশ
17. নীচের কোনটি ক্যানসার নয়?
a. লিম্ফোমা
b. কারসিনােমা
c. সারকোমা
d. গ্লুকোমা ☑
18. নীচের যার জন্য ক্যানসার হয়
a. মেটাস্ট্যাসিস
b. কারসিনােমা
c. কারসিনােজেন ☑
d. প্রােটোঅঙ্কোজিন
19. পপুলেশন দিবস হল
a. 11 জুলাই ☑
b. 5 মে
c. 21 আগস্ট
d. 1 ডিসেম্বর
20. একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভূক্ত সকল জীবকে একত্রে বলা হয়
a. কমিউনিটি
b. পপুলেশন ☑
c. ফ্লোরা
d. ফনা
21. পপুলেশন এর গভীর অর্থ self Perpetuation
Unit, এটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন?
a. Malthus ☑
b. Mbium
c. Spencer
d. Odum
22. B+ I> D + E এর সাহায্যে বাঝায় জনসংখ্যা
a. ক্রমবর্ধমান
b. কোনােটিই নয়
c. স্থিতিশীল ☑
d. ব্ৰমহ্রাসমান
23. কুইনাইন কোন্ রােগের ওষুধ?
a. নিউমােনিয়া
b. ম্যালেরিয়া ☑
c. অ্যাজমা
d. টাইফয়েড
24. B + I< D + E এর সাহায্যে বােঝায় জনসংখ্যা
a. ক্ৰমবর্ধমান
b. ক্ৰমহ্রাসমান ☑
c. স্থিতিশীল
d. কোনােটিই নয়
25. বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা বড়াে সমস্যা কোনটি?
a. জনবিস্ফোরণ ☑
b. দূষণ
c. অরণ্য হ্রাস
d. দুর্যোগ
26. জীবসংখ্যায় অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ করা যায়
a. জৈবিক ক্ষমতার অনুপস্থিতি
b. একটি স্থির ধারণ ক্ষমতা
c. পরিবেশগত বাধার অনুপস্থিতি ☑
d. প্রচুর পরিবেশগত গঠন
27. ব্ৰঙ্কাইটিস রােগে ক্ষতিগ্রস্ত হয়
a. পরিপাকতন্ত্র
b. হৎপিন্ড
c. মস্তিষ্ক
d. শ্বাসতন্ত্র ☑
28. হাঁপানির একটি জৈব কারণ হল
a. PVC
b. প্যারসিটামল
c. পরাগরেণু ☑
d. রাসায়নিক যৌগ
29. COPD হয়।
a. শব্দ দুষণের ফলে
b. তেজস্ক্রিয় দূষণের ফলে
c. বায়ু দূষণের ফলে ☑
d. জল দূষণের ফলে
30. হাঁপানির কারণ হল
a. ফুসফুসের প্রদাহ
b. রক্তে CO, এর পরিমাণ বেশি
c. ক্রোমশাখা ও উপক্রোমশাখার প্রদাহ ☑
d. ভাইরাস সংক্রমণ
1 Comments
Just.. Outstanding.
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.