পরিবেশ বিজ্ঞান
1. AIDS এর পুরো নাম কী?
উঃ Acquird Immunodeficiency Syndrome (অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম)।
2. টিউবওয়েলের জলে যে দুটি মৌলের উপস্থিতি স্বাস্থ্য সমস্যার কারণ হয়েছে সেগুলি কী কী?
উঃ আর্সেনিক, ক্যাডমিয়াম।
3. কবে এবং কোথায় জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ 1971 সালে ইরাণের রামসার-এ।
4. ভারতবর্ষের দুটি জায়গার নাম কর যেখানে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ ট্রম্বে ও রানাপ্রতাপসাগর।
5. 2004 সালের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় কোনটি? সেটির উৎপত্তিস্থল কোথায় ছিল?
উঃ সুনামি। ভারত মহাসাগরের সুমাত্রা, জাভা।
6. অশ্বজীবমণ্ডল বলতে কী বোঝ?
উঃ অশ্বজীবমণ্ডল হল ভূ-পৃষ্ঠের কয়েক মিটার গভীরতা পর্যন্ত এবং কয়েক হাজার মিটার পর্বতপৃষ্ঠ পর্যন্ত পরিধি।
7. জৈবসম্পদ কী?
উঃ আমাদের জীবনে অপরিহার্য প্রাণী ও উদ্ভিদজাত সম্পদকে জৈব সম্পদ বলা হয়।
8. গৌণ উৎপাদনশীলতা কী?
উঃ যে হারে প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় খাদকশ্রেণী যথাক্রমে পরবর্তী নীচের স্তরের খাদ্য গ্রহণ করে জীবভর উৎপাদন করে তাকে গৌণ উৎপাদনশীলতা বলে।
9. গ্রীন বেঞ্চ কী?
উঃ সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট পরিবেশ সম্পর্কিত মামলা নিষ্পত্তি করার জন্য 1986 সালে যে নতুন বেঞ্চ গঠন করা হয় তা গ্রীন বেঞ্চ নামে খ্যাত।
10. ধোঁয়াশা কী?
উঃ গাড়ি, কারখানার চিমনি ও উনুনের ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে যে কুয়াশাচ্ছন্ন অবস্থার সৃষ্টি করে তাকে ধোঁয়াশা বলে।
11. ভারতের প্রধান প্রধান পরিবেশ আইন সমূহের চারটির নাম কর।
উঃ দি ওয়াইল্ড লাইফ অ্যাক্ট-1972,
দি ওয়াটার অ্যাক্ট-1974,
দি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট-1984,
দি এয়ার অ্যাক্ট-1981
12. ECOLOGY শব্দটি যে দুটি গ্রীক শব্দ থেকে এসছে তার অর্থ কী?
উঃ গ্রীক শব্দ ওইকস্ (Oikos) যার অর্থ হল বাসস্থান, এবং লোগোস (Logos) যার অর্থ হল জ্ঞান, এই দুই এর মিশ্রণে ইকোলজি শব্দটি গঠিত।
13. কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার অপকারীও বটে?
উঃ কার্বন ডাই অক্সাইড।
14. মৃগকানন আছে পশ্চিমবঙ্গের এমন দুটি স্থানের নাম লেখ।
উঃ বেথুয়াডহরি, বল্লভপুর।
15. ভারতের বন আইন কবে প্রচলিত হয়?
উঃ 1980 সালে।
16. বায়ুমণ্ডলের কোন গ্যাসটি অম্লবৃষ্টির জন্য দায়ী?
উঃ সালফার ডাই অক্সাইড, ও নাইট্রোজেন অক্সাইড।
17. মিনামাটা বিপর্যয়ের জন্য কোন মৌলটি দায়ী?
উঃ পারদ।
18. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল?
উঃ ১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর।
19. সাইলেণ্ট ভ্যালী কোথায় অবস্থিত?
উঃ কেরালায়।
20. ফ্লাই অ্যাস বা উড়ন্ত ছাই-এর প্রধান উৎস কী?
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।
21. ভারতের খরা প্রবণ অঞ্চলগুলির নাম লেখ।
উঃ রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা
22. সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী?
উঃ সচতেনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা।
23. ভূগর্ভস্থ জলের অত্যাধিক উত্তোলনের জন্য কী কী সমস্যা হয়?
উঃ গ্রীষ্মকালে পানীয় জলের অভাব, মাটির রূপান্তর।
24. গ্রীন হাউস প্রভাব না থাকলে কী হত?
উঃ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেত না।
25. পরিবেশ নীতির ভিত্তি কী?
উঃ সুষ্ঠ পরিবেশ সংরক্ষণ।
26. জার্ম প্লাজম সংরক্ষণের গুরুত্ব কী কী?
