MADHYAMIK SOLVED QUESTIONS HISTORY
1. আাধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়?
লিওপােল্ড ভন রাঙ্কেকে।
2. ভারতনাট্যম হল ভারতের এক শাস্ত্রীয় নৃত্য।
এক শাস্ত্রীয় নৃত্য।
3. কথাকলি ভারতের কেরল রাজ্যের নৃত্যশৈলী।
কেরল রাজ্যের।
4. বীরাষ্টমী ব্রত শুরু করেন কে?
সরলাদেবী।
5. দক্ষিণ ভারতের বিখ্যাত নৃত্যশিল্প হল ?
মােহিনীইয়াট্টম।
6. চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে?
সুন্দরলাল বহুগুণা।
7. বাংলার ইতিহাসে কে বাউল সম্রাট নামে খ্যাত?
লালন ফকির।
8. বাঙালিদের মধ্যে প্রথম কে ফুটবলে পা ছোঁয়ান?
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
9. কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক' বলা হয়?
গ্রামবার্তাপ্রকাশিকা পত্রিকাটিকে।
10. ভারতের খাদ্য তালিকায় পাের্তুগিজদের দুটি সংযাজন কী কী?
ছানা ও আলু।
11. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?
জীবনের ঝরাপাতা।
12. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী?
সমাচারদর্পণ।
13. পথের পাঁচালি' ছবির পরিচালক কে?
সত্যজিৎ রায়।
14. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন?
মেধা পাটেকার।
15. বিবৃতি: চলচ্চিত্রের ইতিহাস হয়ে উঠেছে প্রাণবন্ত----
ব্যাখ্যা: ➡️ চলচ্চিত্র হল বিনােদনের মাধ্যম।
ব্যাখ্যা: ➡️ঐতিহাসিক ঘটনা থেকে শুরু করে সময়ের নানা সমস্যার কথা চলচ্চিত্রে উঠে এসেছে। ☑
ব্যাখ্যা: ➡️ চলচ্চিত্র ইতিহাসের উপাদান।
0 Comments
Please do not enter any spam link in the comment box.