ENVIRONMENT SCIENCE
পরিবেশ বিজ্ঞান
1. মাটির নাইট্রোজেনের উৎস হল
a. গ্যাসীয় নাইট্রোজেন
b. অ্যামােনিয়া
c. ইউরিয়া
d. নাইট্রেট লবণ ☑
2. নীচের কোনটি মিথােজীবী ব্যাকটেরিয়া?
a. অ্যাজোটোব্যাকটার
b. অ্যানাবিনা
c. রাইজোবিয়াম ☑
d. নস্টক।
3. কোনটি শিল্পজাত রাসায়নিক সার ?
a. ইউরিয়া ☑
b. গােবর
c. খইল
d. হিউমাস
4. নাইট্রিফিকেশনে সাহায্য করে
a. ব্যাসিলাস মাইকয়ডিস ☑
b. নাইট্রোব্যাকটার
c. অ্যাজোটোব্যাকটার
d. অ্যাজোলা
5. ডিনাইট্রিফাইং জীবাণু হল
a. নাইট্রোব্যাকটার
b. অ্যাজোটোব্যাকটার
c. অ্যানাবিনা
d. সিউডােমােনাস ☑
6. নাইট্রোজেনের প্রধান উৎস
a. জল
b. বায়ু ☑
c. মাটি
d. রাসায়নিক সার
7. বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ
a. 77.17% ☑
b. 70.17%
c. 20.60%
d. 0.03%
8. মাটির নাইট্রোজেনের শতকরা পরিমাণ
a. 0.1-0.5% ☑
b. 0.5-1%
c. 1-2%
d. 5-10%
9. বায়ুতে নাইট্রোজেন থাকে
a. গ্যাসীয় অবস্থায় ☑
b. তরল অবস্থায়
c. নাইট্রেট রূপে
d. অ্যামােনিয়া রূপে
10. শিম্বিগােত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে বলে
a. সিমবায়ােসিস ☑
b. নাইট্রিফিকেশন
c. ডিনাইট্রিফিকেশন
d. অ্যামােনিফিকেশন
11. নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে
a. নাইট্রিফিকেশন
b. ডিনাইট্রিফিকেশন ☑
c. অ্যামােনিফিকেশন
d. সিমবায়ােসিস
12. অ্যামােনিয়া থেকে নাইট্রেট উৎপেন্ন হওয়াকে বলে
a. নাইট্রিফিকেশন ☑
b. অ্যামােনিফিকেশন
c. ডিনাইট্রিফিকেশন
d. সিমবায়ােসিস
13. নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ থেকে অ্যামােনিয়া উৎপাদন পদ্ধতি হল-----
a. নাইট্রিফিকেশন
b. অ্যামােনিফিকেশন ☑
c. ডিনাইট্রিফিকেশন
d. সিমবায়ােসিস
14. কোনটি নাইট্রোজেন সংবদ্ধনকারী ব্যাকটেরিয়া নয়?
a. অ্যাজোটোব্যাকটার
b. ডার্কসিয়া
c. ক্লসট্রিডিয়াম
d. নস্টক ☑
15. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে?
a. সিউডােমােনাস ☑
b. নাইট্রোব্যাকটার
c. নস্টক
d. রাইজোবিয়াম
16. নীচের N, স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল হল
a. স্পাইরােগাইরা
b. অ্যানাবিনা☑
c. ভলভক্স
d. ক্ল্যামাইডােমােনাস
17. জীবের পুষ্টির জন্য যে মৌলটি সর্বাধিক প্রয়ােজন
হয় তা কোনটি?
a. হাইড্রোজেন
b. কার্বন
c. নাইট্রোজেন ☑
d. ফসফরাস
18. নীচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া?
a. ব্যাসিলাস
b. অ্যাজোটোব্যাকটার ☑
c. কক্কাস
d. সবুজ শৈবাল
19. লেগ হিমােগ্লোবিন কোথায় থাকে?
a. শিম্বিগােত্রীয় উদ্ভিদের মূলে ☑
b. সাধারণ উদ্ভিদের মূলে
c. ছত্রাক দেহে
d. ব্যাকটেরিয়ার দেহে
20. নীচের কোনটি নাইট্রোজেন মােচনকারী?
a. সিউডােমােনাস ☑
b. অ্যাজোটোব্যাকটার
c. রাইজোবিয়াম
d. নীলাভ সবুজ শৈবাল
21. শিম্বিগােত্রীয় উদ্ভিদের (মটর গাছের) মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া হল
a. Azotobactor sp.
b. Rhizobium sp. ☑
c. Clostridium sp.
d. Bacillus sp.
22. তামাকের ধোঁয়ায় পাওয়া যায়
a. Caesium-137
b. Polonium-210 ☑
c. lodine-131
d. Strontium-90
23. Environmental Protection Act
a. 1981 খ্রিস্টাব্দে
b. 1968 খ্রিস্টাব্দে
c. 1986 খ্রিস্টাব্দে ☑
d. 1974 খ্রিস্টাব্দে
24. গৌণ দূষক হল
a. PAN ☑
b. এরােসল
c. CO
d. CO2
25. জেট বিমান থেকে যে এরােসল নির্গত হয়, তাতে প্রধানত থাকে
a. SO2
b. মিথেন
c. CO
d. ফ্লুওরােকার্বন. ☑
26. যে দুষকের দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে।
a. পেস্টিসাইড ☑
b. SO2
c. CO
d. ধোঁয়া
27. যানবাহনের ধাঁয়া থেকে নির্গত হয় কোন দূষক?
a. সিসা ☑
b. ক্যাডমিয়াম
c. পারদ
d. তামা
28. আলােক রাসায়নিক ধোঁয়াশাতে সবসময়ে থাকে
a. মিথেন
b. CO2
c. ওজোন ☑
d. CO
29. কোনটি বায়ুদূষণ ঘটায় না?
a. H2. ☑
b. CO2
c. SO2
d. CO
30. London Smog-এর জন্য দায়ী গ্যাসটি হল
a. NH3
b. SO2. ☑
c. CO
d. CO2
31. ওয়াটার বা শৈবাল ব্লুমের কারণ হল জলের
a. pH বৃদ্ধি
b. ইউট্রফিকেশন. ☑
c. pH হ্রাস
d. BOD বৃদ্ধি
32. কৃষিজমি থেকে উৎপন্ন একটি বায়ুদূষক হল
a. মিথেন. ☑
b. ওজোন
c. CFC
d. CO2
33. মুখ্য বায়ুদূষক হল
a. CO2
b. N2
c. CO. ☑
d. SO2
34. Mutagenic Pollutant এর উদাহরণ
a. হাইড্রোকার্বন ☑
b. রেজিন
c. NO2
d. CO2
35. ওয়াটার ব্লুম সৃষ্টি করে
a. ল্যামিনারিয়া
b. ভাসমান শৈবাল ☑
c. হাইড্রিলা
d. কচুরিপানা
0 Comments
Please do not enter any spam link in the comment box.