CHILD DEVELOPMENT AND PEDAGOGY
PEDAGOGY |
1. শিশুর বােধহীন বুদ্ধ্যান্কের পরিমাপ?
উঃ 60-80
2. শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হল-
উঃ প্রকল্প পদ্ধতি।
3. ফ্রয়েবেলের লেখা একটি বইয়ের নাম?
উঃ Education of man.
4. কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা কমিটিকে সংক্ষেপে কি বলা হয়?
উঃ CABE
5. কিসের ভিত্তিতে ছাত্ররা কোন কিছু বুঝতে পারে?
উঃ মেধার সাহায্য।
6. শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হল--------
উঃ ছাত্রদের কৌতুহল জাগ্রত করা।
উঃ ছাত্রদের কৌতুহল জাগ্রত করা।
7. শিক্ষক জীবনে সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছ থেকে?
উঃ শিক্ষার্থীর কাছে।
8. জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় কত সালে?
উঃ 1986 ।
9. 'ব্যক্তিত্বের পুর্ন বিকাশ হল শিক্ষা' ----এই মতের সমর্থক কে ছিলেন?
উঃ নান ।
10. কাসা-ডাই-ব্যামবিনি এর প্রতিষ্ঠাতা হলেন?
উঃ মাদাম মন্তেস্বরী।
11. সুশিক্ষক কেমন হবেন?
উঃ বন্ধুভাবাপন্ন ।
12. নই তালিম কথাটির অর্থ------
উঃ বুনিয়াদী শিক্ষা।
13. বুনিয়াদী শিক্ষার কেন্দ্রবিন্দুটি হল----
উঃ হস্তশিল্প ।
14. ছাত্রদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা কি?
উঃ নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে ওঠে।
15. একজন শিক্ষকের উচিত--------
উঃ দায়িত্ববান হওয়া।
16. শিশুর একটি প্রত্যক্ষ চাহিদা হলো....
উঃ খাদ্যবস্তুর ।
17. একজন শিক্ষকের কোন মণােবিজ্ঞান জানা দরকার?
উঃ আচরণের।
18.বুনিয়াদী শিক্ষার জনক কে?
উঃ গান্ধীজী।
19. ভারতে প্রথম কোথায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়?
উঃ কোলকাতায়।
20. শ্রেণীতে কিরকম TLM ব্যবহার দরকার?
উঃ দৃশ্য ও শ্রাব্য।
21. সৃজনশিলতার উপাদান হল------
উঃ মৌলিকত্ব
22. বর্তমানে কত রকমের পরীক্ষা প্রচলিত আছে?
উঃ লিখিত-মৌখিক।
23. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে?
উঃ রুশাে।
CHILD DEVELOPMENT AND PEDAGOGY
CHILD DEVELOPMENT AND PEDAGOGY
24. স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?
উঃ 1948 ।
25. শিশুর মধ্যে যদি ভয়,রাগ, প্রভৃতি ভেসে ওঠে, তাহলে তাকে কি ধরনের প্রতিরােধ বলে?
উঃ প্রক্ষোভমূলক।
26. শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হল......
উঃ প্রকল্প পদ্ধতি।
27. কিসের ভিত্তিতে ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে?
উঃ মেধার সাহায্য।
28. ফ্রয়েবেলের লেখা একটি বইয়ের নাম
উঃ Education of man
28. কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা কমিটিকে সংক্ষেপে কি বলা হয়....
উঃ CABE
29. শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হল ছাত্রদের....
উঃ কৌতুহল উদ্রেক করা।
30. 'ব্যক্তিত্বের পুর্ন বিকাশ হল শিক্ষা' এই মতের সমর্থক কে ছিলেন?
উঃ নান।
26. শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হল......
উঃ প্রকল্প পদ্ধতি।
27. কিসের ভিত্তিতে ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে?
উঃ মেধার সাহায্য।
28. ফ্রয়েবেলের লেখা একটি বইয়ের নাম
উঃ Education of man
28. কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা কমিটিকে সংক্ষেপে কি বলা হয়....
উঃ CABE
29. শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হল ছাত্রদের....
উঃ কৌতুহল উদ্রেক করা।
30. 'ব্যক্তিত্বের পুর্ন বিকাশ হল শিক্ষা' এই মতের সমর্থক কে ছিলেন?
উঃ নান।
Previous post related of this topic is...
0 Comments
Please do not enter any spam link in the comment box.