CHILD DEVELOPMENT AND PEDAGOGY
![]() |
Pedagogy |
CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 5
1. আধুনিক শিক্ষা ব্যবস্থা হল--------
উঃ শিশুকেন্দ্রিক।
2. শিক্ষাদানের সংস্থা হলো-----------
উঃ বৃহত্তর সমাজজীবন ও পরিবার।
3. শিক্ষকের প্রধান কাজ কি-----------
উঃ শিক্ষার্থীদের মূল্যবােধ ও চেতনাবৃদ্ধি।
4. ধারণার বিকাশ প্রাথমিকভাবে কিসের অংশ--------------
উঃ বৌদ্ধিক বিকাশ।
5. পাঠ্যপুস্তক সাহায্য করে------------
উঃ শিক্ষাগত কাজকে সঠিক পথে চালিত করতে।
6. সৃজনশীলতার উপাদান হল--------
উঃ সাবলীলতা মৌলিকত্ব এবং নমনীয়তা।
7. The Varieies of Temparament বই কার লেখা?
উঃ ডব্লিউ এইচ মেলডন।
8. শিক্ষার উন্নতি কি দেখে বােঝা যায়-----
উঃ ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন শুনে।
9. শিশুদের একটি বিশেষ চাহিদা হল......
উঃ নিরাপত্তর চাহিদা।
10. প্রথা গত শিক্ষার মাধ্যম হল----------
উঃ বিদ্যলয়।
11. ক্রেস কোন শিক্ষার সাথে যুক্ত-------
উঃ প্রাক প্রথমিক।
12. জাকির হােসেন কমিটি বুনিয়াদী শিক্ষার পাঠক্রম রচনা করে------------
উঃ 1947 সালে।
13. শিশু নিকেতন কে প্রতিষ্ঠা করেন----
উঃ থর্নডাইক।
14. বিষয়ে কাঁচা ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে------------
উঃ সহানুভূতিপূর্ন।
15. পাঠ্যক্রমের একটি প্রধান উপাদান----
উঃ নমনীয়তা।
16. মন্তেসরি তার শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন কোন শহরে-----------------------
উঃ রোমে।
CHILD DEVELOPMENT AND PEDAGOGY
শিক্ষা বিজ্ঞান
CHILD DEVELOPMENT AND PEDAGOGY
শিক্ষা বিজ্ঞান
17. অপারেন্ট অনুবর্তন তত্ত্বের জনক কে?
উঃ স্কিনার
18. মাধ্যমিক শিক্ষা শুরু হয়------------
উঃ কৈশােরকালে।
19. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-----------------------------
উঃ 1857
20. শিক্ষকের প্রতিদিনকার কাজ হবে-----
উঃ শিক্ষাদানের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি ববহার করা।
21. শিক্ষক নজর দেবেন------------------
উঃ স্কুল পালানো ছাত্রদের।
22. এমিল গ্রন্থের রচনাকার---------------
উঃ রুশো
23. কোনটি শিখনের ফলশ্রুতি------------
উঃ পরিনমন।
24. আশ্রমিক শিক্ষাদান করা হয়---------
উঃ শান্তিনিকেতন।
25. মুক্ত বিদ্যালয়ের শিক্ষা কি------------
উঃ প্রথামুক্ত।
26. মনােবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান----
উঃ ধনাত্মক।
27. আধুনিক শিক্ষাক্ষেত্রে কাকে বন্ধু দার্শনিক,পথ প্রদর্শক বলা হয়---------
উঃ শিক্ষক
28. জীবনশৈলী শিক্ষা হল-----------------
উঃ পঠন পাঠনের শিক্ষা
29. সর্বশিক্ষা অভিযান প্রথম হয়েছিল----
উঃ 2002
30. Adolosence গ্রন্থটির লেখক কে?
উঃ স্ট্যানলি হল।
To be continued on…
Previous post related to this topic is…
0 Comments
Please do not enter any spam link in the comment box.