|  | 
| Image by- media.defense.gov | 
MEDIVIEAL HISTORY OF INDIA
1. জীজাবাঈ কে ছিলেন? 
    ☑ শিবাজীর মা।
2. কোণ্ডদেব কে ছিলেন?
    ☑ শিবাজীর দাদাজী। 
3. শিবাজীর মন্ত্রী পরিষদ কি নামে পরিচিত?
    ☑ অষ্টপ্রধান।
4. শিবাজী কোন কোন কর আদায় করতেন?
    ☑ চৌথ ও সরদেশমুখী।
5. শিবাজীর অশ্বারোহী বাহিনী কি কি ছিলো?
    ☑ শিলাদার  বার্গীর।
6. কবে শিবাজী সিংহাসনে বসেন?
    ☑ ১৬৭৪ খ্রীষ্টাব্দে।
7. শিবাজীর রাজ্যাভিষেক কোথায় হয়?
    ☑ রায়গড় দূর্গে। 
8. শিবাজী কী উপাধি ধারণ করেছিলেন?
    ☑ ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রতিপালক।
9. জিন্দাপীর’ নামে কে পরিচিত? 
    ☑ ঔরঙ্গজেব।
10. বাংলাকে কে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষনা করেন?
    ☑ সম্রাট হুমায়ুন।
11. সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি?
    ☑ দীন-ই-ইলাহী।
12. কোন মুঘল সম্রাট ‘জিজিয়া কর’ বন্ধ করে দেন?
    ⚫ সম্রাট আকবর।
13. কোন মুঘল সম্রাট Prince of Builders নামে খ্যাত?
    🔘সম্রাট শাহজাহান।
14. দিল্লীর ‘দেওয়ান-ই-আম’ ও ‘দেওয়ান-ই-খাস’ নির্মান করেন কে?
     ☑ সম্রাট শাহজাহান।
15. আগ্রার জামে মসজিদ নির্মান করেন কে?
     ☑ সম্রাট শাহজাহান।
16. ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন ?
     ☑ সম্রাট শাহজাহান।
17. ময়ূর সিংহাসন কে লুন্ঠন করেন?
     ☑ পারস্যের নাদির শাহ (1739)।
18. ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে?
     ☑ ইরানে।
19. দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেন?
     ☑ শাহজাহান।
20. সর্বশেষ মোগল সম্রাট কে?
     ☑  দ্বিতীয় বাহাদুর শাহ।
21. সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় অবস্থিত?
     ☑ রেঙ্গুনে (ইয়াঙ্গুন), মায়ানমার।
22. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
     ☑ শিবাজী।
23. কে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন?
     ☑ মীর জুমলা।
MEDIVIEAL HISTORY OF INDIA
24. কার রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান নিযুক্ত হন?
    🔘 ঔরঙ্গজেব
25. কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন?
    🔵ঔরঙ্গজেব 
26. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
     ☑ মুর্শিদকুলী খান।
27. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
     ☑ সিরাজউদ্দৌলা।
28. সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
     ☑ টোডরমল।
29. ‘অমৃতসর’ স্বর্ণ মন্দির কোন সম্রাটের আমলে তৈরী হয়?
     ☑ সম্রাট আকবরের।
30. কোন মোঘল সম্রাট ‘বুলান্দ দরওয়াজা’ নির্মান করেন?
     ☑ সম্রাট আকবর।
31. আকবর কোন রাজপুত রমনীর পাণি গ্রহন করেছিলেন?
     ☑ যোধা বাঈ।
32. সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত?
     ☑ সেকেন্দ্রায়।
33. কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?
     ☑ 1615  ।
34. কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?
     ☑ 1690 । 
35. কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ?
     ☑ ঔরঙ্গজেবের। 
36. মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম করো ?
     ☑ মসলিন বস্ত্র ।
37. মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম কারো ?
     ☑ সুরাট ও কালিকট। 
38. বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম কী ?
     ☑ চুঁচুড়া ।
39. মোগল সম্রাট ফারুকশিয়ারের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে আসেন কে? 
     ☑ সুরম্যান। 
40. ইংরেজরা বিদেরার যুদ্ধে কাদের পরাজিত করেন ?
     ☑ ওলন্দাজদের। 
41. কত খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
     ☑ 1757। 
42. পলাশির যুদ্ধ কোন বছর সংঘটিত হয় ?
     ☑ 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। 
43. পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
     ☑ লর্ড ক্লাইভ।
44. পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন ?
     ☑ মিরজাফর ।
45. বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ?
     ☑ মিরকাশিম। 
46. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
     ☑ 1764 খ্রিস্টাব্দে 22 শে অক্টোবর। 
47. বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন?
     ☑ দ্বিতীয় শাহ আলম। 
48. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
     ☑ 1802 খ্রিস্টাব্দে। 
49. কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?
     ☑ 1707 খ্রিস্টাব্দে। 
50. বুলবুল-ই-হিন্দ’ কাকে বলা হয়? 
     ☑ তানসেনকে। 
To be continued..


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
2 Comments
Nice question sir
ReplyDeleteExcellent sir
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.