Advertisement

Main Ad

প্রবাহী তড়িৎ*উচ্চ মাধ্যমিক 2020

প্রবাহী তড়িৎ*উচ্চ মাধ্যমিক 2020
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান 2)

1. হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করে অতিউচ্চমানের অথবা অতিনিম্নমানের রোধ পরিমাপ নির্ভুল হয় না এর কারণ লেখো।

2. দেখাও যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সমবায়ে যুক্ত প্রতিটি বোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয়।

3. G রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের সান্ট যোগ করলে সান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1n1n অংশ প্রবাহিত হবে ?

4. বৈদ্যুতিক কোশের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্টামিটার অপেক্ষা পোটেনসিওমিটারকে কেন অগ্রাধিকার দেওয়া হয় ব্যাখ্যা করো।

5. একটি তারের রোধ 5Ω5Ω। একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত ?

6. একটি গৌণ কোশের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার ঘণ্টা বলতে কী বোঝো?

7. কারশফের সূত্র দুটি কোন দুটি নিত্যতা সূত্র মেনে চলে ?

8. (i) গ্যালভানোমিটার কুণ্ডলীর পাকসংখ্যা বাড়ালে কী হবে? (ii) ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান অদলবদল করলে

হুইটস্টোন ব্রিজের নিস্পন্দ অবস্থার কী পরিবর্তন হবে?

9. ভোল্টমিটারের সাহায্যে তড়িৎকোশের তড়িচ্চালক বল সঠিকভাবে মাপা সম্ভব নয় কেন?

10. হুইটস্টোন ব্রিজে কী ধরনের ব্যাটারি ব্যবহার করা যুক্তিযুক্ত?

11. মিটার ব্রিজের সাহায্যে 1Ω1Ω এবং 100Ω100Ω মানের দুটি রোধের তুলনা সঠিকভাবে করা যায় না কেন?

12. তড়িৎপ্রবাহ চলাকালীন কোশের প্রান্তীয় বিভব পার্থক্য অপেক্ষা তড়িচ্চালক বল বেশি হয় কেন ?

13. দেখাও যে রোধ এবং ধারকত্বের গুণফলের একক এবং সময়ের একক একই।

14. কোনো তারের রোধ R। তারটিকে লম্বালম্বিভাবে সমান প্রস্থচ্ছেদের দুটি অংশে বিভক্ত করে অংশগুলিকে (i) সমান্তরাল সমবায়ে এবং (ii) শ্রেণি সমবায়ে যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তারটির রোধ কত?

15. একটি 100V ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 5Ω5Ω। একটি ভোল্টমিটার দিয়ে ওই ব্যাটারির তড়িৎচালক বল মাপলে 20% ত্রুটি দেখায়। ওই ভোল্টমিটারের রোধ কত ?

16. কোন অবস্থাতে কোশের প্রান্তীয় বিভব প্রভেদ কোশের তড়িচ্চালক বল অপেক্ষা বেশি হয়?

17. রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে ? এর গাণিতিক রূপটি লেখো।

18. একই পদার্থে তৈরি এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার A ও B -এর প্রথচ্ছেদের অনুপাত 1:4। তার দু’টির দু’প্রান্তে একই বিভব পার্থক্য প্রযুক্ত হলে এদের মধ্যে উৎপন্ন তাপের অনুপাত কত?

19. কীভাবে একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে/অ্যামমিটারে রূপান্তরিত করা হয় ?

20. 240V-1000W বাতির ফিলামেন্ট 240V-100W বাতির ফিলামেন্টের তুলনায় সরু না মোটা?

21. জুলের ধ্রুবককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয় কেন?

22. 220V-66W বৈদ্যুতিক বাতিকে 220V সরবরাহ লাইনের সঙ্গে যুক্ত করে জ্বালানো হলো। জ্বলন্ত অবস্থায় বাতির ফিলামেন্টের রোধ নির্ণয় করো।

23. হুইটস্টোন ব্রিজে ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান অদলবদল করলে ব্রিজের নিস্পন্দ অবস্থার কী পরিবর্তন হয় ?

24. তড়িৎশক্তি ও তড়িৎ ক্ষমতার সংজ্ঞা লেখে। তাদের একক উল্লেখ করো।

25. 7ohim -এর একটি রোধকে একটি কোশের দুটি প্রান্তের সঙ্গে যোগ করলে বর্তনীতে 1.1 A এর প্রবাহ চলে। রোধের পরিমাণ 13ohm হলে বর্তনীতে প্রবাহের মান 0.67 A। কোশটির তড়িচ্চালক বল নির্ণয় করো।

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (মান 5)

1. (i) ওহমের সূত্রটি বিবৃত করো। (ii) 24 cm দীর্ঘ, 0.003 cm ব্যাস এবং 162Ω162Ω মোট রোধের একটি তারের উপাদানের রোধাঙ্ক নির্ণয় করো।

2. একটি বাড়িতে 4টি 100 W বাল্ব ও 2টি 60 W পাখা প্রতিদিন ৪ ঘন্টা করে চলে। প্রতি Unit-এর দাম 4.50 টাকা হলে মাসিক খরচ কত ?

3. (i) জুলের ধ্রুবককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বল হয় কেন?

(ii) E তড়িৎচালক বল ও r অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটি বাহ্যিক রোধ R যোগ করা হলো। দেখাও যে রোধে তাপ উৎপাদনের হার সর্বোচ্চ হওয়ার শর্ত হলো R= r।

4. (i) মিটার ব্রিজের তড়িৎ বর্তনী অঙ্কন করো ও মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয়ের রাশিমালাটি নির্ণয় করো।

(ii) মিটার ব্রিজের সাম্যাবস্থা সবসময় ব্রিজের মধ্যবিন্দুতে আনার তাৎপর্য কী?

5. 100 ভোল্ট সরবরাহ লাইনে 800 ওহম রোধ যুক্ত আছে। ওই রোধের একপ্রান্ত ও রোধের মধ্যবিন্দুতে একটি ভোল্টমিটার সংযুক্ত করলে 40 ভোল্ট পাঠ পাওয়া যায়। ভোল্টমিটারের রোধ নির্ণয় করো।

6. বর্তনী চিত্র সহ একটি পোটেনশিওমিটার দিয়ে কীভাবে দুটি কোশের তড়িচ্চালক বল তুলনা করা যায় তা লেখো।

7. (i) রেগুলেটরের সাহায্যে একটি বৈদ্যুতিক পাখার ঘূর্ণনবেগ কমানো হলে তড়িৎশক্তির ব্যয়ে কীরকম পরিবর্তন হয়?

(ii) একটি ব্যাটারিচালিত বর্তনীতে r1 রোধ যোগ করলে রোধটিতে যে তাপ উৎপন্ন হয়, r1 -এর পরিবর্তে r2 রোধ যোগ করলেও তাতে উৎপন্ন তাপের পরিমাণ একই থাকে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো।

Post a Comment

1 Comments

  1. উত্তরসহ দিলে ভালো হতো

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.