Advertisement

Main Ad

GENERAL SCIENCE PART 4

GENERAL SCIENCE 

GENERAL SCIENCE

সাধারণ বিজ্ঞান M.C.Q প্রশ্ন উত্তর    


1.  কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? 
➡️ থ্রম্বোকাইনেজ।

2. কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? 
➡️ কার্ল ল্যান্ডস্টেইনার।

3. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? 
➡️ সামুদ্রিক কচ্ছপ।

4. কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? 
➡️পিটুইটারি গ্রন্থি।

5. জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় 
 ➡️ জিওলাইট।

6. অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ➡️ ৩,০০০° সেন্টিগ্রেড।

7. হাইড্রোজেন শব্দের অর্থ কী 
➡️ জল উৎপাদক।

8. হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় 
➡️ বাণিজ্যিক দস্তার ছিবড়া।

9. অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত 
➡️ ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড।

10. কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় ➡️ ব্যাকটিরিয়াকে।

11. কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় 
➡️ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া।
 
12. কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয়
 ➡️ ভলভক্সকে।

13. পামেলা দশা কার মধ্যে দেখা যায় ➡️ক্ল্যামাইডোমোনাসের মধ্যে।

14. ভাউকেরিয়াকী ➡️ একটি সিনোসাইটিক শৈবাল।

15. নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন 
➡️ গোলাকার।

16. কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায়
➡️ মিউকরের।

17. মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে ➡️ ডায়াস্টেজ উৎসেচক।

18. মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ 
➡️ জীবাণু ঘটিত।

19. হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী  প্রকৃতির 
➡️ হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির।

20. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? 
➡️এনামেল।

  21.জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়
➡️ শুশুক। 

 22.যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
➡️ প্যাথজেনিক। 

 23.কোনো পরিবহন তন্ত্র নেই-
➡️ ছত্রাকের। 

 24.চিংড়ির চাষকে কি বলে?
➡️ Prawn culture. 

 25.মাছের প্রাকৃতিক খাবার হল-
➡️ প্লাংকটন। 

 26.কলকাসুন্দা কি?
➡️ উপগুল্ম।