Advertisement

Main Ad

MADHYAMIK SOLVED QUESTIONS HISTORY PART 2

MADHYAMIK SOLVED QUESTIONS HISTORY

WBSE HISTORY SUGGESTIONS - 2020

1. পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনশন করেন 
➡ শ্রীরামুলু

2. মােপলা কারা?
➡ কেরলের মালাবারের মুসলিম কৃষকগণ মােপলা নামে পরিচিত।

3. পাক-অধিকৃত কাশ্মীর কী নামে অধিক পরিচিত?
➡ পাক-অধিকৃত কাশ্মীর আজাদ কাশ্মীর নামে অধিক পরিচিত।

4. ভারতে বর্তমানে সংবিধান স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা 
➡ 22

5. মহারাজা হরি সিং ছিলেন কোথাকার রাজা।
➡ কাশ্মীর এর।

6. ন্যাশনাল কনফারেন্স দল হল
➡ কাশ্মীরের।

7. উদ্ বাস্তু সমস্যা সমাধানের জন্য স্বাক্ষরিত চুক্তিটি হল? 
➡ নেহরু-লিয়াকৎ চুক্তি

8. 'উদ্বাস্তু' গ্রন্থটির রচয়িতা হলেন? 
➡হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।

9. রাজাকার বাহিনী অত্যাচার চালায় কোথায়? 
➡ হায়দ্রাবাদে।

10. ভারত 'স্বাধীন সার্বভৌম গণতান্ত্রক' রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে
➡ 1950 খ্রি. 26জানুয়ারি।

11. প্রথম নারী দিবস পালিত হয় কবে? 
➡ 1921 খ্রীষ্টাব্দের 8 মার্চ। 

12. বাংলায় দলিত শ্রেণি নমঃশূদ্রদের সর্বভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি ছিল? 
➡ নমঃশূদ্র ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশন।

13. পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
➡ 1932 

14. গান্ধিবুড়ি বলা হয় কাকে? 
➡মাতঙ্গিনী হাজরাকে।

15. নমঃশূদ্র বলতে কাকে বােঝায়? 
➡নিম্নবর্নের হিন্দুকে।

16. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি চালু করেন কে?
➡ রামসে ম্যাকডোনাল্ড।

17. ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন? 
A) আর সি মজুমদার
B) ইরফান হাবিব
C) রােমিলা থাপার
D) রণজিৎ গুহ। ☑

18) নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হল?
A) প্রাতিষ্ঠানিক ইতিহাসের ওপর গুরুত্ন আরােপ
B) সাধারণ মানুষের ইতিহাসের ওপর গুরুত্ব আরােপ ☑
C) রাজাদের ইতিহাসের ওপর গুরুত্ব আরােপ
D) অভিজাতদের ইতিহাসের ওপর পুরুত্ব আরােপ। 

19) মােহনবাগান আই এফ এ শিল্ড প্রথম জেতে
A) 1913 খ্রিস্টাব্দে
B) 1912 খ্রিস্টাব্দে
C) 1911 খ্রিস্টাব্দে ☑
D) 1910 খ্রিস্টাব্দে

 মাধ্যমিক ইতিহাস সাজেশন - 2020

20. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হল-
A) দেনাপাওনা
B) চন্ডীদাস
C) জামাইষষ্ঠী
D) রাজা হরিশচন্দ্র ☑

21. দাদাসাহেব ফালকে পুরষ্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে
A) নৃত্য
B) সিনেমা ☑
C) সংগীত
D) নাটক। 

22. 1976 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত 'দ্য
সােশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসােসিয়েশন'-এর চর্চার বিষয় হল-
A) নতুন অর্থনৈতিক নীতি 
B) নতুন সামাজিক ইতিহাস ☑
C) বিজ্ঞানের ইতিহাস
D) বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা

23. ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনরূপে চিহ্নিত করা হয়ে থাকে।
A) বঙ্গভাষা প্রকাশিকা সভাকে 
B) জমিদার সভাকে
C) ভারতসভাকে ☑
D) হিন্দুমেলাকে

24. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর প্রকাশিত হয়েছিল,
A. দেশ পত্রিকায়
B. প্রবাসী পত্রিকায় ☑
C. সন্দেশ পত্রিকায়
D. বঙ্গদর্শন পত্রিকায়

25. ভারতের জাতীয় মহাফেজখানা যােখানে অবস্থিত, সেটি হল
A. দিল্লি ☑
B. কলকাতা
C. বােম্বাই

26. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন
A. ইংরেজরা ☑
B. পোর্তুগিজরা
C. ফরাসিরা
D. ওলন্দাজরা

27. পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয়
A. গাজল
B. ঠুংরি
C. টপ্পা ☑
D. বন্দিয়াৎ

28. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে।
A. খেলাধুলার ইতিহাসের
B. পরিবেশের ইতিহাসের
C. ফোটোগ্রাফির ইতিহাসের
D. বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের ☑

29. ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন।
A. সৌমেন মিত্র ☑
B. আশিস নন্দী
C. বোরিয়া মজুমদার
D. রজতকান্ত রায়

30. আধুনিক যুগে খাদ্যাভাসে ঘটেছে-
A. বিশ্বায়ন ☑
B. আঞ্চলিকতা
C. উষ্ণায়ণ
D. অবনমন

31. ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম' গ্রন্থের লেখক
A. রাচেল কারসন
B. রিচার্ড গ্রোভ
C. হোয়াইট র্লে
D. আলফ্রেড ক্রসবি ☑

32. স্পঞ্জ রসগােল্লা তৈরি করেন।
A. সুধীরচন্দ্র দাস
B. রাধামােহন দাস
C. নবীনচন্দ্র দাস ☑
D. কালীনাথ ঘােষ

33. রসগােল্লা-বাংলার জগৎ মাতানাে আবিষ্কার গ্রন্থটি রচনা করেন-
A. হরিপদ ভৌমিক ☑
B. উইলিয়াম কেরি
C. হরিনাথ মজুমদার
D ফলীন্দ্রকৃষ্ন গুহ

34. ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথােপকথন-উক্তিটি করেছেন---
A. হেরােডােটাস
B. রােমা রােলী
C. ই. এইচ. কার ☑

35. পরিবেশের ইতিহাসচর্চা কবে ব্যাপক রূপ নেয়?
A. ১৯৪০-এর দশকে
B. ১৯৫০-এর দশকে
C. ১৯৮০-এর দশকে ☑
D. ১৯৬০-এর দশকে

36. 'ইকো ফেমিনিজম' নিয়ে কাজ করেছেন।
A. সুসান স্টোন
B. মাইকেল মান
C. ফ্রাসোয়া দোবান ☑
D. রামচন্দ্র গুহ

38. খেলা একটি-
A. সামাজিক জাগরণ
B. অর্থনৈতিক জাগরণ
C. সাংস্কৃতিক জাগরণ ☑
D. ধর্মীয় জাগরণ

39. 'A History of Hindu Chemistry'  রচনা করেন-
A. জে ডি বারনাল
B. মহেন্দ্রলাল সরকার
C. আচার্য প্রফুল্লচন্দ্র রায় ☑
D. ডেভিড আর্নল্ড

40. 'দাস ক্যাপিটাল' গ্রন্থটি রচনা করেন।
A. কার্ল মার্কস ☑
B. ট্রেভেলিয়ন 
C. গিবস
D. রনকিন

41. আধুনিক ভারতের ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ উপাদান হল
A. শিলালিপি
B. সরকারি নথিপত্র ☑
C. মুদ্রা
D. পর্যটকদের বিবরণ

42. 'New Social History' রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন
A. জন মার্শাল
B. লর্ড ব্রাইস
C. হারবার্ট গুডম্যান ☑
D. জন মেকলে

43. 'জীবনের ঝরাপাতা' যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত, সেটি হল-
A. বঙ্গদর্শন
B. দেশ ☑
C. সোমপ্রকাশ
D. সংবাদ প্রভাকর

44. পঞ্চাশের মন্বন্তরের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন।
A. অবনীন্দ্রনাথ ঠাকুর
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. গগনেন্দ্রনাথ ঠাকুর
D. জয়নুল আবেদিন ☑

45. বাঙালি জাতির মধ্যে বীরপূজার উদ্দেশ্যে 'বীরাষ্টমীব্রত' পালনের কথা বলা হয়েছে-
A সত্তর বৎসর গ্রন্থে
B. আনন্দমঠ গ্রল্থে
C. জীবনের ঝরাপাতা গ্রন্থে ☑

46. স্থানীয় ইতিহাস নিয়ে ভারতে প্রথম লিখিত গ্রন্থ হল---------
A. রাজতরঙ্গিনী ☑
B. ইন্ডিকা
C. অর্থ শাস্ত্র
D. শকুন্তলা

47. জওহরলাল নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে কয়টি চিঠি লেখেন তাঁর লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার' থেকে
A. 30 ☑
B. 32
C. 34
D. 40

48. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়-
➡ 1960 এর দশকে। 

49. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ
করেন।
A. মুনসি প্রেমচাঁদ ☑
B. খুশবন্ত সিং
C. কৃষণ চন্দর
D. সাদাত হাসান।

50. রামকিঙকর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন সেটি হল-
A. সাহিত্য
B. চিত্রকলা ✔
C. চলচ্চিত্র
D. সংগীতচর্চা

Post a Comment

0 Comments