Advertisement

Main Ad

MADHYAMIK SOLVED QUESTIONS LIFE SCIENCE PART 3

Image by - will kay


MADHYAMIK SOLVED QUESTIONS LIFE SCIENCE


1. বিসদৃশ শব্দটি বেছে লেখাে :
STH, TSH, , GTH, গ্লুকাগন।
☑️ গ্লুকাগন

2. আয়ােডিনের অভাবে কোন গ্রন্থির কার্যকারিতা হ্রাস পায়?
➡️ থাইরয়েড ।

3. কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে কোন্ ছত্রাক?
➡️ পেনিসিলিয়াম ।

4. মাইটোসিস : দেহকোশ :: মিয়ােসিস :❓
☑️ জনন মাতৃকোষ।

5. অটোজোম ঘটিত একটি বংশগত রােগের নাম লেখাে।
➡️ থ্যালাসেমিয়া।

6. বাষ্পমােচন রােধ করার জন্য ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কী ধরনের পত্ররন্ধ্র দেখা যায়?
➡️ নিমজ্জিত। 

7. প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করাে ও লেখাে।
ফ্ল্যাই অ্যাশ, বায়ুদূষণ, এরােসল
➡️ বায়ুদূষণ ।

8. নাইট্রোজেন চক্র বিঘ্নিত হলে যে সমস্ত সমস্ত সমস্যা হতে পারে বলে তুমি মনে করাে, তার মধ্যে একটি সমস্যার উল্লেখ করো। 
➡️ মাটির উর্বরতা শক্তি হ্রাস পায়।

9. বিসদৃশ শব্দটি লেখাে :
ইথিলিন, অক্সিন,জিব্বারেলিন,কাইনেটিন
☑️ ইথিলিন।

10. অযৌন জননের একককে কী বলে?
➡️ স্পোর বা রেনু। 

11. মানুষের স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন?
➡️ স্নায়ুকোশ G0 দশায় স্থায়ী ভাবে থাকে। 

12. একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে, তাদের পুত্রসন্তানদের ফিনােটাইপ কী হবে?
➡️ বর্ণান্ধ। 

13. পারদ : মিনামাটা  :: COPD : ❓ 
 ➡️ এরোসল।

14. কম আলােতে দেখতে সাহায্য করে কোন্ কোশ?
➡️ রড কোশ।

15. নীচের চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। বিষয়টি খুঁজে বের করাে এবং লেখাে। 
থ্যালাসেমিয়া, জিনগত ত্রুটি, বর্ণান্ধতা, খ্রিস্টমাস রােগ
☑️ জিনগত ত্রুটি।

16. একই জিনের ভিন্ন রূপকে বলে
➡️ অ্যালিল।

17. একটি জীবন্ত জীবাশ্ম হলো।
➡️ স্ফেনোডন।

18. বিসদৃশ শব্দটি বেছে লেখাে :
ACTH, ADH, TSH, STH
☑️ ADH.

19. দেহ মাতৃকোশ : 2n :: গ্যামেট :❓
➡️ n

20. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে লেখাে : 
DNA, ক্রোমোজোম,জিন, লােকাস।
☑️ ক্রোমোজোম।

21. কেমােজেনি বলতে কী বােঝ?
➡️ অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি 
হওয়াকে কেমোজনি বলে। 

22. ACTH-এর সম্পূর্ণ নাম লেখাে।
➡️ অ্যাডরিনো কর্টিকো ট্রফিক হরমোন ।

23. ডারউইনের লেখা একটি বই এর নাম লেখো। 
➡️ On the origin of species by means of natural selection. 

24. বিসদৃশ শব্দটি বেছে লেখাে
IAA, GA, NAA,TSH
➡️ TSH

25. সঠিক বিবর্ধনযুক্ত অবতল লেন্স চোখের কোন ত্রুটি দূর করার
জন্য ব্যবহৃত হয়?
➡️ মায়োপিয়া। 

26. পুরুষ মানুষের লিঙ্গ নির্ধারণের ভিত্তি কী?
➡️ Y 

27. দ্বিনেত্র দৃষ্টি কী?
➡️ দুটি চোখ দিয়ে একটি বস্তুকে দেখাই হল দ্বিনেত্র। 

28. কলাবতী উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখাে।
➡️ বন্ধ্যাপুংকেশর।

29. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের কর এবং লেখাে : 
চিড়িয়াখানা, বােটানিকাল গার্ডেন, এক্সসিটু সংরক্ষণ, ক্রায়াে সংরক্ষণ।
➡️ ক্রায়াে সংরক্ষণ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান 

30. বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্লের বরফ ক্রমাগত গলতে থাকলে, কোন প্রাণিটির অস্তিত্ব বিপন্ন হবে?
➡️ তুষার চিতা। 

31. বিসদৃশ শব্দটি বিসদৃশ শব্দটি বেছে লেখাে :
চিড়িয়াখানা, ক্রায়ােসংরক্ষণ, উদ্ভিদ উদ্যান, সংরক্ষিত বন।
☑️ ক্রায়োসংরক্ষণ। 

32. মেনিনজেস এর কোন স্থানে CSF বর্তমান ?
➡️ সাব অ্যারকনয়েড স্থানে। 

33. নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 
উট : ওয়াটারস্যাক :: নিউম্যাটোফোর :❓ 
➡️ সুন্দরী। 

34. কোন্ সময়কে মানুষের মুখ্যবৃদ্ধিকাল বলে?
➡️ বয়ঃসন্ধিকালে। 

35. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F, জনুর ফেনােটাইটিক ও জিনােটাইপিক অনুপাত একই হয়। অনুপাতটি লেখাে।
➡️ 1:2:1

36. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করাে এবং লেখো : 
দেহকোশ, ডিপ্লয়েড, জাইগােট, নির্ণীত নিউক্লিয়াস
➡️ ডিপ্লয়েড।

37. জীব বিবর্ধন (Biological Magnification) এর সঙ্গে যুক্ত একটি অপরিবর্তনীয় রাসায়নিক পদার্থের সম্পূর্ণ নাম (full form) লেখাে।
➡️ DDT : ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন।

38. বিসদৃশ শব্দটি বেছে লেখাে :
রানভিয়ার পর্ব, সােয়ান কোশ, প্রান্ত বুরুশ, নিজল দানা।  
☑️ নিজল দানা।

39. উদবেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন্ হরমােন?
➡️ অ্যাডরিনালিন ।

40. নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
হিমােফিলিয়া : রক্ততনঞ্চন ব্যাহত :: থ্যালাসেমিয়া:❓ 
➡️ গ্লোবিন শৃঙ্খল ব্যাহত হয়। 

41. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখাে। 
ইউট্রিফিকেশন, ব্ল্যাকফুট ডিজিজ, জলদুষণ, জন্ডিস।
☑️ জলদুষণ।

42. সুন্দরবনের একটি সরীসূপের উদাহরণ দাও।
➡️ কুমীর।

43. মিনামাটা রােগের কারণ হল
➡️ পারদ। 

44. একটি গৌণ বায়ুদূষক হল
➡️ PAN. 

45. মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ হল
➡️ প্লবতা।