MADHYAMIK SOLVED QUESTIONS HISTORY
1. জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল?
উঃ আত্মজীবনী।
2. সােমপ্রকাশ ছিল একটি?
উঃ সাপ্তাহিক পত্রিকা।
3. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন?
উঃ রেভাঃ জেমস লঙ।
4. সতীদাহপ্রথা রদ হয়?
উঃ 1829
5. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন?
উঃ শ্রীরামকৃষ্ণ।
6. কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল?
উঃ ছােটোনাগপুরে।
7. ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়?
উঃ 1865 খ্রিস্টাব্দে।
8. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন?
উঃ বিনায়ক দামােদর সাভারকর।
9. ভরতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে?
উঃ 1858 খ্রিস্টাব্দে।
10. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন?
উঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
11. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল?
উঃ অন্নদামঙ্গল।
12. ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স-এর যে বিজ্ঞানীর নােবেল পুরস্কার পেয়েছিলেন?
উঃ সি ভি রমন।
13. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উঃ মধ্যবিত্ত শ্রেণি।
14. বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?
উঃ যুক্তপ্রদেশে।
15. রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়?
উঃ গােদাবরী উপত্যকায়।
16. নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ উর্মিলা দেবী।
17. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল?
উঃ ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি।
18. দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন?
উঃ গান্ধিজি।
19. স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধপ্রদেশ গঠিত হয়?
উঃ ১৯৫৩ খ্রিস্টাব্দে।
20. গােয়া ভারত ভুক্ত হয়?
উঃ ১৯৬১ খ্রিস্টাব্দে।
MADHYAMIK SOLVED QUESTIONS
21. ভারতমাতা চিত্রটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
উঃ ভারতমাতা চিত্রটি বঙ্গভঙ্গ বিরাধী স্বদেশি আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত।
22. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংপ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ বােম্বাইতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০)প্রতিষ্ঠিত হয়।
23. ফরােয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উঃ ফরােয়ার্ড ব্লক ১৯৩৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
24. মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর।
0 Comments
Please do not enter any spam link in the comment box.