উঃ ক। জনবিস্ফোরণের চাপে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এবং মানুষের কল্যাণে জার্মপ্লাজম সংরক্ষণ জরুরী।
খ। জার্মপ্লাজম সংরক্ষণের জন্য বিশেষ গুণসম্পন্ন শস্য উৎপাদন সম্ভব হয়েছে ও সবুজ বিপ্লব ঘটেছে।
27. দুটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।
উঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন।
28. MIC কী?
উঃ Methyl Isocyanate (মিথাইল আইসোসায়ানেট)।
29. BOD ও COD বলতে কী বোঝ?
উঃ B.O.D বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমাণ্ড বা জীব রাসায়নিক চাহিদা বলতে জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবদের স্বাভাবিক কাজকর্ম ও বাড়বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বোঝায়।
জলে উপস্থিত বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের সম্পূর্ণ জারণের জন্য যে অক্সিজেনের চাহিদা তাকে C.O.D বা কেমিক্যাল অক্সিজেন ডিমাণ্ড বলে।
30. চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? ঐ আন্দোলন প্রথম কোথায় শুরু হয়?
উঃ সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্ট।উত্তরাখন্ড ।
31. মাত্রা সম্পাত সম্পর্ক ও নিরাপদ মাত্রা বলতে কী বোঝ?
উঃ বস্তুর বা দূষকের মাত্রা ও তার সম্পাদকালের উপর নির্ভর করে যে বিভিন্ন রকমের মাত্রা নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় মাত্রা সম্পাত সম্পর্ক।
যে দূষক একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করে এবং জীবকূলের উপর প্রভাব ফেলে সেই নির্দিষ্ট সহনশীল মাত্রা হল নিরাপদ মাত্রা।
32. চারটি দূষণ মুক্ত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
উঃ সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটা শক্তি, জলশক্তি।
33. মৃত্তিকাক্ষয় বলতে কী বোঝ? বিভিন্ন ধরণের মৃত্তিকাক্ষয়ের নামগুলি উল্লেখ কর।
উঃ বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে মাটির উপরিভাগে মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় বলে।
মৃত্তিকা ক্ষয় তিন প্রকার। যথা- শিট মৃত্তিকা ক্ষয়, রিল মৃত্তিকা ক্ষয় ও নালী মৃত্তিকা ক্ষয়।
34. ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে খাদ্যশৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে। যেমন–
পচাপাতা → ক্ষুদ্র জলজ প্রাণী → ছোট মাছ → বড় মাছ।
35. শিলাস্তরে সিমা-র দুইটি প্রধান উপাদানের নাম লেখ।
উঃ সিলিকন ও অ্যালুমিনিয়াম।
36. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত?
উঃ 0.03 শতাংশ।
37. ট্রপোস্ফিয়ারে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা পরিবর্তনের হার কী?
উঃ গড়ে 6.5 ডিগ্রী সেন্টিগ্রেড করে কমে।
38. বায়ুসংস্থান শব্দটি প্রথম কে এবং কোন সালে ব্যবহার করেন?
উঃ 1869 সালে জার্মান বিজ্ঞানী আরনস্ট হেকেল।
39. একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ দাও।
উঃ ছত্রাক।
40. পর্ণমোচী বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ চওড়া পাতাযুক্ত সুউচ্চ বৃক্ষ, শীতের প্রাক্কালে পাতা ঝড়ে যায় ও বসন্তে নতুন পাতা নির্গত হয়।
41. দুইটি প্রধান জৈব সম্পদের নাম লেখ।
উঃ কৃষি ও কৃষিজাত দ্রব্য, সামুদ্রিক শৈবাল।
42. NWDB-র পুরো নাম কী?
উঃ National Wasteland Development Board.
43. ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয়?
উঃ রিখ্টার স্কেলে।
44. ঘূর্ণবাত কী?
উঃ পৃথিবীপৃষ্ঠের উপর তাপের বৈষম্যের জন্য বায়ুর চাপের বৈষম্য লক্ষ করা যায়। এই বৈষম্য দূর করার জন্য বা চাপের সমতা রক্ষার জন্য চতুর্দিকে উচ্চচাপযুক্ত শীতল বায়ু, একটি কেন্দ্রের অভিমুখে ধাবিত হয় এবং সে কেন্দ্রে প্রবেশ করে উষ্ণ ও ঊর্ধ্বমুখী হয়। এই কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণবাত বলে।
45. PAN – বলতে কী বোঝ?
উঃ Peroxyacetyl Nitrate (পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট)।
46. বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের উর্দ্ধসীমা কত?
উঃ 0.05 mg
47. কয়েকটি প্রচলিত শক্তি উৎসের নাম লেখ।
উঃ কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।
48. ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?
উঃ CFC.
49. একটি বিপন্ন প্রজাতির নাম লেখ।
উঃ একশৃঙ্গ গণ্ডার।
50. ভূপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী মূল রাসায়নিক জৈবটির নাম কী?
উঃ MIC
51. অ্যালবেডো কী?
উঃ পৃথিবীর বায়ুমণ্ডলে সাধারণতঃ তাপের সমতা রক্ষিত হয়। সৌরশক্তির যে অংশ বায়ুমণ্ডলে পৌঁছায় তাকে 100শতাংশ ধরা হলে আগত সৌরশক্তি বিকিরণের 34 শতাংশ বায়ুমণ্ডলের মেঘ, ধূলিকণা ইতাদি থেকে প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গ রূপে পুনরায় মহাকাশে ফিরে যায়। একে অ্যালবেডো বলে।
52. অ্যাকুইফার কী?
