Advertisement

Main Ad

CH-3 কোষ বিভাজন (CELL DIVISION)

কোষ বিভাজন CELL DIVISION

কোষ বিভাজন CELL DIVISION

১০১. জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

১০২. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?
ক) তিনটি
খ) দুইটি
গ) পাঁচটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)

১০৩. এককোষী জীব হলো –
i. ব্যাকটেরিয়া
ii. প্লাসমোডিয়াম
iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০৪. অ্যাস্টার-রে কোষ বিভাজনের কোন ধাপে বিচ্ছুরিত হয়?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ)

১০৫. কোষের বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) টেলোফেজ
ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ)

১০৬. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলি V. L. J বা I এর মতো আকার ধারণ করে?
ক) মেটাফেজ
খ) এনাফেজ
গ) প্রোফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)

১০৭. কোম্পানিসমূহ ডিবেঞ্চারহোল্ডাদের নির্দিষ্ট হারে কী প্রদান করে?
ক) সম্পদ
খ) সুদ
গ) লভ্যাংশ
ঘ) বন্ড
সঠিক উত্তর: (খ)

১০৮. প্রোফেজ পর্যায় পর্যবেক্ষণে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক) সরল অণুবীক্ষণ যন্ত্র
খ) যৌগিক অণুবীক্ষণ যন্ত্র
গ) দূরবীক্ষণ যন্ত্র
ঘ) অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (খ)

১১০. হ্রাসমূলক বিভাজন বলা হয় কোনটিকে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

১১১. মিয়োসিসের গুরুত্ব কী?
ক) জননকোষ সৃষ্টি
খ) দেহকোষ সৃষ্টি
গ) প্রাণীর দৈহিক বৃদ্ধি
ঘ) উদ্ভিদের বৃদ্ধি
সঠিক উত্তর: (ক)

১১২. মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি?
ক) প্রোফেজ
খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ
ঘ) মেটাপেজ
সঠিক উত্তর: (ক)

১১৩. মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?
ক) বহুকোষী জীবের
খ) এককোষী জীবের
গ) এককোষী ও বহুকোষী
ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)

১১৪. এককোষী জীব হলো –
i. ব্যাকটেরিয়া
ii. অ্যামিবা
iii. প্লাজমোডিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৬. অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে –
i. অপত্য ক্রোমোজোম মেরু প্রান্তে থাকে
ii. ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে
iii. স্পিন্ডল যন্ত্র প্রায় লুপ্ত হতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৭. কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?
ক) টেলোফেজ
খ) মেটাপেজ
গ) অ্যানাফেজ
ঘ) প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: (খ)

১১৮. টিউমার বা ক্যান্সারের কোষগুলো কী রকম?
ক) স্বাভাবিক
খ) অস্বাভাবিক
গ) অতি প্রাকৃতিক
ঘ) সংবেদনশীল
সঠিক উত্তর: (খ)

১১৯. মাইটোসিস বিভাজনের ফলে জীবের –
i. দৈহিক বৃদ্ধি হয়
ii. কোষের নির্দিষ্ট আকার ও আয়তন বজায় থাকে
iii. অস্বাভাবিক কোষ বিভাজন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২০. জীবকোষের আকৃতি বিভিন্ন ধরনের হয় কেন?
ক) আকারের বিভিন্নতার কারণে
খ) জীবের বিভিন্নতার কারণে
গ) কোষ বিভাজনের বিভিন্নতার কারণে
ঘ) বৈশিষ্ট্যের বিভিন্নতার কারণে
সঠিক উত্তর: (খ)

১২১. দ্বিবিভাজন বলা হয় নিচের কোনটিকে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) মায়োসিস
সঠিক উত্তর: (ক)
১২৩. ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয় মাইটোসিসের কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (গ)

১২৪. প্রো-মেটাফেজের বৈশিষ্ট্য হলো –
i. সেন্ট্রোমিয়ার ট্রাকশন তন্তুতে যুক্ত হয়
ii. স্পিন্ডল যন্ত্র তৈরি হয়
iii. নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২৫. অ্যামাইটোসিস বিভাজনের শুরুতে –
i. নিউক্লিয়াস ধীরে ধীরে লম্বা হতে থাকে
ii. নিউক্লিয়াস মুগুরের মতো হতে থাকে
iii. নিউক্লিয়াস ক্রমান্বয়ে সরু হতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২৬. জনন কোষের বিভাজনের ফলে উৎপন্ন হয় –
ক) গ্যামেট
খ) জাইগোট
গ) স্পিন্ডল তন্তু
ঘ) ক্রোমোটিড
সঠিক উত্তর: (ক)

