Advertisement

Main Ad

GENERAL KNOWLEDGE

General Knowledge


GENERAL KNOWLEDGE(G.K)


1. ভারতীয় সংবিধানের জনক কেআম্বেদকর। 

2. আধুনিক ভারতের/জাতির জনক কেগান্ধীজী

3. ভারতীয় আইনের জনক কেআম্বেদকর। 

4. ভারতীয় গনতন্ত্রের জনক কেআম্বেদকর। 

5. ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কেমেকলে। 

6. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কেনেহরু। 

7. ভারতে বিদেশ নীতির জনক কেনেহরু। 

8. জোটনিরপেক্ষতা নীতির জনক কেনেহরু। 

9. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কেগান্ধীজী। 

10. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে➡লর্ড রিপন।

11. ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক কে➡লর্ড কর্ণওয়ালিস। 

12. ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে➡সর্দার প্যাটেল। 

13. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে➡হিউম।

14. ভারতে জনস্বার্থ মামলার জনক কে➡পি.এন. ভগবতী। 

15. ভারতে লােক আদালতের জনক কে➡পি.এন.ভগবতী। 

16. ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক কে➡হোমি জাহাঙ্গীর ভাবা। 

17. ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে➡বাল গঙ্গাধর তিলক।

18. ভারতীয় নবজাগরনের জনক কে➡রামমােহন রায়।

19. ভারতীয় উদারনীতিবাদের জনক কে➡রামমােহন রায়। 

20. ভারতীয় ইতিহাসের জনক কে➡মেগাস্থিনিস।

21. ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কে➡কৌটিল্য/চানক্য।

22. ভারতীয় ভূগােলের জনক কে➡জেমস রেনেল।

23. ভারতীয় সমাজতত্ত্বের জনক কে➡জি.এস.ঘুরে। 

24. ভারতীয় গনিতের জনক কে➡রামানুজন/আর্যভট্ট।

25. ভারতে দশমিক/শূন্যের জনক কে➡আর্যভট্ট। 

26. ভারতীয় জাতীয়তাবাদের জনক কে➡বিবেকানন্দ। 

27. ভারতীয় জাতীয় পতাকার জনক কে➡পিঙ্গালী ভেঙ্কাইয়া। 

28. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে➡বিক্রম সারাভাই। 

29. ভারতীয় বাজেটের জনক কে➡প্রশান্তচন্দ্র মহালনাবিশ। 

30. ভারতীয় পেন্টিং-এর জনক কে➡নন্দলাল বােস। 

31. ভারতীয় সিনেমার জনক কে➡দাদা সাহেব ফালকে। 

32. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে➡সুশ্রুত।

33. ভারতীয় সেনা বাহিনীর জনক কে➡স্ট্রিংগার লরেন্স। 

34. ভারতীয় পরিসংখ্যানের জনক কে➡প্রশান্তচন্দ্র মহালনাবিশ।

35. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে➡ নিকলসন।

36. ভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর জনক কে➡এম.বিশ্বেশ্বরিয়া। 

37.ভারতীয় রেলওয়ের জনক কে➡লর্ড ডালহৌসি।

38. ভারতীয় উদার অর্থনীতির জনক কে➡মনমোহন। 

39. ভারতের পূর্বে তাকাও নীতির” জনক কে➡নরসিমা রাও। 

40. ভারতের “বাস কূটনীতির" নীতির জনক কে➡বাজপয়ী। 

41. ভারতীয় শিক্ষার জনক কে➡লর্ড মেকলে। 

42. ভারতীয় পরিকল্পনার জনক কে➡বিশ্বেশ্বরিয়া।

43. ভারতীয় হকির জনক কে➡ধ্যানচাঁদ। 

44. ভারতীয় মেডিসিনের জনক কে➡চরক। 

45. ভারতীয় মিসাইলের জনক কে➡এ. পি. জি. আব্দুল কালাম। 

46. ভারতীয় টেলিভিসনের জনক কে➡ডঃ সুভাষচন্দ্র। 

47. ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কে➡আর. মিশ্র।

48. ভারতীয় আয়ুরবেদের জনক কে➡চড়ক।

49. ভারতীয় সাংবাদিকতার জনক➡হিকি।

50. ভারতে সবুজ বিপ্লবের(কৃষি) জনক কে➡এম. এস. স্বামীনাথন। 

51. ভারতে শ্বেত বিপ্লবের(দুধ ও ডেয়ারি) জনক কে➡ভার্গিস কুরিয়েন।

52. ভারতে নীল(Blue) বিপ্লবের(মাছ) জনক কে➡অরুন কৃষ্ণান।

53. ভারতে সিলভার বিপ্লবের(ডিম ও পােল্ট্রি) জনক কে➡ইন্দিরা গান্ধী।

54. ভারতে গােল্ডেন ফাইবার বিপ্লবের (পাট) জনক কে➡নির্পাক টুটেজ।

55. ভারতে লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) জনক কে➡বিশাল তেওয়ারী। 

56. ভারতে পিঙ্ক(Pink) বিপ্লবের (প্রন,পেঁয়াজ) জনক কে➡দুর্গেশ প্যাটেল। 

57. ভারতে হলুদ বিপ্লবের(তৈলবীজ) জনক কে➡বিন্দেশ্বর প্রসাদ সিং। 

Post a Comment

0 Comments