উঃ প্রবেশ্য শিলাস্তরের নীচে অপ্রবেশ্য শিলা স্তর থাকলে উপরের স্তর দিয়ে ঢুকে আসা জলের নিম্নগতি রুদ্ধ হয়। ফলে প্রবেশ্য শিলার মধ্যে জল ভাণ্ডার গড়ে ওঠে বলে একে অ্যাকুইফার বলে।
53. সামাজিক স্থিরতা বলতে কী বোঝ?
উঃ সামাজিক অবক্ষয় ও ধ্বংস থেকে সমাজকে সুরক্ষিত রাখার নাম হল সামাজিক স্থিরতা।
54. ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি কী কী?
উঃ a.খরার ফলে মৃত্তিকার জলধারণ ক্ষমতা নষ্ট হয়ে গিয়ে ভূমিক্ষয় হয়।
b.বৃক্ষচ্ছেদন, খনিজ পদার্থ উত্তোলন, কীটনাশক প্রয়োগ, রাসায়নিক সার ব্যবহারের ফলে ভূমির ক্ষয় হয়।
c.একই জমিতে একই ফসল চাষের ফলে ভূমির ক্ষয় হয়।
d. বিস্তৃত গো-চারণ ভূমি থাকলে বৃষ্টির সময় সেই স্থানের প্রবাহমান জলধারার ফলে ভূমিক্ষয় হয়।
55. সুরযুক্ত ও সুরবর্জিত শব্দের মধ্যে পার্থক্য কী?
উঃ শ্রুতিমধুর শব্দ সুরযুক্ত এবং শ্রুতিকটু শব্দ হল সুরবর্জিত শব্দ।
56. সৌরশক্তির কয়েকটি ব্যবহারের উল্লেখ কর।
উঃ a. সূর্যালোকের তাপশক্তিকে কাজে লাগিয়ে রান্নার কাজ করা হয়।
b. পরিবেশ দূষণের আশঙ্কা নেই।
c অর্থনৈতিক দিক থেকেও সুবিধা।
57. ইন সিটু কী?
উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। যেমন- অভয়ারণ্য।
58. মাটি অনুর্বর হয়ে পড়ার দুটি কারণ লেখ।
উঃ a. অবাধ বনকর্তন।
b. অম্লবৃষ্টির ফলে মাটির গুণগত মানের অবক্ষয়।
59. বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝ? ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও অবস্থান লেখ।
উঃ জীব সংরক্ষণের জন্য বিশেষ পদ্ধতি। ভারতবর্ষে 1986 সালে প্রথম নীলগিরি রিজার্ভ ফরেস্ট চালু হয়।
60. ম্যালথাসের জনবৃদ্ধির জ্যামিতিক প্রগতি ও পাটীগণিত বলতে কী বোঝ?
উঃ 1789সালে ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক বৃদ্ধি সম্পর্কে আলোকপাত করেন। ম্যালথাসের মতে জনসংখ্যার বৃদ্ধি হয় – ২,৪,৮,১৬,৩২,৬৪ এই হারে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে ১,২,৩,৪,৫,৬ এই হারে।
61. ভূত্বক কাকে বলে?
উঃ কঠিন শিলা ও বিভিন্ন পাত বা প্লেট দিয়ে গঠিত ভূ-ভাগকে।
62. বায়ুমণ্ডলের স্তরগুলির নাম লেখ।
উঃ বায়ুমণ্ডলের স্তরগুলি হল - ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার।
63. চিরহরিৎ বনভূমির একটা উদাহরণ দাও।
উঃ দক্ষিণ আফ্রিকার বনভূমি।
64. পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখ?
উঃ সুন্দরবন, জলদাপাড়া '
65 . কত সালে জোহানেসবার্গ কনফারেন্স অনুষ্ঠিত হয়?
উঃ 2003 সালে।
66. জৈবসারের গুরুত্ব বর্ণনা কর।
উঃ মাটির গুণাগুণ রক্ষিত হয় ও ফলন ভালো হয়।
67. অনুর্বর ভূমি কাকে বলে? একটি উদাহরণ দাও।
উঃ যেসব পতিত জমি উৎপাদনে অক্ষম অর্থাৎ উর্বরতাশক্তিহীন সেই ধরণের জমিকে অনুর্বর ভূমি বলে।
68. খরার কারণগুলি কী কী?
উঃ বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবনের পরিমাণ বেশি হলে।
গ্রীন হাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে।
প্রাকৃতিক ভারসাম্যহীনতা।
জনসচেতনার অভাব।
69. সমুদ্র উপকূল ক্ষয় বলতে কী বোঝ?
