Advertisement

Main Ad

ANCIENT HISTORY OF INDIA PART 4

ANCIENT HISTORY OF INDIA


1. বানওয়ালি কোথায় অবস্থিত ➖ হরিয়ানা।

2. সুরকোটাডা, লোথাল ওধোলাভিরা ➖ গুজরাট।

3. আইহোল প্রশস্তি রচনা করেন ➖ রবিকীর্তি।

4. বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠৈছিল ➖ মগধ।

5. সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর ➖ লোথাল।

6. কুলপঞ্জি বর্ণিত গ্রন্থ ➖ দীনবংশ।

7. সাতবাহনের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ➖ সোপারা।

8. সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ➖ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

9. অশোকের উপাধি ➖ দেবনাম প্রিয়দর্শনী।

10. স্যান্ড্রোকোট্টাস নামে পরিচিত ➖ চন্দ্রগুপ্ত মৌর্য।

11. আলেকজান্ডারের বিরূদ্ধে কঠিন প্রতিরোধ গড়েছিলেন ➖ পুরু।

12. আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ➖ পাঞ্জাবে।

13. গৌতম বুদ্ধ প্রথম বাণী প্রচার করেন ➖ সারনাথে।

14. রামশরন শর্মা বিখ্যাত ➖ প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য।

15. দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ➖ বিক্রমাদিত্য।

16. বরাহমিহির রচিত গ্রন্থ ➖ বৃহৎসংহিতা।

17. হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ➖ স্কন্দগুপ্ত।

18. গজনীর সুলতান মামুদ ভারত আক্রমণ করেন ➖ 17 বার।

19. অশোকের লিপির পাঠোদ্ধার করেন ➖ জেমস প্রিন্সেপ (1937)।

20. মৃচ্ছকটিক নাটক ➖ শূদ্রক।

21. বুদ্ধ কোথায় নির্বানলাভ করেন ➖ বোধগয়া।

22. এলাহাবাদ প্রশস্তি ➖ হরিষেন।

23. এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ➖ উইলিয়াম জোনস (1784)।

24. বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ রচিত ➖ পালি ভাষায়।

25. 'কাদম্বরী' কার রচনা ? ➖ বাণভট্ট।

26. আলেকজান্ডার ভারতে ছিলেন ➖ 19 মাস। 

27. বর্ন ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ➖ ঋকবেদে।

28. ভারতের নেপোলিয়ান ➖ সমুদ্রগুপ্ত।

29. সিন্ধু সভ্যতা ছিল ➖ নগরকেন্দ্রিক।

30. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত ? ➖ লোথাল, রংপুর (গুজরাট)।