Advertisement

Main Ad

MADHYAMIK SOLVED QUESTIONS HISTORY PART 4

Madhyamik Solved Questions History

MADHYAMIK SOLVED QUESTIONS HISTORY

-বিবৃতিমূলক প্রশ্নোত্তোর-

1. বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর 'গােরা' উপন্যাস লিখেছিলেন।
➡ পাশ্চাত্য শিক্ষার সমালােচনা করার জন্য।
➡ ঔপনিবেশিক প্রশাসনকে সমালােচনা করার জন্য।
➡ সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালােচনা করার জন্য।✅

2. বিবৃতি: চলচ্চিত্রের ইতিহাস হয়ে উঠেছে প্রাণবন্ত
➡ চলচ্চিত্র হল বিনােদনের মাধ্যম।
➡ ঐতিহাসিক ঘটনা থেকে শুরু করে সময়ের নানা সমস্যার✅
কথা চলচ্চিত্রে উঠে এসেছে।
➡ চলচ্চিত্র ইতিহাসের উপাদান।

3. বিবৃতি: সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ
➡ এগুলি হল ব্রিটিশ শাসনের প্রকৃত ঘটনা✅
➡ এগুলিকে ভারতীয় জনগণনায় বিশ্লেষণ করা যায়।
➡ কিছু কিছু তথ্য সত্য বলে প্রতিষ্ঠিত।

4. বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও
বিবৃতি: উডের ডেসপ্যাচ ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ-
➡ ইংল্যান্ডের অনুকরণে ভারতে শিক্ষাব্যবস্থা প্রবর্তিত হয়।
➡ ভারতীয়দের শিক্ষার সব দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করে।
➡ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থার সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়।

5. বিবৃতি: ডেভিড হেয়ার ১৮১৭ খ্রিস্টাব্দে স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
➡ তিনি চেয়েছিলেন বই সরবরাহ করতে।
➡ তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।
➡ তিনি স্কুলের জন্য প্রকাশনা করতে চেয়েছিলেন।

6. বিবৃতি: বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়-
➡ তিনি নারীদের শুধুমাত্র শিক্ষিত করতে চেয়েছিলেন বলে।
➡ তার উদ্যোগে বিধবাবিবাহ শুরু হয়েছিল বলে।
➡ তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে।

7. বিবৃতি: বামাবােধিনী পত্রিকার পাতায় লেখা ছিল-
➡ পরিবর্তনশীল সমাজ ও পরিবারে মহিলাদের ভূমিকা।
➡ সমাজে মহিলাদের দায়িত্ব।
➡ সমাজে বিধবাদের স্থান।

8. বিবৃতি: নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল।
➡ এই আন্দোলনের কোনাে সংগঠন ছিল না।
➡ এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত লোকের মধ্যে সীমিত ছিল।
➡ আন্দোলনকারীদের ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া ছিল।

9. বিবৃতি: মধুসূদন গুপ্ত খ্যাতিলাভ করেছিলেন।
➡ তিনি শবব্যবচ্ছেদ করেছিলেন।
➡ তিনি সবচেয়ে ভালা শবব্যবচ্ছেদ করতে পারতেন।
➡ তিনি চিকিৎসাবিদ্যা চর্চার স্বার্থে সমাজের কুসংস্কার ভেঙে শবব্যবচ্ছেদ করেছিলেন।

10. বিবৃতি: উনিশ শতককে বাংলার নবজাগরণের যুগ বলা হয়-
➡ বাংলায় যুক্তিবাদী চিন্তাধারার উদ্ভব ঘটেছিল।
➡ ইউরােপীয় নবজাগরপের ধারা বাংলায় এসেছিল।

11. বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
➡ কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল।
➡ কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
➡ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

12. বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'তিন আইন পাস করে।
➡ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দুমুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
➡ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
➡ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইনসিদ্ধ করা।

13. বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
➡ কারণ এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
➡ কারণ এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
➡ কারণ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

14. বিবৃতি : সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাঙার প্রতিষ্ঠা করেছিলেন।
➡ বিদেশি পণ্য বিক্রির জন্য।
➡ আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
➡ স্বদেশি পণ্য বিক্রির জন্য।

15. বিবৃতি: দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়ােজন ছিল
➡ বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য।
➡ ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তােলার জন্য।
➡ দেশীয় রাজাদের অত্যাচার থেকে ভারতবাসীকে রক্ষার

16. বিবৃতি: দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ভারতভুক্ত হয়েছিল
➡ এই রাজ্যগুলির আর-কোনা উপায় ছিল না।
➡ বল্লভভাই প্যাটেলের নেতত্বের ফলে এই রাজ্যগুলি ভারততুক্ত হয়েছিল।
➡ এই রাজ্যপুলিকে পাকিস্তান নিতে চায়নি।

17. বিবৃতি: ভারতে স্বাধীনতা ও দেশভাগ অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিল।
➡ দেশভাগের মধ্য দিয়েই ভারতে স্বাধীনতা এসেছিল।
➡ দেশভাগের ফলে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
➡ মাউন্টব্যাটেন পরিকল্পনার ফলশ্রুতি ছিল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম।

18. বিবৃতি: ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু হয়।
➡ ইংরেজরা ভারতকে বাধ্য করেছিল ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য।
➡ তেলুগু ভাষাভাষী মানুষের প্রবল আন্দোলনের কারণে।
➡ ভারতীয় সংবিধানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের উল্লেখ ছিল।

19. বিবৃতি: হায়দ্রাবাদের ভারতভুক্তি ছিলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
➡ হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য।
➡ দেশীয় রাজ্যগুলির মধ্যে হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট
হয়ে যায়।
➡ হায়দ্রাবাদের পাকিন্তানভুক্তির চেষ্টা ব্যাহত হয়।

20. বিবৃতি: আইন অমান্য আন্দোলনে কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক-
➡ আন্দোলনকারীদের ওপর পুলিশ খুব নির্যাতন করত।
➡ আন্দোলনে দায়িত্ব ছিল স্খানীয় নেতৃবৃন্দের হাতে।
➡ কৃষকদের হাতে অনেক অস্ত্র
 ছিল।

21. বিবৃতি: ভারতীয় কমিউনিস্ট পাটিকে দ্বিজ বলা হয়-
➡ ভারতের কমিউনিস্ট পার্টির ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়াতে এবং ১৯২৫ খ্রিস্টাব্দে ভারতে দুবার জন্ম হয় বলে।
➡ দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণরা এই পার্টি প্রতিষ্ঠা করেছিল।
➡ এই দলের বেশিরভাগ সদস্য ব্রাহ্মণ ছিল।

22. গান্ধিজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় অসহযােগ আন্দোলনে বাংলার নারীদের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন-
➡ গান্ধিজি বাংলার নারীদের খুব পছন্দ করতেন।
➡ অন্যান্য প্রদেশের নারীদের উৎসাহিত করার জন্য।
➡ বাংলার নারীরা গান্ধীজির একান্ত অনুরাগী ছিলেন।

23. বিবৃতি: দেশীয় রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল-
➡ সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহর, মাউন্টব্যাটেন।
➡ ভি পি মেনন, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল।
➡ সর্দার বল্লভভাই প্যাটেল, মাউন্টব্যাটেন, ভি পি মেনন।

Post a Comment

0 Comments