উঃ সমুদ্র ও তটভূমির সংযোগস্থলকে উপকূল বা সমুদ্রতট বলে। এই তটভূমির উপর অসংখ্য ঢেউ আছড়ে পড়ে। এই সমুদ্র উপকূলের তীরভূমির ক্ষতি সৃষ্টিকারী বিপর্যয়কে উপকূলের ভাঙন বলে।
70. পৃথিবীর দুটি বড় বায়ুদূষণ ঘটনার নাম লেখ।
উঃ ভূপাল গ্যাস দূর্ঘটনা (1984), বেলজিয়ামের মিউজ ভ্যালি ( 1930)।
71. চারটি জলবাহিত রোগের নাম লেখ।
উঃ টাইফয়েড, কলেরা, জণ্ডিস, পোলিও।
72. শব্দদূষণের চারটি উৎসের নাম লেখ।
উঃ যানবাহন, কল-কারখানা, মাইকের আওয়াজ, বাজি-পটকার শব্দ।
73. শক্তি বনাঞ্চল তৈরী কাকে বলে?
উঃ শক্তি বনাঞ্চল হল বনাঞ্চল থেকে প্রাপ্ত শক্তি। গাছ ও গাছ থেকে প্রাপ্ত কাঠ মানব সভ্যতার পুরানো শক্তির উৎস বলা চলে।
74. বায়ুশক্তির গুরুত্ব বর্ণনা কর।
উঃ বায়ুশক্তির দ্বারা সেচ ও পানীয় জল উত্তোলন করা যায়।
বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রযুক্তিগত দিকও সহজ।
রক্ষণাবেক্ষণ ছাড়া নিয়মিত অন্য কোন খরচ নেই।
75. পরিবেশের উপাদানগুলি কী কী?
উঃ পরিবেশের উপাদানগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। অজৈব উপাদান যথা – জল, আলোক, মৃত্তিকা প্রভৃতি এবং জৈবিক উপাদান যথা – উদ্ভিদ, প্রাণী ও অনুজীব।
76. মৃত্তিকা কাকে বলে?
উঃ ভূ-ত্বকের উপরের আস্তরণ হল মৃত্তিকা।
77. বায়ুমণ্ডল বলতে কী বোঝ?
উঃ পৃথিবীপৃষ্ঠকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে।
78. কোথায় সমুদ্রের জলে লবণের ভাগ কম?
উঃ নিরক্ষীয় অঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে সমুদ্রের জলে লবণের পরিমাণ 35 শতাংশ।
79. গতিশক্তি কাকে বলে?
উঃ যে কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকে গতিশক্তি বলে। যেমন বায়ুশক্তি, জলশক্তি।
80. জীব সম্পদ কয় প্রকার?
উঃ তিনপ্রকার – উদ্ভিদ, প্রাণী ও জীবানু।
81. উড়ন্ত ছাই এর একটি উৎসের নাম লেখ।
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।
82. ডেসিবেল কাকে বলে?
উঃ শব্দমাপার একক।
83. বায়ুমণ্ডলে দেখা যায় এরকম পাঁচটি গ্যাসের নাম কর।
উঃ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মোনোক্সাইড।
84. গ্রীষ্মমণ্ডলীয় মরশুমী বনভূমির চারটি উদ্ভিদের নাম লেখ।
উঃ শাল, সেগুন, বট, শিমুল।
85. ভূমিকম্পের চারটি কারণ লেখ।
উঃ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য।
চলমান পাতের কারণে।
পাহাড়ে ধস নামার জন্য।
পারমাণবিক বোমা মাটির নীচে ফাটিয়ে পরীক্ষা করলে।
86. বায়ুদূষণের জন্য দায়ী চারটি গ্যাসের নাম লেখ।
উঃ কার্বন দাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
87. জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী জলস্রোত কাকে বলে?
উঃ সমুদ্র বা জোয়ারের জলকে।
88. শক্তির প্রচলিত উৎস সমূহ কী কী?
উঃ কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।
89. ইনসিটু সংরক্ষণ কী?
উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। যেমন- অভয়ারণ্য।
90. পর্ণমোচী বনভূমির চারটি বৃক্ষের নাম কর?
উঃ ফার, পাইন, ওক, বীচ, শাল
91. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।
উঃ কোলাঘাট, ব্যাণ্ডেল, মেজিয়া।
92. সর্বপ্রথম কে কত সালে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করেন?
উঃ. 1935খ্রীষ্টাব্দে মার্কিন বিজ্ঞানী চার্লস।
93. নবীকরণ অযোগ্য দুটি অজৈব সম্পদের নাম লেখ।
উঃ সৌরশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা, বায়ুশক্তি।
94. ননডিগ্রেডেবল বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও।
উঃ গোবর।
95. নবীকরণ অযোগ্য দুটি অজৈব সম্পদের নাম লেখ।
উঃ সৌরশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা, বায়ুশক্তি।
96. বায়োম কাকে বলে?
উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে।
97. বসুন্ধরা সম্মেলন কোন বছরে অনুষ্ঠিত হয়?
উঃ 1992সালে।
98. নীরব বসন্ত বইটির রচয়িতা কে?
উঃ র্যাচেল কার্সন।
99. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?
