Advertisement

Main Ad

CHILD DEVELOPMENT AND PEDAGOGY PART 2

PEDAGOGY ( শিক্ষাবিজ্ঞান)

PEDAGOGY
PEDAGOGY 

CHILD DEVELOPMENT AND PEDAGOGY
PART 2

1. শিশুদের বিকাশ কোন দুটি শর্তের উপর নির্ভরশীল--
উঃ- বংশগতি ও পরিবেশ। 

2. শিক্ষার কোন স্তরে শিক্ষার্থির মধ্যে দলগত মনােভাব লক্ষ্য করা যায়?
উঃ- উচ্চ প্রাথমিক। 

3. শিশুর প্রারক্ভিক বাল্যের বয়সসীমা কত? 
উঃ- 6-৪। 

4. কোন ধরনের বিকাশ শিশুর আচরণকে প্রভাবিত করে? 
উঃ- প্রাক্ষোভিক বিকাশ। 

5. মানুষ কতদিন পর্যন্ত কোন কিছুর শিক্ষা গ্রহণ করতে পারে? 
উঃ- শিক্ষা গ্রহণের কোন বয়স নেই। 

6. Calcutta female School কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উঃ- 1949। 

7. শিক্ষায় সমাজ তান্ত্রিক ভাবধারার জনক কে? 
উঃ- রুশো। 

8. রত্ন সাগর পাঠাগার কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত? 
উঃ- নালন্দা। 

9. ক্রীড়া চিকিৎসার প্রব্রতক কে? 
উঃ- ফ্রয়েবেল। 

10. হিন্দু কলেজ কলে স্থাপিত হয়? 
উঃ- 1817। 

11. কে প্রথম মনস্তত্বের উপর ভিত্তি করে শিক্ষার কথা চিন্তা করেছিলেন? 
উঃ- রুশাে। 

12. কিনডার গার্ডেন ব্যবস্থা কে চালু করেন? 
উঃ- ফ্রয়েবেল। 

13. শিশু কেন্দ্রিক শিক্ষার জনক? 
উঃ- রশাে। 

14. জাতীয় সাক্ষরতা মিশন চালু হয়? 
উঃ- 1988। 

15. শিক্ষা মানুষকে কি দেয়? 
উঃ- বিনয়। 

16. শ্রেষ্ঠ শিক্ষা বন্ধু কে? 
উঃ- শিক্ষক। 

17. কোনো সমাজে মূল্যবােধ ফিরিয়ে আনতে শিক্ষক এর ভূমিকা কি? 
উঃ সক্রিয়। 

18. প্রয়ােগবাদী দর্শনের প্রবক্তা কে? 
উঃ- জন ডিউই। 

19. ভারতীয় শিক্ষার ওয়ার্ধা পরিকল্পনার স্রষ্টা কে? 
উঃ- গান্ধীজী। 

20. শিক্ষার মূল উদ্দেশ্যকে কয়ভাগে ভাগ করা যায়? 
উঃ- দুইটি। 


CHILD DEVELOPMENT AND PEDAGOGY 

21. এডুকেশন শব্দটির উৎস? 
উঃ- লাতিন। 

22. শিক্ষক জীবনে একজন শিক্ষক সবচেয়ে বেশি কার কাছ থেকে শিখতে পারেন? 
উঃ- ছাত্র। 

23. শিক্ষকতা কি ধরনের কাজ? 
উঃ- বিশেষ পেশা। 

24. শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ হল? 
উঃ- NCC তে নিয়মিত অংশ গ্রহণ। 

25. একজন শিক্ষকের প্রাথমিক দায়বন্ধতা হল? 
উঃ- শিক্ষার্থীর। 

26. বিদ্যালয় এক ধরনের কি প্রতিষ্ঠান? 
উঃ- শিক্ষাপ্রতিষ্ঠান। 

27. শিক্ষা মনােবিজ্ঞানের পদ্ধতি হল? 
উঃ- কেস স্টাডি। 

28. শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? 
উঃ- মা। 

29. কেন বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে শিক্ষকের ব্যবহার কেমন হবে? 
উঃ- সহানুভূতিশীল। 

30. কিন্ডার গার্টেন পদ্ধতির আবিষ্কার করেন কে? 
উঃ- ফ্রয়েবেল। 

31. কিন্ডার গার্টেন শব্দটির অর্থ কি? 
উঃ- শিশু বিদ্যালয়। 

32. শিক্ষকদের একটি code of conduct থাকা উচিত কারন? 
উঃ- পেশা।

To be continue on....

Post a Comment

0 Comments