১২৭. দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)

১২৮. মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি হয়?
ক) স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি
খ) ক্রোমোজোম পানি শোষণ করে
গ) অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়
ঘ) ক্রোমোজোমে পানির পরিমাণ কমে
সঠিক উত্তর: (খ)

১৩০. নিচের কোনটির টিউমার বা ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি করা হয়?
ক) কোষের রাসায়নিক গঠনের
খ) কোষের বাহ্যিক গঠনের
গ) কোষের ক্রোমোজোমের
ঘ) কোষের মাইটোকন্ড্রিয়ার
সঠিক উত্তর: (খ)

১৩১. জীবদেহের গঠন ও কাজের একক কী?
ক) কোষ
খ) প্লাস্টিড
গ) গলজি বস্তু
ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক)

১৩২. সাবমেন্ট্রাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?
ক) ‘V’
খ) ‘L’
গ) ‘J’
ঘ) ‘I’
সঠিক উত্তর: (খ)

১৩৩. কখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে?
ক) ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে
খ) ক্রোমোজোমগুলো বিভাজিত হলে
গ) ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা হলে
ঘ) সেন্ট্রোমিয়ার সৃষ্টি হলে
সঠিক উত্তর: (ক)

১৩৪. নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিয়ার আবরণী গঠিত কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) এনাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)

১৩৫. কোনটিকে ইকুয়েশনাল বিভাজন বলে?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) গ্যামেটোসিস
সঠিক উত্তর: (খ)

১৩৬. কোন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্যের হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)

১৩৭. নিচের কোনটি অ্যানাফেজ দশার ক্রোমোজোমের সাব-মেটাসেন্ট্রিক আকৃতি?
ক) J
খ) I
গ) L
ঘ) V
সঠিক উত্তর: (গ)

১৩৮. উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ কী?
ক) এনজাইম
খ) হরমোন
গ) মাইটোসিস
ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (গ)

১৩৯. ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমটিতে বিভক্ত হয় মাইটোসিসের কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ক)

১৪০. টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে কোন অঙ্গাণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) এনাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)

১৪১. একটি প্রাণীর মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যা ৮ হলে, মিয়োসিস-১ এ অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
ক) ৪
খ) ৮
গ) ১২
ঘ) ১৬
সঠিক উত্তর: (ক)

১৪২. মাইটোসিস কোষ বিভাজন ঘটে –
i. কান্ড
ii. মূলের অগ্রভাগ
iii. মুকুল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৩. স্পিন্ডল যন্ত্র কী দ্বারা তৈরি হয়?
ক) তন্তুময় প্রোটিন
খ) গ্লোবিউলার প্রোটিন
গ) ফ্রাইব্রাস প্রোটিন
ঘ) অ্যালবুমিন প্রোটিন
সঠিক উত্তর: (ক)

১৪৪. কোন পর্যায়ে ক্রোমোজোমের আকর্ষণ কমে যায়?
ক) অ্যানাফেজ
খ) মেটাফেজ
গ) টেলোফেজ
ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (খ)

১৪৫. নিচের কোনটি জনন কোষে ঘটে?
ক) মাইটোসিস কোষ বিভাজন
খ) মিয়োসিস কোষ বিভাজন
গ) নিউক্লিয়াসের বিভাজন
ঘ) সাইটোপ্লাজমের বিভাজন
সঠিক উত্তর: (খ)

১৪৬. মিয়োসিসের জিনের আদান-প্রদান হয় –
i. ক্রোমোজোম অংশ বিনিময়ে
ii. DNA ভাঙা-গড়ার মাধ্যমে
iii. ক্রোমোজোম স্থানান্তরের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৭. জাইগোট বারবার বিবাজিত হয়ে কি উৎপন্ন হয়?
ক) শুক্রাণু
খ) ডিম্বাণু
গ) অসংখ্য কোষ
ঘ) অপত্য কোষ
সঠিক উত্তর: (গ)

১৪৮. প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয় কোন ধাপে?
ক) মেটাফেজ
খ) এনাফেজ
গ) প্রোফেজ
ঘ) প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: (গ)

১৪৯. মাইটোসিসের শেষ পর্যায় কোনটি?
ক) মেটাফেজ
খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ
ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (গ)

১৫০. মাইটোসিসের শেষ পর্যায়টিতে –
i. প্রোফেজ এর ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়
ii. ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটে
iii. ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

            to be continue on...
CH-4 কোষ বিভাজন (Cell Division)

Post a Comment

0 Comments