উঃ কেরালা।
100. কোথায় পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ 1992 সালে 3রা জুন থেকে 14ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
1. AIDS এর পুরো নাম কী?
উঃ Acquird Immunodeficiency Syndrome (অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম)।
2. টিউবওয়েলের জলে যে দুটি মৌলের উপস্থিতি স্বাস্থ্য সমস্যার কারণ হয়েছে সেগুলি কী কী?
উঃ আর্সেনিক, ক্যাডমিয়াম।
3. কবে এবং কোথায় জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ 1971 সালে ইরাণের রামসার-এ।
4. ভারতবর্ষের দুটি জায়গার নাম কর যেখানে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ ট্রম্বে ও রানাপ্রতাপসাগর।
5. 2004 সালের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় কোনটি? সেটির উৎপত্তিস্থল কোথায় ছিল?
উঃ সুনামি। ভারত মহাসাগরের সুমাত্রা, জাভা।
6. অশ্বজীবমণ্ডল বলতে কী বোঝ?
উঃ অশ্বজীবমণ্ডল হল ভূ-পৃষ্ঠের কয়েক মিটার গভীরতা পর্যন্ত এবং কয়েক হাজার মিটার পর্বতপৃষ্ঠ পর্যন্ত পরিধি।
7. জৈবসম্পদ কী?
উঃ আমাদের জীবনে অপরিহার্য প্রাণী ও উদ্ভিদজাত সম্পদকে জৈব সম্পদ বলা হয়।
8. গৌণ উৎপাদনশীলতা কী?
উঃ যে হারে প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় খাদকশ্রেণী যথাক্রমে পরবর্তী নীচের স্তরের খাদ্য গ্রহণ করে জীবভর উৎপাদন করে তাকে গৌণ উৎপাদনশীলতা বলে।
9. গ্রীন বেঞ্চ কী?
উঃ সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট পরিবেশ সম্পর্কিত মামলা নিষ্পত্তি করার জন্য 1986 সালে যে নতুন বেঞ্চ গঠন করা হয় তা গ্রীন বেঞ্চ নামে খ্যাত।
10. ধোঁয়াশা কী?
উঃ গাড়ি, কারখানার চিমনি ও উনুনের ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে যে কুয়াশাচ্ছন্ন অবস্থার সৃষ্টি করে তাকে ধোঁয়াশা বলে।
11. ভারতের প্রধান প্রধান পরিবেশ আইন সমূহের চারটির নাম কর।
উঃ দি ওয়াইল্ড লাইফ অ্যাক্ট-1972,
দি ওয়াটার অ্যাক্ট-1974,
দি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট-1984,
দি এয়ার অ্যাক্ট-1981
12. ECOLOGY শব্দটি যে দুটি গ্রীক শব্দ থেকে এসছে তার অর্থ কী?
উঃ গ্রীক শব্দ ওইকস্ (Oikos) যার অর্থ হল বাসস্থান, এবং লোগোস (Logos) যার অর্থ হল জ্ঞান, এই দুই এর মিশ্রণে ইকোলজি শব্দটি গঠিত।
13. কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার অপকারীও বটে?
উঃ কার্বন ডাই অক্সাইড।
14. মৃগকানন আছে পশ্চিমবঙ্গের এমন দুটি স্থানের নাম লেখ।
উঃ বেথুয়াডহরি, বল্লভপুর।
15. ভারতের বন আইন কবে প্রচলিত হয়?
উঃ 1980 সালে।
16. বায়ুমণ্ডলের কোন গ্যাসটি অম্লবৃষ্টির জন্য দায়ী?
উঃ সালফার ডাই অক্সাইড, ও নাইট্রোজেন অক্সাইড।
17. মিনামাটা বিপর্যয়ের জন্য কোন মৌলটি দায়ী?
উঃ পারদ।
18. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল?
উঃ ১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর।
19. সাইলেণ্ট ভ্যালী কোথায় অবস্থিত?
উঃ কেরালায়।
20. ফ্লাই অ্যাস বা উড়ন্ত ছাই-এর প্রধান উৎস কী?
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।
21. ভারতের খরা প্রবণ অঞ্চলগুলির নাম লেখ।
উঃ রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা
22. সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী?
উঃ সচতেনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা।
23. ভূগর্ভস্থ জলের অত্যাধিক উত্তোলনের জন্য কী কী সমস্যা হয়?
উঃ গ্রীষ্মকালে পানীয় জলের অভাব, মাটির রূপান্তর।
24. গ্রীন হাউস প্রভাব না থাকলে কী হত?
উঃ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেত না।
25. পরিবেশ নীতির ভিত্তি কী?
উঃ সুষ্ঠ পরিবেশ সংরক্ষণ।
26. জার্ম প্লাজম সংরক্ষণের গুরুত্ব কী কী?
উঃ ক। জনবিস্ফোরণের চাপে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এবং মানুষের কল্যাণে জার্মপ্লাজম সংরক্ষণ জরুরী।
খ। জার্মপ্লাজম সংরক্ষণের জন্য বিশেষ গুণসম্পন্ন শস্য উৎপাদন সম্ভব হয়েছে ও সবুজ বিপ্লব ঘটেছে।
27. দুটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।
উঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন।
28. MIC কী?
উঃ Methyl Isocyanate (মিথাইল আইসোসায়ানেট)।
29. BOD ও COD বলতে কী বোঝ?
উঃ B.O.D বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমাণ্ড বা জীব রাসায়নিক চাহিদা বলতে জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবদের স্বাভাবিক কাজকর্ম ও বাড়বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বোঝায়।
জলে উপস্থিত বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের সম্পূর্ণ জারণের জন্য যে অক্সিজেনের চাহিদা তাকে C.O.D বা কেমিক্যাল অক্সিজেন ডিমাণ্ড বলে।
30. চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? ঐ আন্দোলন প্রথম কোথায় শুরু হয়?
উঃ সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্ট।উত্তরাখন্ড ।
31. মাত্রা সম্পাত সম্পর্ক ও নিরাপদ মাত্রা বলতে কী বোঝ?
উঃ বস্তুর বা দূষকের মাত্রা ও তার সম্পাদকালের উপর নির্ভর করে যে বিভিন্ন রকমের মাত্রা নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় মাত্রা সম্পাত সম্পর্ক।
যে দূষক একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করে এবং জীবকূলের উপর প্রভাব ফেলে সেই নির্দিষ্ট সহনশীল মাত্রা হল নিরাপদ মাত্রা।
32. চারটি দূষণ মুক্ত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
উঃ সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটা শক্তি, জলশক্তি।
33. মৃত্তিকাক্ষয় বলতে কী বোঝ? বিভিন্ন ধরণের মৃত্তিকাক্ষয়ের নামগুলি উল্লেখ কর।
উঃ বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে মাটির উপরিভাগে মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় বলে।
মৃত্তিকা ক্ষয় তিন প্রকার। যথা- শিট মৃত্তিকা ক্ষয়, রিল মৃত্তিকা ক্ষয় ও নালী মৃত্তিকা ক্ষয়।
34. ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে খাদ্যশৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে। যেমন–
পচাপাতা → ক্ষুদ্র জলজ প্রাণী → ছোট মাছ → বড় মাছ।
35. শিলাস্তরে সিমা-র দুইটি প্রধান উপাদানের নাম লেখ।
উঃ সিলিকন ও অ্যালুমিনিয়াম।
36. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত?
উঃ 0.03 শতাংশ।
37. ট্রপোস্ফিয়ারে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা পরিবর্তনের হার কী?
উঃ গড়ে 6.5 ডিগ্রী সেন্টিগ্রেড করে কমে।
38. বায়ুসংস্থান শব্দটি প্রথম কে এবং কোন সালে ব্যবহার করেন?
উঃ 1869 সালে জার্মান বিজ্ঞানী আরনস্ট হেকেল।
39. একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ দাও।
উঃ ছত্রাক।
40. পর্ণমোচী বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ চওড়া পাতাযুক্ত সুউচ্চ বৃক্ষ, শীতের প্রাক্কালে পাতা ঝড়ে যায় ও বসন্তে নতুন পাতা নির্গত হয়।
41. দুইটি প্রধান জৈব সম্পদের নাম লেখ।
উঃ কৃষি ও কৃষিজাত দ্রব্য, সামুদ্রিক শৈবাল।
42. NWDB-র পুরো নাম কী?
উঃ National Wasteland Development Board.
43. ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয়?
উঃ রিখ্টার স্কেলে।
44. ঘূর্ণবাত কী?
উঃ পৃথিবীপৃষ্ঠের উপর তাপের বৈষম্যের জন্য বায়ুর চাপের বৈষম্য লক্ষ করা যায়। এই বৈষম্য দূর করার জন্য বা চাপের সমতা রক্ষার জন্য চতুর্দিকে উচ্চচাপযুক্ত শীতল বায়ু, একটি কেন্দ্রের অভিমুখে ধাবিত হয় এবং সে কেন্দ্রে প্রবেশ করে উষ্ণ ও ঊর্ধ্বমুখী হয়। এই কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণবাত বলে।
45. PAN – বলতে কী বোঝ?
উঃ Peroxyacetyl Nitrate (পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট)।
46. বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের উর্দ্ধসীমা কত?
উঃ 0.05 mg
47. কয়েকটি প্রচলিত শক্তি উৎসের নাম লেখ।
উঃ কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।
48. ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?
উঃ CFC.
49. একটি বিপন্ন প্রজাতির নাম লেখ।
উঃ একশৃঙ্গ গণ্ডার।
50. ভূপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী মূল রাসায়নিক জৈবটির নাম কী?
উঃ MIC
51. অ্যালবেডো কী?
উঃ পৃথিবীর বায়ুমণ্ডলে সাধারণতঃ তাপের সমতা রক্ষিত হয়। সৌরশক্তির যে অংশ বায়ুমণ্ডলে পৌঁছায় তাকে 100শতাংশ ধরা হলে আগত সৌরশক্তি বিকিরণের 34 শতাংশ বায়ুমণ্ডলের মেঘ, ধূলিকণা ইতাদি থেকে প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গ রূপে পুনরায় মহাকাশে ফিরে যায়। একে অ্যালবেডো বলে।
52. অ্যাকুইফার কী?
উঃ প্রবেশ্য শিলাস্তরের নীচে অপ্রবেশ্য শিলা স্তর থাকলে উপরের স্তর দিয়ে ঢুকে আসা জলের নিম্নগতি রুদ্ধ হয়। ফলে প্রবেশ্য শিলার মধ্যে জল ভাণ্ডার গড়ে ওঠে বলে একে অ্যাকুইফার বলে।
53. সামাজিক স্থিরতা বলতে কী বোঝ?
উঃ সামাজিক অবক্ষয় ও ধ্বংস থেকে সমাজকে সুরক্ষিত রাখার নাম হল সামাজিক স্থিরতা।
54. ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি কী কী?
উঃ a.খরার ফলে মৃত্তিকার জলধারণ ক্ষমতা নষ্ট হয়ে গিয়ে ভূমিক্ষয় হয়।
b.বৃক্ষচ্ছেদন, খনিজ পদার্থ উত্তোলন, কীটনাশক প্রয়োগ, রাসায়নিক সার ব্যবহারের ফলে ভূমির ক্ষয় হয়।
c.একই জমিতে একই ফসল চাষের ফলে ভূমির ক্ষয় হয়।
d. বিস্তৃত গো-চারণ ভূমি থাকলে বৃষ্টির সময় সেই স্থানের প্রবাহমান জলধারার ফলে ভূমিক্ষয় হয়।
55. সুরযুক্ত ও সুরবর্জিত শব্দের মধ্যে পার্থক্য কী?
উঃ শ্রুতিমধুর শব্দ সুরযুক্ত এবং শ্রুতিকটু শব্দ হল সুরবর্জিত শব্দ।
56. সৌরশক্তির কয়েকটি ব্যবহারের উল্লেখ কর।
উঃ a. সূর্যালোকের তাপশক্তিকে কাজে লাগিয়ে রান্নার কাজ করা হয়।
b. পরিবেশ দূষণের আশঙ্কা নেই।
c অর্থনৈতিক দিক থেকেও সুবিধা।
57. ইন সিটু কী?
উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। যেমন- অভয়ারণ্য।
58. মাটি অনুর্বর হয়ে পড়ার দুটি কারণ লেখ।
উঃ a. অবাধ বনকর্তন।
b. অম্লবৃষ্টির ফলে মাটির গুণগত মানের অবক্ষয়।
59. বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝ? ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও অবস্থান লেখ।
উঃ জীব সংরক্ষণের জন্য বিশেষ পদ্ধতি। ভারতবর্ষে 1986 সালে প্রথম নীলগিরি রিজার্ভ ফরেস্ট চালু হয়।
60. ম্যালথাসের জনবৃদ্ধির জ্যামিতিক প্রগতি ও পাটীগণিত বলতে কী বোঝ?
উঃ 1789সালে ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক বৃদ্ধি সম্পর্কে আলোকপাত করেন। ম্যালথাসের মতে জনসংখ্যার বৃদ্ধি হয় – ২,৪,৮,১৬,৩২,৬৪ এই হারে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে ১,২,৩,৪,৫,৬ এই হারে।
61. ভূত্বক কাকে বলে?
উঃ কঠিন শিলা ও বিভিন্ন পাত বা প্লেট দিয়ে গঠিত ভূ-ভাগকে।
62. বায়ুমণ্ডলের স্তরগুলির নাম লেখ।
উঃ বায়ুমণ্ডলের স্তরগুলি হল - ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার।
63. চিরহরিৎ বনভূমির একটা উদাহরণ দাও।
উঃ দক্ষিণ আফ্রিকার বনভূমি।
64. পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখ?
উঃ সুন্দরবন, জলদাপাড়া '
65 . কত সালে জোহানেসবার্গ কনফারেন্স অনুষ্ঠিত হয়?
উঃ 2003 সালে।
66. জৈবসারের গুরুত্ব বর্ণনা কর।
উঃ মাটির গুণাগুণ রক্ষিত হয় ও ফলন ভালো হয়।
67. অনুর্বর ভূমি কাকে বলে? একটি উদাহরণ দাও।
উঃ যেসব পতিত জমি উৎপাদনে অক্ষম অর্থাৎ উর্বরতাশক্তিহীন সেই ধরণের জমিকে অনুর্বর ভূমি বলে।
68. খরার কারণগুলি কী কী?
উঃ বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবনের পরিমাণ বেশি হলে।
গ্রীন হাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে।
প্রাকৃতিক ভারসাম্যহীনতা।
জনসচেতনার অভাব।
69. সমুদ্র উপকূল ক্ষয় বলতে কী বোঝ?
উঃ সমুদ্র ও তটভূমির সংযোগস্থলকে উপকূল বা সমুদ্রতট বলে। এই তটভূমির উপর অসংখ্য ঢেউ আছড়ে পড়ে। এই সমুদ্র উপকূলের তীরভূমির ক্ষতি সৃষ্টিকারী বিপর্যয়কে উপকূলের ভাঙন বলে।
70. পৃথিবীর দুটি বড় বায়ুদূষণ ঘটনার নাম লেখ।
উঃ ভূপাল গ্যাস দূর্ঘটনা (1984), বেলজিয়ামের মিউজ ভ্যালি ( 1930)।
71. চারটি জলবাহিত রোগের নাম লেখ।
উঃ টাইফয়েড, কলেরা, জণ্ডিস, পোলিও।
72. শব্দদূষণের চারটি উৎসের নাম লেখ।
উঃ যানবাহন, কল-কারখানা, মাইকের আওয়াজ, বাজি-পটকার শব্দ।
73. শক্তি বনাঞ্চল তৈরী কাকে বলে?
উঃ শক্তি বনাঞ্চল হল বনাঞ্চল থেকে প্রাপ্ত শক্তি। গাছ ও গাছ থেকে প্রাপ্ত কাঠ মানব সভ্যতার পুরানো শক্তির উৎস বলা চলে।
74. বায়ুশক্তির গুরুত্ব বর্ণনা কর।
উঃ বায়ুশক্তির দ্বারা সেচ ও পানীয় জল উত্তোলন করা যায়।
বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রযুক্তিগত দিকও সহজ।
রক্ষণাবেক্ষণ ছাড়া নিয়মিত অন্য কোন খরচ নেই।
75. পরিবেশের উপাদানগুলি কী কী?
উঃ পরিবেশের উপাদানগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। অজৈব উপাদান যথা – জল, আলোক, মৃত্তিকা প্রভৃতি এবং জৈবিক উপাদান যথা – উদ্ভিদ, প্রাণী ও অনুজীব।
76. মৃত্তিকা কাকে বলে?
উঃ ভূ-ত্বকের উপরের আস্তরণ হল মৃত্তিকা।
77. বায়ুমণ্ডল বলতে কী বোঝ?
উঃ পৃথিবীপৃষ্ঠকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে।
78. কোথায় সমুদ্রের জলে লবণের ভাগ কম?
উঃ নিরক্ষীয় অঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে সমুদ্রের জলে লবণের পরিমাণ 35 শতাংশ।
79. গতিশক্তি কাকে বলে?
উঃ যে কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকে গতিশক্তি বলে। যেমন বায়ুশক্তি, জলশক্তি।
80. জীব সম্পদ কয় প্রকার?
উঃ তিনপ্রকার – উদ্ভিদ, প্রাণী ও জীবানু।
81. উড়ন্ত ছাই এর একটি উৎসের নাম লেখ।
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।
82. ডেসিবেল কাকে বলে?
উঃ শব্দমাপার একক।
83. বায়ুমণ্ডলে দেখা যায় এরকম পাঁচটি গ্যাসের নাম কর।
উঃ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মোনোক্সাইড।
84. গ্রীষ্মমণ্ডলীয় মরশুমী বনভূমির চারটি উদ্ভিদের নাম লেখ।
উঃ শাল, সেগুন, বট, শিমুল।
85. ভূমিকম্পের চারটি কারণ লেখ।
উঃ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য।
চলমান পাতের কারণে।
পাহাড়ে ধস নামার জন্য।
পারমাণবিক বোমা মাটির নীচে ফাটিয়ে পরীক্ষা করলে।
86. বায়ুদূষণের জন্য দায়ী চারটি গ্যাসের নাম লেখ।
উঃ কার্বন দাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
87. জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী জলস্রোত কাকে বলে?
উঃ সমুদ্র বা জোয়ারের জলকে।
88. শক্তির প্রচলিত উৎস সমূহ কী কী?
উঃ কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।
89. ইনসিটু সংরক্ষণ কী?
উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। যেমন- অভয়ারণ্য।
90. পর্ণমোচী বনভূমির চারটি বৃক্ষের নাম কর?
উঃ ফার, পাইন, ওক, বীচ, শাল
91. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।
উঃ কোলাঘাট, ব্যাণ্ডেল, মেজিয়া।
92. সর্বপ্রথম কে কত সালে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করেন?
উঃ. 1935খ্রীষ্টাব্দে মার্কিন বিজ্ঞানী চার্লস।
93. নবীকরণ অযোগ্য দুটি অজৈব সম্পদের নাম লেখ।
উঃ সৌরশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা, বায়ুশক্তি।
94. ননডিগ্রেডেবল বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও।
উঃ গোবর।
95. নবীকরণ অযোগ্য দুটি অজৈব সম্পদের নাম লেখ।
উঃ সৌরশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা, বায়ুশক্তি।
96. বায়োম কাকে বলে?
উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে।
97. বসুন্ধরা সম্মেলন কোন বছরে অনুষ্ঠিত হয়?
উঃ 1992সালে।
98. নীরব বসন্ত বইটির রচয়িতা কে?
উঃ র্যাচেল কার্সন।
99. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?
উঃ কেরালা।
100. কোথায় পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ 1992 সালে 3রা জুন থেকে 14ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
0 Comments
Please do not enter any spam link in the comment box.